Posts

Showing posts from January 18, 2015

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং বাস্তব অভিজ্ঞাতার আলোকে জানুন, বুঝুন ১৮২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি অবশেষে উপসচিব পদে পদোন্নতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে ১৮২ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। এছাড়া দেশের বাইরে লিয়েনে ও শিক্ষা ছুটিতে থাকার কারণে আরও ২২ জন পদোন্নতি পেলেও তাদের বিষয়ে নিয়মানুযায়ী এখন আদেশ জারি করা হয়নি। সব মিলিয়ে পদোন্নতি পেয়েছেন ২০৪ জন। এর মধ্যে প্রশাসন ক্যাডার থেকে ১৫৩ জন সিনিয়র সহকারী সচিব এবং অবশিষ্ট ৫১ জন পদোন্নতি পেয়েছেন অন্যান্য ক্যাডার থেকে ২৫% কোটায়। এ পদোন্নতির বিষয়ে এসএসবি (সুপিরিয়র সিলেকশন বোর্ড) ১৫ দিন আগে সুপারিশ করলেও এবারের পদোন্নতি নিয়ে অস্বাভাবিকভাবে সময়ক্ষেপণ করা হয়েছে। বিশেষ করে ১০ দিন থেকে পদোন্নতি নিয়ে প্রশাসন পাড়ায় নানা গুজব ছিল। এর মধ্যে এসএসবির সুপারিশ তালিকা ব্যাপকভাবে কাটাকাটি করা হয়েছে বলে অভিযোগ ছিল। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এসএসবি সুপারিশ করার পরও রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় কিছ

বিসিএস ক্যাডার পছন্দ, প্রথম পছন্দ কি এডমিন?

অনেকেই এডমিন প্রথম পছন্দ দিবে হয়তো। অনেকেই বুঝে বা হুজুগে। কেন এডমিন পছন্দ করবে বা করবে না তার উপর ক্যাডার চয়েস অনেকাংশে পারসোনালিটি নির্ভর। চলাফেরা, রুচিবোধ, চিন্তার গণ্ডি, ভাবনার রকমফের ক্যাডার পছন্দের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে। চলুন দেখা যাক আপনার রুচির সাথে এডমিন কতটুকু ম্যাচ করে! কেন প্রশাসন আপনার প্রথম পছন্দ হওয়া উচিত? ১। প্রশাসন সার্ভিস আপনাকে সারাজীবনে মিনিমাম ১৫ টি চাকুরী করার অভিজ্ঞতা দেবে। বৈচিত্র্য এই ক্যাডার এর সবচেয়ে বড় আকর্ষণ। আপনার একটা পোস্টিং থেকে অন্য পোস্টিং হবে আলাদা। অন্য সকল ক্যাডার নিজের কাজটা নিয়েই থাকবে সারাজীবন। কেবল এডমিন কে সকল কাজেই আপনি পাবেন। ম্যাজিস্ট্রেট, এ সি ল্যান্ড, ইউ এন ও, ডি সি, সহকারী সচিব থেকে সিনিয়র সচিব হিসেবে মন্ত্রনালয়ে, সরকারের সকল অধিদপ্তর, পরিদপ্তরে, সরকারের সকল প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, সব কর্পোরেশন গুলোর প্রধান হিসেবে ( পাটকল, চিনিকল, মিল্ক ভিটা ইত্যাদি) আপনি পোস্টিং পাবেন। সকল ফরেন কন্সুলার অফিস এ, এফ ডি সি তে সহ সরকারের সব প্রতিষ্ঠানের উপরের পদ গুলোতে আপনার পদচারনা থাকবে। আমি নিজেই অনেক পরে এসে জেনেছি যে বেসামরিক বিম

নিজের নিরাপত্তার জন্য আইপি পরিবর্তিত করে চলবেন -2

নিজের নিরাপত্তার জন্য আইপি পরিবর্তিত করে চলবেন - তা নিয়ে এই টিউটোরিয়াল। আর পিসিতে সরাসরি VPN ব্যবহার করলেই হয়ে যাবে। এন্ড্রয়েড ইউজাররা - Android phone এর settings>more networks>VPN> ( চিহ্ন চেপে ) > add VPN এখানে দেখবেন তিনটি বক্স। name, type এবং server address name এ বসাবেন আপনার পছন্দনীয় নাম । যেমন – ukvpn, usavpn ইত্যাদি Type হবে PPTP server address এর জন্য, আপনি নিচের এড্রেসগুলোর যেকোন একটি ব্যবহার করতে পারেন । US VPN Server: us.freel2tpvpn.com 65.60.11.21 UK VPN Server: uk.freel2tpvpn.com 77.92.87.171 VPN Username: vpn VPN Password: freel2tp VPN Secret : freel2tp এবার SAVE করুন । সেইভ করার পর আপনার দেয়া নামে এ ক্লিক করুন => ইউজার নেইম, পাসওয়ার্ড ! এখন আমেরিকা/UK থেকে আপনার আইপি পরিচালিত হচ্ছে। সুতরাং, ব্লক হয়ে যাওয়া যেকোন সার্ভিস (এনিথিং ইভেন বাংলাদেশে ফেসবুক ব্লক করলেও) ইজ ব্যাক টু অনলাইন!!

এন্ড্রয়েড ফোনে কিভাবে নিজের নিরাপত্তার জন্য আইপি পরিবর্তিত করে চলবেন

প্রায়ই দেখা যায় ইউটিউব বা কোন না কোন সার্ভিস বাংলাদেশে আজকাল ব্লক করে দেয়া হয় । সেক্ষেত্রে আপনার এন্ড্রয়েড ফোনে কিভাবে সার্ভিসগুলো রানিং রাখবেন এবং নিজের নিরাপত্তার জন্য আইপি পরিবর্তিত করে চলবেন - তা নিয়ে এই টিউটোরিয়াল । এন্ড্রয়েড ইউজার রা - Android phone এর settings>more networks>VPN> (+ চিহ্ন চেপে ) > add VPN এখানে দেখবেন তিনটি বক্স । name , type এবং server address name এ বসাবেন আপনার পছন্দনীয় নাম । যেমন – ukvpn , usavpn , banglavpn , CHUTIYAMI ইত্যাদি Type হবে PPTP server address এর জন্য , আপনি নিচের এড্রেসগুলোর যেকোন একটি ব্যবহার করতে পারেন । euro217.vpnbook.com (আপনার আইপি রোমানিয়া থেকে দেখাবে) euro214.vpnbook.com ( রোমানিয়া ) us1.vpnbook.com ( ইউ এস এ ) us2.vpnbook.com ( ইউ এস এ ) ca1.vpnbook.com ( কানাডা ) এবার SAVE করুন । সেইভ করার পর আপনার দেয়া নামের (যেমন , CHUTIYAMI ) এ ক্লিক করুন । ইউজার নেইম হবে vpnbook . পাসওয়ার্ড হচ্ছে d4Eyatra VOILA ! এখন রোমানিয়া/আমেরিকা/কানাডা থেকে আপনার আইপি পরিচালিত হচ্ছে । সুতরাং , আবার ব্লক হয়ে যাওয়া যেকোন সার্ভিস (এনি