Posts

Showing posts from November 10, 2013

আপনার মোবাইলকেই ব্যবহার করুন ‘Wireless মডেম’ হিসেবে!!!

Image
  সবাইকে অনেক অনেক শুভেচ্ছা । অনেকদিন পর আজ টিউন করছি। শুরুতেই দু একটা কথা বলি- “প্রায় মাস দুয়েক আগে আমার মডেমটি হারিয়ে যায়। এরপর থেকেই মোবাইল দিয়ে নেট চালাতাম। তাই টিটিতে অনেক দিন টিউন ও করতে পারিনি। আজ খুশি খুশি টিউন করতে বসেছি!” .. না, হারানো মডেম ফেরত পাইনি, নতুন মডেম ও কিনি নি। মোবাইলকেই মডেম হিসেবে ব্যাবহার করছি। তাও কোন সফটওয়্যার কিংবা ক্যাবল ছাড়াই!! শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে।  প্রক্রিয়াটা  টিটিতে শেয়ার করছি! আপনাদের কাজে লাগতেও পারে। হয়তো আপনারা অনেকেই জানেন! আমি কিন্তু জানতাম না! কার্যপদ্ধতি:  উল্লেখ্য আমি apple macbook pro তে এটা ব্যাবহার করেছি। উইন্ডোজ ব্যাবহার করি না, তাই এ ব্যাপারে মোটামুটি অজ্ঞ বলতে পারেন! - প্রথমে Dock/ apple icon থেকে system preferences এ যান। তারপর bluetooth এ ক্লিক করুন। -  উপরে বাম পাশে 'on' এ টিক চিহ্ন দেওয়ার পর set up new Device এ ক্লিক করুন। - মোবাইলের bluetooth চালু করুন। তারপর দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিনে নীচের মতো করে আপনার মোবাইলের ব্লুটুথ শো করবে। শো করার পর continue তে ক্লিক করুন। - c

Google Adsense নেই ব্যবহার করুন Infolinks আর যাদের আছে জেনে নিন Infolinks এ আয় বৃদ্ধির ৭ টি Killer টিপস

Image
Bloggerবন্ধুরা  গুগল অ্যাডসেন্স Approved হওয়া টা খুব একটা সহজ কাজ না তাই যাদের গুগল অ্যাডসেন্স নেই তারা Infolinks ব্যবহার করতে পারেন এমন কি গুগল অ্যাডসেন্স এবং Infolinks দুই টাই একসাথে ব্যবহার করতে পারবেন। যাদের Infolinks Publisher Account এ নেই তারা http://www.infolinks.com গিয়ে Publisher Account করে নিন। Infolinks এ আয় বৃদ্ধির ৭ টি Killer  টিপস : আগে বলে নেই, আমি বাংলা লেখায় খুব কাচা তাই টিউন টা যদিও এভাবে করলাম আশা করি কাজে দিবে। 01.Use Double Line Link: 02.Use Two Colors will That's work better: ব্লু অথবা আপনার ব্লগের লিংক কালার 03.How Much Ads you Use: আপনার পোস্টটা যদি বড় হয় তাহলে বেশি  links Ads ব্যবহার করেন যদি ছোট Article এ বেশি  links Ads ব্যবহার করেন তাহলে visitor বিরক্ত হবে  eCPM রেট কমে যাবে displaying low quality ads আপনার ইনকাম কম হবে। 04.Select Perfect Category: 05. Try to write Keyword Rich Article: Infolinks টপ Paying Keyword নিয়ে Article র্লেখার চেস্টা করেন ইনকাম বেশি হবে। Infolinks এর টপ Paying Keyword Lis t টা দেখে নিতে পারেন। 06.U