আপনার মোবাইলকেই ব্যবহার করুন ‘Wireless মডেম’ হিসেবে!!!
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা । অনেকদিন পর আজ টিউন করছি। শুরুতেই দু একটা কথা বলি- “প্রায় মাস দুয়েক আগে আমার মডেমটি হারিয়ে যায়। এরপর থেকেই মোবাইল দিয়ে নেট চালাতাম। তাই টিটিতে অনেক দিন টিউন ও করতে পারিনি। আজ খুশি খুশি টিউন করতে বসেছি!” .. না, হারানো মডেম ফেরত পাইনি, নতুন মডেম ও কিনি নি। মোবাইলকেই মডেম হিসেবে ব্যাবহার করছি। তাও কোন সফটওয়্যার কিংবা ক্যাবল ছাড়াই!! শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে। প্রক্রিয়াটা টিটিতে শেয়ার করছি! আপনাদের কাজে লাগতেও পারে। হয়তো আপনারা অনেকেই জানেন! আমি কিন্তু জানতাম না! কার্যপদ্ধতি: উল্লেখ্য আমি apple macbook pro তে এটা ব্যাবহার করেছি। উইন্ডোজ ব্যাবহার করি না, তাই এ ব্যাপারে মোটামুটি অজ্ঞ বলতে পারেন! - প্রথমে Dock/ apple icon থেকে system preferences এ যান। তারপর bluetooth এ ক্লিক করুন। - উপরে বাম পাশে 'on' এ টিক চিহ্ন দেওয়ার পর set up new Device এ ক্লিক করুন। - মোবাইলের bluetooth চালু করুন। তারপর দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিনে নীচের মতো করে আপনার মোবাইলের ব্লুটুথ শো করবে। শো করার পর continue তে ক্লি...