Posts

Showing posts from August 11, 2013

পেনড্রাইভ দিয়ে সেটাপ দিয়ে ফেলুন।

যে সব ম্যাটেরিয়াল লাগবে: {নোট: windows vista অথবা তার উপরের versions এর জন্য) 1. উইন্ডোজ Vista অথবা তারও আপডেট ভার্সন (32 or 64-bit) 2. ISO অথবা WINDOWS SETUP FOLDER (যে উইন্ডোজ আপনি ইনস্টল করতে চান) 3. একটি পেনড্রাইভ (4 জিবি অথবা তার বেশি) নিচের Steps ফলো করুন:- [নোট: পেরড্রাইভের ব্যাকাপ রাখুন কারন পেনড্রাইভ আমরা formate করে কাজ করবো] 1. পেনড্রাইভে রাইট বাটনে ক্লিক করুন। format option সিলেক্ট করুন. 2. ফাইল সিসটেমে NTFS সিলেক্ট করুন 3. Quick Format এ ক্লিক করুন 4. ফরমেট হয়ে গেলে স্টার্ট বাটলে ক্লিক করুন 5. Antivirus ইনেকটিভ করুন. (কারন মাঝে মাঝে Antivirus এরোর ম্যাসেজ দেখায়) 6. Windows Setup Folder এ যান 7. windows folder থেকে সব কিছু সিলেক্ট করুন এবং যে কোন আইটেমের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন এবং send to সিলেক্ট করে > আপনার pendrive পাঠান. 8. কপি হয়ে গেলে আপনার কাজ শেষ। এখন ডিভিডি রাইটার নষ্ট হলেও পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ দিতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রী ও ডিএমপি পুলিশ কমিশনার কি পদত্যাগ করেছেন?

এবার কোন সাংবাদিক দম্পতি নয়, শিল্পপতি নয় সাবেক সেনা কর্মকর্তা নয়, সাধারণ কোন মানুষ ও নয় খোদ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস ও মালিবাগ এসবি অফিসের মধ্যস্থানে রাজধানীর চামেলীবাগের বাসা থেকে পুলিশের এসবি ইন্সপেক্টর মাহফুজুল ইসলাম ও তার স্ত্রী স্বপ্নাকে খুন করা হয়েছে । শুক্রবার সন্ধায় পল্টন থানার পুলিশ ওই বাসা থেকে তাদের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে উপস্থিত পল্টন থানার ওসি গোলাম সারোয়ার গণমাধ্যমকে জানান, দুই-তিন দিন আগে দুর্বৃত্তরা ছুরিঘাতে হত্যা করা হয়েছে। তবে, হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে পুলিশের নাকের ডগায় ২-৩ দিন আগে পুলিশ দম্পতি নৃশংস ভাবে খুন হলো আর তিনদিন পর তাদের লাশের খবর পেলো পল্টন থানা পুলিশ। যেখানে অন ডিউটিতে ২৪ ঘন্টা পুলিশ তার দায়িত্ব পালন করে সেখানে এই নৃশংস হত্যাকান্ডের কোন ক্লু কিংবা কোন সংবাদ আগে কেন পাওযা যায়নি? পুলিশের একজন দায়িত্বশীল এসবি অফিসার তার তিনদিন কোন হদিস নেই। মাহফুজুর রহমানের ‘ও’ লেভেলে পড়া মেয়ে ঐশী ও গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটি পুলিশের হেফাজতে আছে। সে ব্যাপারেও গণমাধ্যমে কোন খবর বের হয় নি। তার...