Posts

Showing posts from September 1, 2013

আপনার ব্লগ এ Adsense Account Approve করুন মাত্র ২ ঘণ্টার মধ্যে।

Image
বিসমিল্লাহির রাহামানির রাহিম। আজ আমি আপনাদের কে একটা tune শেয়ার করব। যার মাধ্যমে আপনি আপনার ব্লগ সাইট এ adsense নামক সোনার হরিণ এর দেখা পাবেন। মানে আপনি Adsense অ্যাকাউন্ট আপ্প্রভ করতে পারবেন। এই পোস্ট আমি আমার ব্লগ এ english এ পোস্ট করেছি। যদি কারো বাংলা দেখতে প্রবলেম হই।তবে এই পোস্ট তেকে শিখে নিতে পারেন।দেখার জন্য এইখানে ক্লিক করুন। এহন কাজের কথাই আসি। আপনাকে নিছের ধাপ গুলু টিক মত করতে হবে। ১) একটা নতুন Gmail id। পুরাতন হলে প্রব্লেম নাই।কিন্তু আগে অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করেছেন কিন্তু আপ্প্রভ হই নি। দয়া করে অই gmail ব্যাবহার করবেন না। তবে নতুন জিমেইল id  হলে ভাল হই। ২) এই জিমেইল অ্যাকাউন্ট দিয়া ইউটিউব এ লগইন করুন। ৩) একটা ভিডিও আপলোড করুন। নেট তেখে ডাউনলোড করা কোন ভিডিও আপলোড করবেন না।এমন একটা ভিডিও আপলোড করুন, যেটা আপনার মোবাইল এ তুলা। ৪) Go to My Channel >>Click on your Video Title>>Channel Setting>> Select United State as your country as the images below ৫) আমাদের মত কিছু দেশে ইউটিউব এর Momitize (Mometize হল ইউটিউব এর টাকা আয়

আসুন,সহজে দুই পিসিতে ফাইল ও প্রিন্টার শেয়ার করি

Image
আমার আগের টিউনে আপনাদের ভালো সাড়া পেয়ে আবার না লিখে পারলাম না । আসলে আমার বাসায় প্রিন্টার  নাই । আগে যে অফিসে ছিলাম সেখানে   ফাইল ও প্রিন্টার শেয়ার করেছি । মনের মত না হলেও এখানে সেই  অভিজ্ঞতার আলোকে টিউটোরিয়াল শেয়ার করছি । প্রথমে আমাদের আগের টিউটোরিয়াল   আসুন,দুই পিসিতে সহজে নেট কানেকশন দেই -  এর মত STEP গুলো অনুসরন করবো । যারা আগের টিউটোরিয়ালটি দেখেননি  তারা ক্লিক করেন  এখানে  । এরপর নিচের চিত্রগুলো অনুসরন করলেই কার্যকরভাবেই ফাইল ও প্রিন্টার শেয়ার  হয়ে যাবে । দ্বিতীয় পিসিতে NETWORK-এ ক্লিক করে PC-1 এর ফোল্ডারে দেখেন ফাইলটি শেয়ার হয়ে গেছে । এবার আমরা প্রিন্টার শেয়ার করবো । তাহলে , নিচের চিত্র অনুসরণ করুন.......   প্রথমে PRINTERS AND DEVICE OPTION-এ গিয়ে ডিফল্ট প্রিন্টার সিলেক্ট করে দিন....... আপনার ডিফল্ট প্রিন্টার অপশন-এ মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করুন.......   দেখুন শেয়ার চিহ্ন দেখাচ্ছে......  এবার প্রিন্টিং প্রেফারেন্সে ক্লিক করে আপনি যে প্রিনটার ব্যাবহার করেন তার অপশন গুলো সেট করুন অর্থাৎ প্রিন্টারের কো

আপনার ব্লগ/ ওয়েবসাইট এর রাঙ্ক বাড়ান backlink এর মাধ্যমে

Image
আপনার ব্লগ/ ওয়েবসাইট এর রাঙ্ক বাড়ান backlink এর মাধ্যমে এখানে কিছু টপ রাঙ্কিন Directories submission সাইট এর লিস্ট দেওয়া হল। আশা করি আপনাদের কাজে লাগবে। Directory Url http://www.zdirectory.net http://www.yoganza.com http://www.xeytin-web.com http://www.wkool.com http://www.whatissubmission.com http://www.whatisseolinkbuilding.com http://www.whatisdirectorylisting.com http://www.weburlsearch.com http://www.websitedirectoryfree.com http://www.website-services.biz http://www.webdirectorieslist.com http://www.webdirectoriesfree.com http://www.vizem.net http://www.virtualwebdirectories.com http://www.videosubmiturl.com http://www.urlsubmition.com http://www.urlsseo.com http://www.urlforwebsite.com http://www.unisystemdirekt.com http://www.umoz.org http://www.uklinkbuilding.com http://www.ukdirectorieslist.co.uk http://www.twitteraddurl.com http://www.trinadvertising.com http://www.tremblemag.com http://www.traveldirectoryaddurl.com http://www.theukwebdire

অনলাইনে কাজ পেতে হলে করণীয়!!!

Image
ইচ্ছা, ধৈর্য আর পরিশ্রম করলে অনলাইনে অভিজ্ঞতা ছাড়া ঘরে বসেই আয় করা সম্ভব। এ বিষয়ে যারা নতুন ও আগ্রহী, তাঁদের জন্য অনলাইনে আয় বিষয়ক এই পরামর্শ দিয়েছেন ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা নেওয়া নতুন অবস্থায় একজন ফ্রিল্যান্সারের মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা একেবারে না থাকতে পারে। তবে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে এ সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন। বেশির ভাগ ফ্রিল্যান্সারই এ ধারণা পাওয়ার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের গ্রুপে প্রশ্ন করে থাকেন। অথচ, প্রতিটি অনলাইন মার্কেটপ্লেসে তাঁদের হেল্প সেন্টার থাকে, যেখানে অনেক সঠিক তথ্য পাওয়া যায়। একজন ফ্রিল্যান্সারের নিয়মিত এই পোস্টগুলো দেখা উচিত। ভালোভাবে জানার পরেই মার্কেটপ্লেসে কাজের জন্য বিড করা বা কাজ করা উচিত। বিশ্বাসযোগ্যতা অর্জন করা আমরা যেমন একটি কম্পিউটার কিনতে গেলে শুধু একটি কম্পিউটারের কেসিং বা বক্স কিনি না, এর সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রাংশও কিনি। তেমনি, যখন কোন ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারকে কাজে নিয়োগ দেন তাঁর কাছ থেকে কাজের ক্ষেত্রে পরিপূর্ণ ও দক্ষ

এবার আপনার ডিস Antenna কে শক্তিশালী WiFi Antenna করুন

Image
একটা screwdriver নিন।ডিস  Antennaর LNB ইউনিট টা খুলে সাবধানে খুলে ফেলুন। Coaxial cable এর কোনোটা খোলার প্রয়োজন নেই। এবার LNB ইউনিট এর স্থানে একটি wireless USB WiFi adapter বসিয়ে দিন ও শক্ত করে বেধে দিন। ব্যাস আপনার কাজ প্রাই শেষ। এবার একটি USB ক্যাবল নিন,এর একটি প্রান্ত adapter এর সাথে এবং অন্য প্রান্তটি WiFi enabled মডেম/রাউটার/PC এর সাথে যুক্ত করুন। আপনি যেখানে বসবাস করেন সেখানে যদি এটা ব্যবহার করে WiFi সিগন্যাল পান তাহলে WiFi enabled মডেম/রাউটার এর প্রয়োজন নেই। USB WiFi adapter থেকে আসা USB ক্যাবল টিকে সরাসরি আপনার PC বা Desktop এর সাথে যুক্ত করলেই আপনি WiFi ব্যবহার করতে পারবেন। এবার ডিসটি বাইরে স্থাপন করুন। ডিস কিভাবে স্থাপন করতে হয় সেটা যদি না জেনে থাকেন তাহলে গুগল এ দেখুন। একটি ডিসকে WiFi করার সুবিধা হল এটা অন্য যেকোনো WiFi Antenna ১৫গুন বেশি শক্তিসম্পন্ন। এটা অনেক দূর থেকে WiFi সিগন্যাল রিসিভ করতে ও পাঠাতে পারে প্রয়োজনেঃ০১৭৬১৫৭৮৪২৯

যেভাবে আপনার ব্লগে নির্দিষ্ট একটি পোস্টকে সবার উপরে রাখবেন নির্দিষ্ট সময় পর্যন্ত।

Image
আমরা অনেক সময় কিছু কিছু ওয়েব সাইটে দেখি যে একটি পোস্ট কয়েকদিন যাবত সবার উপরে অবস্থান করে, অথচ এর মধ্যে আরও অনেক পোস্ট পাবলিশ হয়েছে, কিন্তু সেগুলো পাবলিশ হয় সেই পোস্টটির নিচে, অর্থাৎ যত পোষ্টই পাবলিশ হয় সব গুলো সেই পোস্টের নিচে থাকে। তাই আপনিও যদি আপনার ব্লগের কোন পোস্টকে সবার উপরে রাখতে চান তাহলে আমার দেখানো নিচের নিয়মটি অনুস্মরণ করুন। প্রথমে আপনি আপনার ব্লাগার ব্লগের ডেশবোর্ডে লগইন করুন, তারপর post এ ক্লিক করুন, নিচে দেখুন…………………… post এ ক্লিক করার পরে নিচের মত দেখবেন…………………………………… এবার যা দেখতেছেন তা হল আপনার ব্লগের সবগুলো পোস্ট। এখন আপনি যে পোস্টটি নির্দিষ্ট সময় পর্যন্ত সবার উপরে রাখতে চান সেই পষ্টটির উপর ক্লিক করে ওপেন করুন, এবার ডান পাশে লক্ষ করুন published on নামের একটি অপশন দেখতে পাবেন, নিচে দেখুন……………………… এবার আপনি published on এ ক্লিক করুন, নিচের মত দেখবেন……………………… এবার আপনি নিজের ইচ্ছে মত সময় ও ডেট ফিক্সড করে দিন, মানে আপনি যতদিন পর্যন্ত এই পোস্টটি সবার উপরে রাখতে চান তা ফিক্সড করে দিয়ে done এ ক্লিক করুন, এবং সর্বশেষ update এ ক্লিক করুন। ব্যাস আপনার

আপনার ব্লগার ব্লগ এ ২০ টার বেশি পেজ তৈরী করতে পারছেন না? সমাধান এখানে…

Image
সবাইকে সালাম ও অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা অনেকে গুগল এর ফ্রী সেবা ব্লগার এ ব্লগ খুলে ব্লগিং করে থাকি। যেহেতু ব্লগার গুগল এর ফ্রী একটি সেবা তাই এখানে কিছু সীমাবদ্ধতা আছে। তেমনই একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক! আপনারা হয়তো জেনে থাকবেন ব্লগার এ ২০ টার বেশি পেজ বানানো যাইনা। যারা এখনো বিষইটি টের পাননি তারা চেষ্টা করে দেখতে পারেন। দেখবেন ২০ টি পেজ বানানোর পর ২১ নাম্বার পেজ বানাতে গেলে এরকম একটি মেসেজ দেখাবেঃ কি দেখলেন তো ? চিন্তার কিছু নেই। এখনই পেয়ে যাবেন সমাধান। ১। আপনার ব্লগার এর ড্যাশবোর্ড থেকে পেজ অপশন এ যান এবং আপনার প্রয়োজন মত ২০ টি পেজ তৈরি করে নিন। ২। এবার ২০ টি পেজ থেকে যে কোন একটি পেজ এর এডিট বাটন এ ক্লিক করুন। ৩। এবার পেজ টির url ব্রাউজার এর এড্রেস বার থেকে কপি করুন এবং নোটপ্যাড এ সেভ করুন। ৪। এবার এই পেজ টি ডিলিট বাটন এ ক্লিক করে মুছে ফেলুন। (ভয় নেই পেজটিকে আবার ফিরে পাবেন) ৫। এবার ব্লগার এর ড্যাশবোর্ড থেকে পেজ অপশন এ গিয়ে নতুন একটি (২১ নাম্বার) পেজ বানান এবং পাবলিশ করুন। এখন আপনার ব্লগ এ ২০ তি পেজ আছে। ৬। এবার আপনার পুরনো

AnswersBD.com এর মত একটি প্রশ্ন-উত্তর এর ওয়েবসাইট তৈরী করুন খুব সহজেই [ভিডিও]

Image
স্বাগতম! বাংলা ভাষায় প্রশ্ন-উত্তর এর ওয়েবসাইট AnswersBD.com এর মত খুব সহজেই আপনি একটি প্রশ্ন-উত্তর এর ওয়েবসাইট তৈরী করে ফেলতে পারেন মাত্র কয়েক মিনিটেই, AnswersBD.com সাইটটি একটি অপেনসোর্স স্ক্রীপ্ট question2answer দিয়ে করা হয়েছে যা WordPress সাইটেও ব্যবহার করা যায় এবং এর ব্যবহার অত্যন্ত সহজ স্ক্রীপ্ট ওয়েবসাইটঃ এর জন্যে প্রথমেই আপনাকে পরিচয় করে দেই question2answer.org   সাথে এবং এদের নিজস্ব স্ক্রীপ্ট দিয়ে ফোরাম বা প্রশ্ন-উত্তর এর সাইট http://www.question2answer.org/qa/ এখানে আপনি এই স্ক্রীপ্ট সম্পর্কে যেকোন প্রশ্ন-সমস্যা জানাতে পারেন শুরু করে দিন! তাহলে প্রথমেই ডাউনলোড করুন স্ক্রীপ্ট টি এই লিঙ্ক থেকে http://www.question2answer.org/question2answer-latest.zip এবং এর পর কিছু পড়াশোনা করতে পারেন অথবা কিভাবে ইন্সটল দিবেন সেটি এই ভিডিওতে খুব সুন্দর করে বর্ননা দেওয়া হয়েছে দেখে নিতে পারে আরো কিছু!! এছাড়া এই স্ক্রীপ্ট এর জন্যে সুন্দর থীম এবং প্লাগিন পাবেন এই লিঙ্ক গুলোতে http://www.question2answer.org/addons.php http://www.q2amarket.com/ http://qa-themes.com/ এবং আরো ভিড

পাওয়ারপয়েন্ট ২০১০ শুরু থেকে শেষ [পর্ব-০৪] :: স্লাইড তৈরি করা ও সংশোধন করা।

Image
এটি 4 পর্বের পাওয়ারপয়েন্ট ২০১০ শুরু থেকে শেষ চেইন টিউনের 4 তম পর্ব পাওয়ারপয়েন্ট ২০১০ শুরু থেকে শেষ পাওয়ারপয়েন্ট ২০১০ শুরু থেকে শেষ [পর্ব-০১] :: ব্যাকস্টেজ (অফিস মেন্যু) পরিচিতি পাওয়ারপয়েন্ট ২০১০ শুরু থেকে শেষ [পর্ব-০২] :: ব্যাকস্টেজ (অফিস মেন্যু) সমগ্র পাওয়ারপয়েন্ট ২০১০ শুরু থেকে শেষ [পর্ব-০৩] :: ইন্টারফেস পরিচিতি ও কাস্টমাইজেশান। পাওয়ারপয়েন্ট ২০১০ শুরু থেকে শেষ [পর্ব-০৪] :: স্লাইড তৈরি করা ও সংশোধন করা। আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। টিউন প্রকাশে খানিকটা বিলম্ব হলো। আজ আমরা আলোচনা করব পাওয়ারপয়েন্টে কিভাবে স্লাইড যুক্ত করতে হয়, স্লাইড ডিলিট করা, স্লাইডকে বিন্যস্ত করা, আউটলাইন ভিউতে স্লাইডের কনটেন্ট এডিট করা। যথাসম্ভব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরু করা যাক- নতুন স্লাইড তৈরি করা ও ডিলিট করাঃ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2010 এ একটি নতুন প্রেজেন্টেশান তৈরি করুন। এই প্রেজেন্টেশানটিতে একটিমাত্র স্লাইড থাকবে। এই স্লাইডে দুটি টেক্সট হোল্ডার রয়েছে। টেক্সট হোল্ডারের মাঝখানে ক্লিক করে টেক্সট এডিট করুন। এবার আমরা নতুন একটি স্লাইড তৈরি করব।

অনলাইনে কিভাবে অর্থ উপার্জন করবেন

অনলাইনে অর্থ আয় একটি অবাস্তব স্বপ্নের মত মনে হতে পারে অনেকের কাছেই, কিন্তু অনেকেই আছেন যারা এই অবাস্তব স্বপ্নটিকে বাস্তবতায় রূপ দিয়েছেন। আপনিও ঐ সকল সফল মানবের একজন হতে পারেন যদি অনলাইনে আয়ের জন্য যেসকল পদক্ষেপ নিতে হয় তা আপনি যথাযথ ভাবে নিতে পারেন। তবে সফল হতে চাইলে একটি কথা সবসময়েই মনে রাখা উচিত, আর তা হল “আপনি অনলাইন অর্থ উপার্জনের ক্ষেত্রে ঐ পেশাটিকেই বেছে নিন যেটি আপনি করতে ভালবাসেন এবং যেটির উপরে আপনার পূর্নাঙ্গ জ্ঞান আছে” অনলাইনে আয়ের কমন কিছু মাধ্যম ১. ক্রয় এবং বিক্রয় ইন্টারনেট বাজারের একটা বড় অংশ তাই আপনি আপনার নিজের কোন ফিজিক্যাল বা ডিজিটাল প্রডাক্ট বা সার্ভিস বিক্রির মাধ্যমে অনেক পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। পৃথিবীব্যাপী নিজের প্রডাক্ট বিক্রির জন্য যেসকল পদ্ধতি বা মাধ্যম অনেক বেশি জনপ্রিয় ও ইফেক্টিভ তা হল ইমেইল মার্কেটিং, অনলাইন এডভারটাইজিং, সোস্যালমিডিয়া ও অ্যাফিলিয়েট মার্কেটিং। ২. আপনি যদি ওয়েব সাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট জানেন তবে এর মাধ্যমেও আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি দুভাবে

ইমেইল মার্কেটিংয়ে ক্যারিয়ার এবং এর আদ্যোপান্ত

Image
একটা সময় ছিলো, যখন ক্রেতা তার প্রয়োজনীয় পণ্যের বিক্রেতাকে খুঁজে বের করতো। কিন্তু বর্তমানে বিজনেস পলিসি ভিন্ন। বিক্রেতাই বরং ক্রেতার দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে। ব্যবসায়ী জগতে এ পরবর্তিত পদ্ধতিগুলোর গুরুত্বপূর্ণ একটি হলো ইমেইল মার্কেটিং। তাই ব্যবসায়ী এবং ফিল্যান্সিং জগতে ইমেইল মার্কেটিং এর চাহিদা হু-হু করে বাড়ছে। দক্ষ ইমেইল মার্কেটারদের এখন সোনালী যুগ চলছে। ইমেইল মার্কেটিং: আমাদের দেশে দোকানে বা অফিসে বসার অভিজ্ঞতা সবারই আছে। আপনি দেখে থাকবেন, নিয়মিতভাবে বিভিন্ন লোক বিভিন্ন পণ্য বিক্রয় করার জন্য আপনাকে ওই পণ্যের গুনগান বলতে থাকে। উদ্দেশ্য আপনাকে আগ্রহী করে তোলে। ফলে আপনার যদি পণ্যটা ভালো লাগে তবে কিনে নেন। ঠিক একইভাবে ইমেইল মার্কেটিং হচ্ছে একটা চিঠির মাধ্যমে গ্রাহকের কাছে পণ্যর গুণাগুণ তুলে ধরে, তাকে ওই পন্য কিনতে আগ্রহী করে তোলা। এবং পন্যটি বিক্রয় করার ব্যবস্থা করে দেয়া। শুধু শর্ত হচ্ছে আপনাকে কোম্পানীর থেকে অনুমোদন নিতে হবে এবং চিঠিগুলো হতে হবে ভার্চুয়াল অর্থাৎ ওয়েব থেকে পাঠাতে হবে। মনে করুন, আপনার চিঠি (যাকে ওয়েব জগতে ইমেইল বলে) পেয়ে গ্রাহক/ক্রে

“লুফে নিন…!!” ফ্রী ডোমেইন, হোস্টিং, সি-প্যানেল, এফটিপি, পিএইচপি, এসকিউএল আর সব পেইড সার্ভিস-এর মত সুবিধা…!!

Image
সত্যি ফ্রি তবে তা টপ লেভেল কোন ডোমেইন না, সাব-ডোমেইন। আড্রেস হবে  yzi.me বা আর কিছু সাইট এর সাব-ডোমেইন, এতেই পাবেন টপ লেভেল সাইটের মত সব সুবিধা। যেভাবে রেজিস্ট্রেশন করবেন দয়া করে আমার দেয়া রেফেরাল লিংক দিয়ে ঐ সাইট-এ যান তারপর আপনার ইমেইল সহ আরও সব তথ্য দিয়ে নিছের ছবির তে দেয়া ফরম টি পূরণ করুন এবং সাইন আপ বাটনে ক্লিক করুন। একটি ই-মেইল আপনার ই-মেইল আড্রেস এ পাবেন। কনফারমেশন করে অ্যাকাউন্ট সেটাপ কমপ্লিট করুন। কী কী সুবিধা! পাবেন ২০ গিগাবাইট স্টোরেজ এবং ১৫0 গিগাবাইট ব্যান্ডুইথ। ভেবে দেখেছেন সাইট ও হোস্টিং কিনে কী কী সুবিধা পেতে পারেন! কল্পনা না করে নিচের ইমেজ টি ভাল করে দেখুন। আপনি নিজের ওয়েব স্টোর খুলতে পারেন, ব্লগ ও করতে পারেন। নিজে কোড করতে পারেন বা ওয়ার্ডপ্রেস ও ইন্সটল করতে পারেন। পাবেন নিজের একটি ই-মেইল সার্ভার। আরও অনেক সুবিধা আছে। কেন এই সুবিধা দিচ্ছে! কি করে বলব! আমি জানি তো জানি না। গতকাল জানতে পেরেছি। আজ শেয়ার করলাম। যেটুকে দেখলাম, এরা সি-প্যানেল এ অ্যাড দেখাই তবে আপনার সাইট এ কোন অ্যাড দেখাতে বাধ্য করবে না। আমি কেন শেয়ার করছি! প্রধান উদ্দেশ্য, য

পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড করাপ্টেড হয়ে গেছে? সমাধান নিন এখুনি

Image
আসসালামু আলাইকুম, আমি আশা করছি আপনারা ভাল আছেন। আজকে টেকটিউন্স এ আমার প্রথম পোষ্ট আশা করি আ আমার প্রথম পোষ্ট আপনাদের ভালো লাগবে। আমি আমার পোষ্ট শুরু করলাম। ভাইরাসের কারনে অনেক সময় পেন ড্রাইভ মেমোরি কার্ডে প্রবেশ করতে গেলে করাপ্টেড দেখায়। এমতাবস্থায় আমাদের পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট দেয়া ছাড়া আর কোন গতি থাকে না। আমরা ‘চেক হার্ড’ নামের ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে এ সমস্যার সমাধান করতে পারি কোন রকম ডেটার ক্ষতি ছাড়ায়। এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে প্রবেশ করলে কমান্ড প্রমটে একটি কালো স্ক্রিনের পর্দা দেখবেন। এখানে আপনার যে ড্রাইভ এ সমস্যা সে ড্রাইভ লেটার লিখে কিবোর্ড থেকে enter প্রেস করুন। এবার আপনাকে কমান্ডটি সম্পূর্ণ করার জন্য একটি মেসেজ দিবে আপনি Y প্রেস করে কিবোর্ড থেকে Enter প্রেস করুন তাহলে কমান্ডটি এক্সিকিউট করবে। আশা রাখি আপনার পেন ড্রাইভ মেমোরি কার্ডের সমস্যার সমাধান হবে। তবে আপনার ফ্লাশ ড্রাইভ যদি একে বারে নষ্ট হয়ে যায় তবে এ ক্ষেত্রে তেমন কোন ভাল ফলাফল না পাবার সম্ভাবনা বেশী।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং: Fiverr.Com এর মত বিভিন্ন মার্কেট প্লেস থেকে আয় করুন এবং পয়েন্ট বিক্রি করে আয় করুন অ্যাডমিফাস্ট থেকে খুব সহজেই ( ভিডিও টিউটোরিয়াল এবং অটোমেটিক স্ক্রিপ্ট ফ্রি ‼ )

Image
আস্‌সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্‌হামদুলিল্লাহ্‌ ভাল আছি। অনেকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে আয় করছেন আবার অনেকেই আছেন যারা এই কাজ করে আয় করতে চান। কিন্তু কিভাবে করবেন জানেন না। এই টিউনটি শুধু সেই নতুনদের জন্যই। প্রথমেই জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এস.এম.এম কি এবং কোন কাজ গুলো এর আওতায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং : ফেইসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস ইন্সটাগ্রাম প্রভৃতি সামাজিক সাইট এ মার্কেটিং করা এবং এই মার্কেটিং  জনপ্রিয় করতে প্রচারনা করাকেই বা প্রচারনা চালাতে যেই সকল কাজ করা হয় তাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। যেমন কোনো ফ্যান পেইজ এর ফ্যান বৃদ্ধি করা, লিঙ্ক শেয়ার করা, ফলোয়ার বৃদ্ধি করা, পোস্ট লাইক, ইউটিউব ভিডিও লাইক, ইউটিউব সাবস্ক্রাইবার বৃদ্ধি করা সহ অনেক ধরনের কাজ আছে। যেসব সাইট থেকে কাজ পেতে পারেনঃ ১)  ফাইভআরআর ডট কম ২)  এসইওমার্ট্‌স ডট কম ৩)  এসইওক্লার্ক্‌স ডট কম ৪)  5ডলারগিগ ডট কম ৫)  গিগবাক্‌স ডট কম ৬)  ফোরইআরআর ডট কম ৭)  মাইচিপজব্‌স ডট কম ৮)  আয়নিকওয়্যার ডট কম এই কাজ গুলো যেভাবে করতে পারেনঃ ১) নিজে