৩৪তম বিসিএসএ এক ভাইর ভাইবা প্রশ্নের নমুনা
বিসিএস পুলিশ ভাইভা,/আতাতুর্ক ----------------------------------------------------- ১.পুলিশ শব্দের অর্থ কি? --- Police পর্তুগিজ শব্দ। শব্দটি Noun হলে এর অর্থ হয় শৃঙ্খলা,শান্তি ও আইন রক্ষা করার ব্যবস্থা।অথবা Police বলতে বুঝায় এমন একটি প্রতিস্থানের সদস্য,যাদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিহত করা এবং শৃঙ্খলা বজায় রাখা।শব্দটি Verb হলে তখন তার অর্থ দাড়ায় পুলিশ বা তৎসমতুল্য দ্বারা কোন স্থানে শৃঙ্খলা বজায় রাখা। ২.'যখন পুলিশ ছিলাম' বইটি কার? এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লেখক ধীরাজ ভট্টাচার্য। 'যখন পুলিশ ছিলাম' গ্রন্থেই মাথিনের সাথে প্রেমের বিস্তারিত ঘটনাবলী বর্ণনা করা আছে। ধীরাজ ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি যশোরে। বসবাস করতেন কোলকাতায়। কাজ করতেন পুলিশের গোয়েন্দা বিভাগে। তার আরেকটি বই 'যখন নায়ক ছিলাম' খুবই বিখ্যাত। ৩. "ক্রিমিনলজি অ্যান্ড পুলিশ সায়েন্স" সাবজেক্টটি কোন বিশবিদ্যালয়ে পড়ান হয়? উত্তরঃ বাংলাদেশে একমাত্র মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে ৪. ১৪৪ ধারা কে জারি করতে পারেন? উত্তরঃ মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমি...