Posts

Showing posts from January 19, 2014

গুগল সার্চ ব্যবহার করে যে কোন সফটয়্যার’রে সিরিয়াল কী খুজে বের করুন

Image
নেট থেকে ফ্রি সফটয়্যার ডাউনলোড করে অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু সে গুলো বেশীর ভাগ সময় ট্রায়াল ভার্শন থাকে। নিদিষ্ট সময় শেষ হবার পর ডাউনলোড করা সফটয়্যার’টি এক্টিভেট রাখার জন্য সিরিয়াল কী’র প্রয়োজন হয়। পড়তে হয় মহা জামেলায়। এবার গুগল সার্চ ইন্জিন ব্যবহার করে আপনি সহজেই খুজে বের করতে পারবেন আপনার ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সফটয়্যার’টির crack, Serial No, Keygen, Patch…. ইত্যাদি। গুগল ব্যবহার করে সিরিয়াল কী খুজে বের করতে প্রথমে গুগল.কম এর সার্চে যান। তারপর সার্চ বক্সে 94fbr টাইপ করে স্পেস দিন এবং আপনি যে সফটয়্যারের সিরিয়াল কী খুজতে চান তার নাম এবং ভার্শন লিখে এন্টার দিন। তারপর দেখতে পাবেন আপনার কাঙ্খিত সফটয়্যারের সিরিয়াল কী জন্য কিছু সাইটের সরাসরি লিঙ্ক যেখান থেকে আপনি সিরিয়াল কী সংগ্রহ করতে পারবেন।

দুই ক্লিকেই কম্পিউটার চালু

Image
সাধারণত কম্পিউটারের সুইচ চেপে কমিপউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del কি চেপে Bios-এ প্রবেশ করুন। তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power On my Mouse নির্বাচন করে Enter দিন। Double Click নির্বাচন করে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারবেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদার বোর্ডেও এই পদ্ধতি পাওয়া যেতে পারে।

সফটওয়্যার ছাড়াই ফোল্ডারে পাসওয়ার্ড

Image
ফোল্ডারে পাসওয়ার্ড বা গোপন নম্বর দেয়ার জন্য এখন প্রয়োজন হবে না কোন সফটওয়্যারের। আর সফটওয়্যার ছাড়া এ কাজটি করতে হলে বাছাইকৃত ফোল্ডারটির ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন। এবার Send to অপশনে গিয়ে Compressed (Zipped folder) folder-এ ক্লিক করুন। ফলে ফোল্ডারটি Zip Folder-এ রূপান্তরিত হবে। এখন এই Zip folder-এ মাউস পয়েন্ট রেখে আবার ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (Zipped) folder-এ ক্লিক করুন। এখন যে নতুন উইন্ডোটি আসবে, সেখানে যে কোন খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password-এ ক্লিক করতে হবে এবং Password ও confirm Password-এ একই গোপন নম্বর দিয়ে ok করে দিতে হবে।

এক সিপিইউ-তে চলবে ৪০টি কস্পিউটার

Image
প্রতিটি কম্পিউটারে আলাদা সিপিইউ ব্যাবহার না করে ল্যান নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করে একসাথে সর্বোচ্চ ৪০টি কম্পিউটারে কাজ করা যাবে। সম্প্রতি স্যান্ডি ব্রান্ডের এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস বাজারে এনেছে নেক্সিম নামের একটি নবীন আইটি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দাবি, চীন থেকে আমদানি করা নতুন এ নেটওয়ার্কিং ডিভাইসটি প্রতিষ্ঠানের ৭৫ ভাগ হার্ডওয়্যার খরচ, ৮৫ ভাগ রক্ষণাবেক্ষণ খরচ কমানোর পাশাপাশি ৯৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে। সান্ডি ব্রান্ডের বিশেষ এই নেটওয়ার্কিং ডিভাইসটি বাজারজাতকরণ উপলক্ষে সোমবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন নেক্সিম’র প্রধান নির্বাহী অনির্বাণ দাশগুপ্ত। এসময় সান্ডি ব্রান্ডের এই নেটওয়ার্কিং ডিভাইসটির কার্যকারিতা এবং ব্যবহার সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের কাছে অবহিত করেন অনন্ত গ্রুপের সিস্টেম ও নেটওয়ার্ক এডমিন মো: নাসিরুদ্দিন এবং নেক্সিম’র তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক কাজী মোকাম্মেল হোসন মিশু। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুন এ পণ্যটির অনুমোদিত রিসেলার প্রতিষ্ঠান টেকনো এজ কাপোরশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক একেএম মাহম...

অটোমেটিক উইন্ডোজ রিফ্রেশ!

Image
কম্পিউটার চালু করে রিফ্রেশ করা প্রায় সবারই অভ্যাস ।রিফ্রেশ মানে উইন্ডোজের হাত মুখ ধোয়া বলা যায় ।কিন্তু সব সময় কি আর সব কথা মনে থাকে ? তেমনি রিফ্রেশের কথাও আমাদের মনে থাকে না । তাছাড়া উইন্ডোজের কোন ফাইলে পরিবর্তন আনার পর উইন্ডোজকে রিফ্রেশ করতে হয়।আমরা সাধারনত F5 চেপে রিফ্রেশ করি।আপনি ইচ্ছে করলে রিফ্রেশের এই কাজটি  স্বয়ংক্রীয়ভাবে করতে পারেন। এজন্য Start/Run এ গিয়ে regedit লিখে Enter Pvcyb|GLbHKEY_LOCAL_MACHINE / System / CurrentControlSet / Control / Update ঠিকানায় যান।ডানপাশের UpdateMode অপশনে দুই ক্লীক করুন এবং এখানে  hexadecimal ভ্যালু হিসাবে 7 লিখে Ok করে দিন।এখন উইন্ডোজের রিফ্রেশ করার প্রয়োজন হলে সেটি  স্বয়ংক্রীয়ভাবে হবে।

সতেজ রাখুন র‌্যাম

Image
উইন্ডোজ ব্যবহারের সময় অনেক পেজ ফাইল তৈরি হয় এবং পেজ ফাইল ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে। কিন্তু এই পেজ ফাইল কম্পিউটারে জমে থেকে র‌্যামের গতি কমিয়ে দেয়। কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন। এ জন্য Start থেকে control panel-এ যান। এখান থেকে Administrative Tools/Local Security Policy/Security Settings/Local Policies/Security Options ঠিকানায় যান। ডান পাশের Shutdown : Clear virtual memory page file অপশনে দুবার ক্লিক দিন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ ছাড়া Start/run-এ গিয়ে Tree লিখে Enter চাপলে Ram-এর গতি কিছুটা বাড়বে। এ কাজ মাঝেমধ্যে করলে কম্পিউটার সতেজ থাকবে।

ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ

Image
আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনি বাংলাদেশে। আপনার বন্ধু কম্পিউটারে খুব বেশী দক্ষ না। আপনি আপনার বন্ধুকে কিছু শেখাতে চান বা তার কম্পিউটারের কিছু কাজ করে দিতে চান। কিন্তু দুজন হাজার কিলোমিটার দুরে থেকে কিভাবে এটা সম্ভব। টিমভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে পারবেন, ফলে আপনি তাকে যেমন কিছু শেখাতে পারবেন তেমনই তার বিভিন্ন কাজও করে দিতে পারবেন। এজন্য অবশ্যই উভই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটওয়্যার ইনষ্টল থাকতে হবে। এজন্য উভয়ই www.teamviewer.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার উভয়ই সফটওয়্যারটি চালু করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে Your Details অংশে ID এবং Password আসবে। যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তাই আপনার বন্ধুর কাছ থেকে এসএমএস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা ইমেইলের মাধ্যমে তার টিমভিউয়ারের ID এবং Password জেনে নিন। এখন আপনার টিমভিউয়ারের (Remote Support নির্বাচন রেখে) Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়া আইডি লিখে Connect Partner বাটনে ক্লিক করুন। তাহলে সফটওয়্যার ইন্টারনেটের ...

সহজে রঙিন করুন আপনার সাদাকালো ছবি

Image
আমরা অনেকেই কমপিউটারের সাহায্যে আমাদের পরিবারের পুরনো সাদা কালো ছবি রঙিন করেছি বা করতে চাই । এর জন্য সবাই সাধারনত ব্যবহার করে থাকে ফটোশপ অথবা পেন্ট শপ প্রো এর মতো সফটয়্যার । কিন্তু ফটোশপ দিয়ে এই ছবিগুলিকে রঙিন করা সময় সাপেক্ষ কারন প্রথমে সাদা কালো ছবিটির আলাদা আলাদা অংশ সিলেকশন করতে হয় তার পর রঙ করতে হয় । এটি খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং ফটোশপ সম্পর্কে ভালরকম জ্ঞান না থাকলে করাও যাবে না । কিন্তু বর্তমানে একটি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার সাদা কালো ছবি রঙিন করতে পারেন । সফটওয়্যারটির নাম Recolored । এটির ট্রায়াল ভার্সন ডাউনলোড করতে পারবেন www.recolored.com থেকে । এই সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ । বেশী কিছু শেখার দরকার পড়ে না । ফটোশপের মত জটিল লেয়ার সিস্টেমও এতে নেই । এই সাইটের টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া আছে এটি কিভাবে ব্যবহার করতে হবে । আপনাকে খালি কয়েকটি স্যাম্পেল রং বেছে নিতে হবে আর সাদাকালো ছবির উপর কিছু দাগ টানতে হবে । বাকি কাজ এই সফটওয়্যারটিই করে দেবে । প্রসঙ্গত উল্লেখ্য যে কিছুদিন আগে মুঘল-এ-আজম ছবিটি সাদা কালো ...

শর্টকাট কি তৈরি করা

Image
বিভিন্ন কাজের জন্য শর্ট কি নিজেই বানাতে পারেন। এ জন্য উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে Stra-এ ডান ক্লিক করে Open-এ যান। এরপর Programs-এ দুবার ক্লিক করতে হবে। যে প্রোগ্রামটির জন্য শর্টকাট কি তৈরি করবেন, সেটিতে ডান ক্লিক Properties ডায়ালগ বক্সের Shortcut Key tab-এ একটি অক্ষর টাইপ/ Apply/Ok করুন। এরপর নির্দিষ্ট প্রোগ্রামটি চালু করার জন্য Ctrl+Alt+.. দেওয়া অক্ষরটি একসঙ্গে চাপতে হবে।

সেন্ড করা ই-মেইল বাতিল করুন

Image
ই-মেইলে কোন ফাইল বা তথ্য পাঠানোর জন্য তাড়াহুড়ার কারণে অনেক সময় ভুল মেইলও ঝবহফ হয়ে যেতে পারে। বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহƒত জি-মেইলে ঝবঃরহমং পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠানো ই-মেইল বাতিল করা যায়। আগে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড পর পর্যন্ত ঝবহফ ই-মেইল বাতিল করা যেত। এখন এ সময় ৩০ সেকেন্ড পর্যন্ত বাড়ানো হয়েছে। ঝবহফ ই-মেইল বাতিল করার জন্য প্রথমে সেটিংস পরিবর্তন করে নিতে হবে। এজন্য জি-মেইলে লগ-ইন করে ঝবঃরহমং থেকে খধনং ক্লিক করলে পাঁচটি অপশনের পর টহফড় ঝবহফ নামে একটি অপশন পাওয়া যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে উরংধনষব অবস্থায় থাকে। এটিকে প্রথমে ঊহধনষব করতে হবে। এবার ঝধাব ঈযধহমবং ক্লিক করে আবার ঝবঃরহম থেকে মবহবৎধষ অপশন ক্লিক করতে হবে। এখানে প্রথম পাঁচটির পরে টহফড় ঝবহফ অপশনটি পাওয়া যাবে। এখানকার ঝবহফ পধহপবষষধঃরড়হ ঢ়বৎরড়ফ থেকে ৩০ সেকেন্ড নির্বাচন করে ঝধাব ঈযধহমবং ক্লিক করতে হবে। এবার জি-মেইল থেকে পাঠানো যে কোন ই-মেইল ৩০ সেকেন্ডের মধ্যে চাইলে ফেরত আনা যাবে। এরপর থেকে কোন মেইল পাঠালে মেইলটি ঝবহফ হওয়ার পর ইনবক্সের ওপর ণড়ঁৎ সবংংধমব যধং নববহ ংবহঃ, টহফড় এবং ঠরবি সব...

ই-মেইলের মাধ্যমে ফেসবুকে ছবি আপলোড করা

Image
জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ছবি শেয়ার করতে হলে ফেসবুকে আপলোড করতে হয়। কিন্তু ই-মেইলের অ্যাটাচ থাকা ছবি যদি ফেসবুকে শেয়ার করা যেত তাহলে কেমন হয়! ই-মেইলের মাধ্যমে অ্যাটাচ করা ছবি ফেসবুকে আপলোড করতে হলে ফেসবুকে লগইন করে www.facebook.com/mobile পেজে যেতে হবে। এবার Upload Photos via Email-এ যে ই-মেইল ঠিকানা আছে সেই ঠিকানাতে ছবি অ্যাটাচ করে মেইল করলে তত্ক্ষণাত্ ফেসবুকে আপলোড হবে। ফেসবুকের এ ছবি Mobile Uploads নামে অ্যালবামের মধ্যে থাকবে। ফেসবুকে প্রাপ্ত ই-মেইল ঠিকানা পছন্দ না হলে বা পরিবর্তন করতে চাইলে একই পেজে গিয়ে Find out more-এ ক্লিক করে refresh your upload email এ ক্লিক করুন। এখন Reset বাটনে ক্লিক করলে নতুন ই-মেইল ঠিকানা তৈরি হবে এবং তা ম্যাসেজ উইন্ডোতে দেখাবে।

অফিস ২০০৭ এর ফাইল ওপেন করুন ২০০৩এ

Image
Microsoft Office 2003 এবং Microsoft Office 2007 এর ফাইল এর Extension ভিন্ন এটা সবাই জানি। Office 2003 এর ফাইল Extension হচ্ছে Doc, Xls, ppt। এবং Office 2007 এর ফাইল Extension হচ্ছে Docx, xlsx, pptx ইত্যাদি। যার কারনে Office 2003 তে Office 2007 এর ফাইল ওপেন করা যায় না। এ সমস্যা সমাধন এর জন্য মাইক্রোসফ্‌ট একটি ছোট compatibility pack ছেড়েছে যা Install করার পর আপনি Office 2003 এর মধ্যে Office 2007 এর ফাইল খুলতে এবং Office 2003 থেকে Office 2007 এর Extension এ ফাইল Save করতে পারবেন। কি ভাবে ওপেন করতে ও Save করতে হবে? প্রথমে ফাইল ক্লিক তারপর ওপেন ক্লিক তারপর ওপেন ডায়ালগ বক্সে এর নীচে Files of type থেকে All files(*.*) অথবা Word 2007 Document(*.docx) সিলেক্ট করে নির্দিষ্ট Folder থেকে প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করে ওপেন ক্লিক করতে হবে। Save করতে ঠিক একই ভাবে Save as ডায়ালগ বক্সে নীচের দিকে Save as type থেকে Word 2007 Document(*.docx) সিলেক্ট করে Save করতে হবে। compatibility pack Download করুন          এই লিংক থেকে।

১০ মিনিটেই উইনডজ ইনষ্টল!

Image
আমাদের মধ্য অনেকেই আছেন যে এক্সপি ব্যবহার করেন। প্রায় সময় কারনে অকারনে আমাদের Xp Install করতে হয়। ঝামেলাও কম নয়। সময় ও লাগে মেলা। অভিজ্ঞদের কাছে ব্যাপারটা নস্যি কিন্তু আমার মত নবীন যারা তাদেরতো খবর খারাপ! হ্যা বন্ধুরা আজ আমি সেই সকল ভাইদের জন্যে নিয়ে আসলাম কিভাবে অল্প সময়ে উইন্ডোজ এক্সপি ইনষ্টল করা যায়।অনেকেরই হয়তো এই পদ্ধতি জানা আছে,যারা জানেননা তাদের জন্যে আমার এই টিউন। ও হ্যা এটা শুধু মাত্র Xp user দের কাজে দিবে আর যারা ​​প্রায়ই উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ইনস্টল করেন তাদের জন্য খুব সহায়ক হবে. সাধারণত অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের সময় 40 মিনিট পর্যন্ত সময় নেয়, কিন্তু এই টিপস এর মাধ্যমে আপনি এখন 10 মিনিটে করতে পারবেন আশা করি। বিস্তারিত: আমরা যখন win xp OS(উইন্ডোজ এক্সপি অপারেটিং সিষ্টেম)দিতে যাই তখন সময় যেন ফুরায়না।কত যন্ত্রনাদায়ক একবার চিন্তা করুন কমপক্ষে ৪০ মিনিট ধরে অপেক্ষা করতে হয়।আর এই কাজটি যদি ১০ মিনিটে করতে পারেন তবে ক্ষতি কি।   শুরু করি বন্ধুরা... ধাপ ১     :এক্সপি সিডি রান করান এবং বুট করেন ধাপ ২     :এরপরে...