Posts

Showing posts from December 22, 2013

WiFi Hotspot কারা কারা বানাতে চান নিজের রুমেই অথবা যেকোন জায়গায়?!!

Image
..এটা যদিও টেকটিউনস ব্লগে এ আমার প্র্রথম পোষ্ট.. facebook এর টেকটিউনস্এও বেশ কয়েকটা পোস্ট করেছিলাম ..আমার আইডি Decepticorn.Starscreame যাই হোক এবার কাজের কথায় আসা যাক যা যা দরকার তা হলো ..wifi router or wifi dongle(desktop এর জন্য) or laptop আর নেট কানেকশন.. এবার এই সফটওয়ার টি নিচের লিঙ্ক থেকে নামিয়ে শুরু করেদিন http://www.mediafire.com/download.php?lw3ek8tgjcccrjg সফটওয়ার টি প্রফেসনাল এবং এর সাথে ক্রাক ফাইলটি ও দেয়া আছে .. যে কাজ করতে হবে সফটওয়ার টি ইনস্টল করে কম্পিউটার রির্স্টাট করবেন..এরপর সফটওয়ারটি ওপেন হবে .. এটিকে টাকসম্যানেজার থেকে ক্লোজ করে ক্রাক ফাইলটি সফটওয়ার টি যে ফোল্ডারে ইনসটল করেছেন সেখানে কপি পেস্ট করে সফটওয়ারটি ক্লোজ অবস্থায় ক্রাকফাইলটি রান করুন এবং প্যাচ করুন..টাকসম্যানেজার এর দিকে লক্ষ রাখবেন যেন সফটওয়ারটির কোন অংশই যেন রান না থাকে ..ক্রাক সাস্কেসফুল হলে উপভোগ করুন আলটিমেট wifi routing..আর হ্যা নাম পাসওয়ার্ড দিতে যেন ভুলবেন না..আর হ্যা যেকোন নেটওয়ার্ক কেই আপনারা জোন হিসেবে use করতে পারবেন..

যেকোন ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক কে পাসওয়ার্ড দিন খুব সহজে।

Image
আজ আমি আপনাদের কে জানাবো কিভাবে কোনো ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক কে পাসওয়ার্ড দিতে হয়।ধরুন আপনি আপনার এলাকার কোনো ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে মোবাইল বা ল্যাপটপ দিয়ে নেট চালান । সেক্ষেত্রে আপনার নেট চালানো দেখে অন্যান্যরাও ওই ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে নেট চালায়। ফলে আপনার স্পিড কমে যাই। আমি আজ যেটা নিয়ে আলোচনা  করবো হয়তো এটা অনেকই জানেন তবুও যারা জানেন না তাদের জন্য এই টিউন।আমি আপনাদের শেখাব কিভাবে ওই ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক  টিকে আপনার ইচ্ছা মতন পাসওয়ার্ড দিয়ে সিকিউর করে রাখবেন।এই পদ্ধতি তে আপনি যে মোডেম থেকে নেট টা চালাচ্ছেন সেই মোডেম তার কনফিগারেশন পালটে ফেলতে পারবেন। কিভাবে করতে হবেঃ- প্রথমে আপনাকে ওই ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক এর সাথে কানেক্ট করতে হবে আপনার  মোবাইল বা ল্যাপটপ টাকে। এই কাজ টা  মোবাইল বা ল্যাপটপ থেকে করা যাই আমি ল্যাপটপ দিয়ে কিভাবে করতে হয় দেখাবো। ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক এর সাথে কানেক্ট হওয়ার পর আপনার ব্রাওজার ওপেন করুন দিয়ে আড্রেস বার রে লিখুন 192.168.1.1 দিয়ে এন্টার চাপুন। এন্টার চাপলে নীচের মতন একটা  window আসবে এখা

বানিয়ে নিন নিজের একটি ওয়াইফাই জোন

Image
বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করে ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। শিরোনাম দেখে আশা করে বুঝে ফেলেছেন যে আজ কি নিয়ে টিউন করব, হাঁ আজকে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি, যা দিয়ে খুব সহজেই আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ কে ওয়াইফাই হট স্পট এ পরিনত করতে পারবেন। আসুন দেখি কি দরকার আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কে হট স্পট এ পরিনত করার ? আমি নিজে বাসাতে মোট তিনটি ডিভাইস ব্যবহার করি, একটি ডেস্কটপ, একটি ল্যাপটপ এবং একটি স্মার্ট ফোন। তিনটি তে আলাদা আলাদা ইন্টারনেট লাইন নিতে গেলে আমার পকেট শেষ… তাই অনেক দিন থেকেই ভাবছিলাম কি করা যায়। হ্যা করার অনেক কিছুই আছে, তবে আমি চাচ্ছিলাম সবচাইতে সহজ একটি উপায়। আর এই সহজ উপায়টিই আমাকে দিয়েছে, Connectify.me নামের একটি সফটওয়্যার। software টি Download করতে এখানে ক্লিক করুন, এবার ইন্সটল করে নিন আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ এ। মনে রাখবেন, ওয়াইফাই হট স্পট বানাতে আপনার নিচের হার্ডওয়্যার গুলো থাকতে হবে; ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার। ডেস্কটপ হলে, একটি ওয়াইফাই কার্ড (PCI অথবা USB ডংগল), আর ল্যাপটপ হলে ল্যাপটপ

WiFi Password হ্যাক করেন সহজে । ( Free Software + ScreenShot )

Image
আসসালামু আলাইকুম, সবাইকে আমার প্রীতি ও পরান ঢালা শুভেচ্ছা রইলো। আজ আমি ওয়াইফাই  Password  হ্যাক নিএ কথা বলব । বাংলা লিখতে কষ্ট হই বলা ইংলিশ দিয়া লিকছি । প্রথম এ ............। ৩ টা জিনিস লাগবে । 1. A USB pen drive. 2. beini.iso file. 3. UNetbootin software to make your USB drive bootable. WiFi Software Download Link                                                              BEINI ISO FIlE                                                               >>>>>> Click Here To Download <<<<<<<                                                                                                                   USB UNetbootin Software                                                                                                                                    >>>>>> Click Here To Download <<<<<<< সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে , নিচের  Screen Shot এর মত কাজ করেন । 1. Write beini.iso on

আপনার ল্যাপটপ/ডেস্কটপকে বানিয়ে ফেলুন Wi-Fi Hotspot (কোন সফ্টওয়্যার ছাড়া)

Image
অনেক দিন ধরেই আমি “TECHTUNES”-এর একজন নিয়মিত Visitor। এই সাইটটি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, তো হঠাৎ মাথাই আসলো শুধু আমি শিখলে তো হবে না, আমি যা জানি তা ও তো আপনাদের মাঝে শেয়ার করতে হবে। ওপরের লিখাগুলো পড়ে নিশ্চই বুঝে গেছেন এইটা আমার প্রথম পোষ্ট। যেহেতু প্রথম পোষ্ট সেহেতু অজান্তে হয়ত কিছু ভুল হয়েও যেতে পারে, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে এখন আর কথা না বারিয়ে সরাসরি কাজে চলে যায়। এই কাজটি করতে হলে আপনাকে Wi-Fi সার্পোট করে এমন একটি ল্যাপটপ লাগবে (ডেস্কটপের জন্য Wi-Fi Device  কিনতে পারেন)। আমি Windows 7-এ এটি করেছি, XP-র টা বলতে পারব না। প্রথমে আপনার ল্যাপটপ/ডেস্কটপে এ ইন্টারনেট Connect করুন। এরপর Start-এ ক্লিক করে Control Panel-এ যান, তারপর "Network Sharing Center"-এ ক্লিক করুন নিচের ছবির মত- এরপর উপরে বাম পাশে Manage Wireless Networks-এ ক্লিক করুন--- এখানে উপরে দেখবেন Add-লিখা আছে। Add-এ ক্লিক করুন--- এরপরে "Create an ad hoc netwonks"-এ ক্লিক করুন এইবার Next-এ ক্লিক করুন-- এখন Network Name-এর জায়গায় আপনার নাম বা যেক

সহজে Banglalion/Qubee হ্যাক করে ফ্রি ব্যবহার করুন (10000% working) এবার হবেই

Image
শিরনাম দেখেই তো বুঝে নিয়েছেন পোস্টটি কি নিয়ে হতে পারে। ঠিকই ধরেছেন বাংলাদেশের Supper Fast Internet Banglalion Wimax (বাংলালায়ন ওয়াইমাক্স) হ্যাক। এতটুকু শুনেই বধয় পোস্টটি Skip করতে চাইবেন কারন এর আগেও আসা ভরসা চুর্ন করা অনেক বাংলালায়ন (Banglalion) হ্যাক এর পোস্ট হয়েছে। কিন্তু এবার না , এবার আপানার হতাস হবেন না তার আমি ১০০% গেরেন্টি দিলাম। এত নিশ্চিত হবার কারন হল আমি নিজে এটি এক মাস Try করে দেখেছি এবং তার সাথে সফলও হয়েছি। কি বিশ্বাস হচ্ছে না তাই না ? তাহলে এবার নিজেই করে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের মিশনের মূল দুই যোদ্ধা কে আপনারা  ডাউনলোড করে নিন। Open VPN GUI -- http://www.cool-tricks.by-saimum.webs.com/banglalion.hack SMAC 20--   http://www.cool-tricks-by-saimum.webs.com/smac2.0 Open VPN configuration ---which will be used as banglalion hack এখানে account করুন দুটি সফল ভাবে ডাউনলোড করে সংরক্ষন করুন আপনার Desktop এ। এবার ইন্সটল এর পালা। আপনার ডাউনলোডক্রিত SMAC 20 Desktop এ UnZip করুন। দুটি ফাইল দেখতে পাবেন smac20_setup.exe তে ডাবল ক্লি

USA, UK, CANADA, যেকোন বিশ্ববিদ্যালয় এর জন্য আবেদন করুন এখনি ।

Image
আসসালামুআলাইকুম, কেমন আছেন বন্ধুরা, আশা করি ভালো আছেন, অনেক দিন পর লিখতে বস্লাম মজার একটা সাইট পেলাম, চিন্তা করলাম সবার সাথে শেয়ার করা দরকার তাই শেয়ার করলাম। আজকে আমি আপনাদের সাথে দারুন একটি বিষয় শেয়ার করব। আশা করি আপ্নাদের ও উপকারে আসবে, বিশেষ করে যারা UK, USA, CANADA, GERMANY বা উন্নত দেশ গুলতে পরাশুনা করতে করতে চাচ্ছেন, কিন্ত কিভাবে ইউনিভার্সিটি গুলতে অ্যাপ্লিকেশান করবেন তা বুঝতে পারছেন্না, এক সময় আমিও আপনাদের মত বুঝতে পারিনি। কিন্তু আজ এমন একটা পদ্ধতি শিখিয়ে দেবো যে আপনাদের কে আর এসব ইউনিভার্সিটি গুলোর জন্য দউরাতে হবেনা তারাই আপানাকে ডাকবে ! কী বিশ্বাস হচ্ছেনা ? না হওয়ারই কথা । আপনাদের মত আমার ও প্রথমে হয়নি, কিন্তু পরে যখন ইউনিভার্সিটি গুল থেকে ইমেইল আসা শুরু করল তখনই বুঝতে পারলাম এতো আসোলেয় চমক। কী প্রুফ দেক্তে চান । আমি এই ধরনের আর অনেক ইউনিভার্সিটি থেকে ইনভাইত পাচ্ছি, দেখে শুনে যেকোন একটা চলে ্যাবো ঈনশাআল্লাহ। এরপরেও যদি বিশ্বাস না হয় তাহলে নিজেয় একবার চেষ্টা করে দেখুন্না, চেষ্টা করে দেক্তে ত আর টাকা খরচ হবেনা, সময় ও খরচ হবেনা, হলেও সেটা কাজে

Mozila Firefox এর কিছু Addons

আমি মজিলা ফায়ার ফক্সে ব্যবহার করি এমন কিছু Addons আপনাদের সাথে ভাগাভাগি করলাম। ১. Addblocker: আপনি যে সাইটে ঢুকবেন তাতে ব্যবহৃত অনেক অপ্রোয়োজনীয় বিজ্ঞাপন ব্লক করে দিবে। এতে করে আপনার সাইটটি তারা তারি খুলবে। আপনার গতি অপ্রোয়জনীয় কাজে যাবে না। ২. Ant video downloader: যে কোন ধরনের ভিডিও ওয়েব থেকে ভিডিও ডাওনলোড করার জন্য একটি চমতকার অফফড়হং। আলাদা কোন সফটওয়ার ছাড়াই এটি কাজ করে। ৩. Auto pager : গুগলে সার্চ করার পড় প্রথম পেজ আসে। দ্বিতীয় বা অন্য কোন পেজে যেতে হলে আলাদা করে কিক করা লাগে। আপনি এটি ব্যবহার করলে আপনি যখন কোন পেজের শেষে আসবেন এটি আপনা থেকে পড়ের পাতা খুলে ফেলবে। ৪. Cooliris : ওয়েবে ছবি খোজার একটি থ্রিডি উপায়। ব্যবহার করলে এটির প্রেমে পড়ে যাবেন। ৫. Downthemall: কোন সাইটের সবগুলো জিনিসকে একসাথে ডাউনলোড করার উপায়। আপনি সংখ্যা দিয়ে রাখতে পারবেন। এটি একা একাই কাজ করতে থাকবে। আপনাকে বাড় বাড় কিক করতে হবে না। ৬. Facebook Photo Zoom : এটি আপনাদের পছন্দ হতে বাধ্য। ফেসবুকে আছেন। অনেক ছবি দেখতে হয়। বাড় বাড় কিক করে পেজ আনতে হয়। কোন সমস্যা নেই। শুধু ছবির উপর কারসর রেখে দিন। কিক

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

Image
বাংলাদেশ থেকে অনেকেই অনলাইনে বিভিন্ন কাজ করে পেপ্যালে অর্থ পান বা বিভিন্ন ভাবে তাদের পেপ্যাল একাউন্ট রিচার্জ করে থাকেন অনলাইনে নিজেদের ডোমেইন বা হোস্টিং কেনার জন্য। কিন্তু সমস্যাটা হল বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট না করায় অনেকের পেপ্যাল একাউন্টই ভেরীফাই না। আর অনলাইনে বেশীরভাগ কেনাকাটা করতেই যেহেতু পেপ্যাল লাগে তাই তাদের আসল কাজটাই আর করা হয় না। তবে আজ আমি কিছু সাইটের নাম শেয়ার করব যেখান থেকে আনভেরীফায়েড পেপ্যাল দিয়েও ডোমেইন বা হোস্টিং কেনা যায়। নেমচিপ ডট কম আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে যেসব জায়গা থেকে ডোমেইন কেনা যায় তারমধ্যে এটিই সবচেয়ে বেশী পরিচিত এবং সবচেয়ে ভাল। ডোমেইন সাইট ডট কম এখানে শুধু আনভেরীফায়েড পেপ্যাল দিয়েই কেনা যায় তাই না ইয়াহূর পর এখানেই সম্ভবত সবচেয়ে কমদামে ডোমেইন পাওয়া যায়। সব মিলিয়ে এই সাইটটিও ডোমেইন কেনার জন্য বেশ ভাল। ফ্যাটকাউ নামকরা হোস্টিং কোম্পানী ফ্যাটকাউ আনভেরীফায়েড পেপ্যাল একসেপ্ট করে। তবে এখানে দামটা একটু বেশী। ডাইনা ডট এই সাইটটিও ডোমেইন এর জন্য ভাল এবং এখানে আনভেরীফায়েড পেপ্যাল এর পাশাপাশি মানিবুকারস এও পেমেন্ট করার সুবিধা আছে। এছাড়াও

যেভাবে ডেটাবেজ থেকে পরিবর্তন করবেন ওয়ার্ডপ্রেস ব্লগের ইউজার পাসওয়ার্ড

Image
ধরুন কখনো আপনার wp ব্লগটি হ্যাক হল বা তার পাসওয়ার্ড ভুলে গেলেন কিন্তু তার পাসওয়ার্ড রিসেটও করা যাচ্ছে না বা রিসেট করা সময় সাপেক্ষ ব্যাপার। তখন একটাই উপায় থাকে তা হল ডেটাবেজ থেকে পাসওয়ার্ড পরিবর্তন। আর এজন্য আপনাকে প্রথমে আপনার হোস্টিংয়ে গিয়ে ডেটাবেজ এর এডমিনে যেতে হবে। সেখানে গিয়ে ডেটাবেজের টেবিল গুলো থেকে wp-user ওপেন করুন (ছবিতে দেখানো আছে)। এখানে গিয়ে এডমিন  বা যে আইডির পাসওয়ার্ড পরিবর্তন  তার এডিট অপশনে ক্লিক করুন (ঠিক ছবিতে যেখানে দেখানো আছে)। এবার যে পেজটি এল তাতে user_pass এর function এর ড্রপডাউন মেন্যু থেকে MD5 সিলেক্ট করুন। আর তার সামনের বক্সটিতে নতুন পাসওয়ার্ড দিন। এবার দেখুন হয়ে গের পাসওয়ার্ড পরিবর্তন আর এ পদ্ধতিতে আপনি ডেটাবেজ থেকে ইমেইল বা আইডি ও পরিবর্তন করতে পারেন। ধন্যবাদ সকলকে।

এফ.টি.পি ফাইল ছাড়াই এমনকি হোস্টিংয়ে লগইন না করেই ওয়ার্ডপ্রেস-এর ড্যাশ বোর্ড থেকেই ইনস্টল করুন থীম ও প্লাগিংস ছোট্র একটি কোড যোগ করে

Image
সবাইকে সালাম আর শুভেচ্ছা দিয়ে আজ আমি আমার লেখা শুরু করছি। ওয়ার্ডপ্রেস যারা ইউজ করে, তারা সবাই একটা ব্যাপারে খুবই বিরক্ত আর সেটা হল থীম বা প্লাগিংস ইনস্টল করা। আর বিরক্ত কেন-ই বা হবে না বার বার হোস্টিং প্যানেল ওপেন করে “থীম ফোল্ডারে” থীম আপলোড করা, “প্লাগিংস ফোল্ডরে” প্লাগিংস আপলোড করা ওফ্‌ চরম ঝামেলা। আজ আমি আপনাদের এমন একটা সহজ উপায় বলব যাতে করে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ডেসবোর্ডে বসেই আপলোড ও ইনিস্টল করতে পারবেন আপনার প্রয়জনীয় থীম বা প্লাগিংস। তো চলুন দেখি কিভাবে কাজটি করা যায়। প্রথমে-ই আপনি আপনার হোস্টিং পেনেল টি ওপেন করুন। ১. ওপেন করুন অনলাইন ফাইল মেনেজার। বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন ২. এবার আপনি আপনার ওয়েব সাইট-টি ওপেন করুন। বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন ৩. Htdocs এ ক্লিক করুন। বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন ৪. এবার দেখুন আপনার ইনিস্টল করা ওয়ার্ডপ্রেসের সব ফাইল চলে এসেছে। খুজে বের করুন “wp-config-sample” , বের করা হয়ে গেলে চেক বক্সে ক্লিক করে নাম পরিবর্তন (Rename) করুন। নতুন নাম হবে “wp-config” শুধু