বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন?

দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

বাস্তব অভিজ্ঞাতার আলোকে জানুন, বুঝুন

১৮২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি


অবশেষে উপসচিব পদে পদোন্নতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে ১৮২ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। এছাড়া দেশের বাইরে লিয়েনে ও শিক্ষা ছুটিতে থাকার কারণে আরও ২২ জন পদোন্নতি পেলেও তাদের বিষয়ে নিয়মানুযায়ী এখন আদেশ জারি করা হয়নি। সব মিলিয়ে পদোন্নতি পেয়েছেন ২০৪ জন। এর মধ্যে প্রশাসন ক্যাডার থেকে ১৫৩ জন সিনিয়র সহকারী সচিব এবং অবশিষ্ট ৫১ জন পদোন্নতি পেয়েছেন অন্যান্য ক্যাডার থেকে ২৫% কোটায়। এ পদোন্নতির বিষয়ে এসএসবি (সুপিরিয়র সিলেকশন বোর্ড) ১৫ দিন আগে সুপারিশ করলেও এবারের পদোন্নতি নিয়ে অস্বাভাবিকভাবে সময়ক্ষেপণ করা হয়েছে। বিশেষ করে ১০ দিন থেকে পদোন্নতি নিয়ে প্রশাসন পাড়ায় নানা গুজব ছিল। এর মধ্যে এসএসবির সুপারিশ তালিকা ব্যাপকভাবে কাটাকাটি করা হয়েছে বলে অভিযোগ ছিল। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এসএসবি সুপারিশ করার পরও রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় কিছু কর্মকর্তার নাম পদোন্নতি থেকে বাদ দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় বেঞ্চমার্ক না থাকায় এবং বিভাগীয় মামলার কারণে অর্ধশতাধিক কর্মকর্তা পদোন্নতি পাননি। তবে কিছু মেধাবী কর্মকর্তাকে অহেতুক বাদ দেয়ায় তাদের মধ্যে ক্ষোভ অসন্তোষের শেষ নেই। এ সারির বাদপড়া কর্মকর্তাদের মধ্যে কেউ প্রথম দফায়, কেউ দ্বিতীয়, তৃতীয় এবং কেউ আবার চতুর্থবারের মতো পদোন্নতি বঞ্চিত হয়েছেন। তাছাড়া অন্যান্য বারের তুলনায় নতুনদের মধ্য থেকে (১৭ ও ১৮তম ব্যাচ) যোগ্য কর্মকর্তাদের অনেকে এবার পদোন্নতি পেয়েছেন। নিয়মানুযায়ী পদোন্নতির পর প্রত্যেক কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। শূন্যপদ না থাকা সত্ত্বেও সরকারকে বিশেষ বিবেচনায় নিয়ে পদোন্নতি দিতে হয়েছে। পদোন্নতির যোগ্যতা অর্জন করে এসব কর্মকর্তা দীর্ঘসময় বসে ছিলেন। এদিকে পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও এ ধাপে ২০তম ব্যাচকে পদোন্নতি দেয়া সম্ভব হয়নি। বর্তমানে পদের তুলনায় উপসচিবের সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি। এ অবস্থায় বেশিরভাগ কর্মকর্তাকে উপসচিবের ডিউটি পদে পদায়ন করা সম্ভব হবে না। বর্তমান পদেই ইসসিটো রাখতে হবে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভ অসন্তোষসহ যে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করে। সতর্কতার অংশ হিসেবে দুপুরে প্রধানমন্ত্রী এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করলেও আদেশ জারি করতে সময় নেয়া হয়। অফিস সময় শেষে একেবারে সন্ধ্যার পর সাড়ে ৬টায় পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে পুলিশ মোতায়েন করা হয়।
যারা পদোন্নতি পেলেন : উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে যাদেরÑ
বিসিএস (প্রশাসন) ক্যাডার : উত্তম কুমার রায় (২১৫৫), প্রধান নির্বাহী কর্মকর্তা, মুন্সীগঞ্জ পৌরসভা। জয়ন্তী সান্যাল (৩৬৫৭), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোশতাক আহমেদ (৪৫৩২), চিফ ইনস্ট্রাকটর, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী। মোঃ লাইসুর রহমান (৫৩৮৫), সিনিয়র সহকারী সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সুলতান আব্দুল হামিদ (৪১৮৪), সচিব, জেলা পরিষদ, নাটোর। মোঃ নিজাম উদ্দিন (৫৭০৩), উপ-প্রকল্প পরিচালক, প্রাথমিক স্কুল নির্মাণ প্রকল্প। ড. খন্দকার আজিজুল ইসলাম (৫৭৯৮), উপ-পরিচালক, বিনিয়োগ বোর্ড, ঢাকা। খান মোঃ রেজাউল করিম (৫৮১১), উপ-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা। মোঃ ফাহিমুল ইসলাম (৫৯২৮), সিনিয়র সহকারী সচিব, শিল্প মন্ত্রণালয়। বশির আহমেদ (৫৯৪৪), সিনিয়র সহকারী সচিব, তথ্য মন্ত্রণালয়। মোঃ আমিনুল ইসলাম (৫৯৬৯), উপ-প্রকল্প পরিচালক, এনাবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইটস প্রজেক্ট, ঢাকা। সালেহ আহমেদ মুজাফফর (৫৯৭৯), সচিবের একান্ত সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মোঃ কামাল উদ্দিন বিশ্বাস (৫৯৮১), অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা। ড. গাজী মোঃ সাইফুজ্জামান (৫৯৮৫), সচিব, জেলা পরিষদ, ময়মনসিংহ। মোঃ ফখরুল কবীর (৫৯৯০), সহকারী ওয়াকফ প্রশাসক, ঢাকা। মোঃ আবদুল ওয়াদুদ (৬০০১), অতিরিক্ত জেলা প্রশাসক, হবিগঞ্জ। খোন্দকার মোঃ রুহুল আমীন (৬০০৫), সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বেগম মাহবুবা ফারজানা (৬০৩৮), উপ-পরিচালক, বিপিএটিসি, সাভার, ঢাকা। শাহ রেজওয়ান হায়াত (৬০৪২), উপ-পরিচালক, ক্লিন এয়ার এন্ড সাসটেইনএবল এনভায়রনমেন্ট প্রজেক্ট, ঢাকা। মোঃ খলিলুর রহমান (৬০৪৫), সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ। ফারুক আহমেদ (৬০৫৭), সিনিয়র সহকারী সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। ফরিদ উদ্দিন আহমেদ (৬০৬৫), উপ-পরিচালক, স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঢাকা। হায়দার জাহান ফারাস (৬০৮৪), উপ-পরিচালক, পাট অধিদফতর, ঢাকা। মোঃ শাহনেওয়াজ তালুকদার (৬১০৪), প্রধান রাজস্ব কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন। মোঃ আবদুস সবুর মণ্ডল (৬১০৬), পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়। আবু তাহের মুহাম্মদ জাবের (৬১১৪), সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ। মোঃ হাবিবুর রহমান (৬২৫৭), সহকারী পরিচালক, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা। মোঃ আনোয়ার হোসেন (৬২৬৪), সিনিয়র সহকারী সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। খালিদ আহমেদ (৬২৮৬), সিনিয়র সহকারী সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সরদার মোঃ কেরামত আলী (৬২৮৯), সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মোঃ সুরাতুজ্জামান (৬২৯৫), বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। মীর খায়রুল আলম (৬৩০৪), সচিবের একান্ত সচিব, ভূমি মন্ত্রণালয়। মোঃ তোফাজ্জল হোসেন (৬৩০৫), প্রতিমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মোঃ শফিকুল ইসলাম (৬৩১৪), সচিব, রাজশাহী ওয়াসা। আশরাফুল ইসলাম (৬৩২১), অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। বেগম নাজমুন নাহার মান্নু (৬৩৩৪), অতিরিক্ত জেলা প্রশাসক, নেত্রকোনা। মোঃ হাবিবুল হক খান (৬৩৪১), অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাট। মোঃ গোলাম কবীর (৬৩৪৪), অতিরিক্ত জেলা প্রশাসক, বগুড়া। মোঃ লুৎফর রহমান (৬৩৪৭), অতিরিক্ত জেলা প্রশাসক, টাঙ্গাইল। মোঃ আখতারুজ্জামান (৬৩৫১), প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব। বেগম বিলকিস জাহান রিমি (৬৩৯৪), সিনিয়র সহকারী সচিব, অর্থ বিভাগ। রাব্বি মিয়া (৬৩৯৫), অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম। মোঃ আজিমুদ্দিন বিশ্বাস (৬৩৯৭), সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ আবদুর রউফ (৬৩৯৯), অতিরিক্ত জেলা প্রশাসক, কক্সবাজার। মোঃ মাহাবুবুর রহমান (৬৪০০), সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ মুখলেছুর রহমান সরকার (৬৪০১), অতিরিক্ত জেলা প্রশাসক, সিরাজগঞ্জ। আহমেদ ফয়সাল ইমাম (৬৪০৩), প্রতিমন্ত্রীর একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বেগম উম্মে সালমা তানজিয়া (৬৪০৫), অতিরিক্ত জেলা প্রশাসক, সিরাজগঞ্জ। ড. দেওয়ান মোঃ হুমায়ুন কবির (৬৪০৭), অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর। বেগম আফসারী খানম (৬৪০৮), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। বেগম কামরুন্নাহার সিদ্দিকা (৬৪১১), সিনিয়র সহকারী সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। মোঃ নাজমুল হুদা সিদ্দিকী (৬৪১৩), সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। বেগম সায়লা ফারজানা (৬৪১৪), সিনিয়র সহকারী সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। জাকারিয়া (৬৪১৯), উপপরিচালক, বিনিয়োগ বোর্ড, সিলেট। আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান (৬৪২১), অতিরিক্ত জেলা প্রশাসক, পাবনা। এমএ কামাল বিল াহ (৬৪২৩), প্রতিমন্ত্রীর একান্ত সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। খন্দকার অলিউর রহমান (৬৪২৭), অতিরিক্ত জেলা প্রশাসক, সুনামগঞ্জ। মোঃ শওকত আলী (৬৪৩১), সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ। মোঃ ইসরাত হোসেন খান (৬৪৩৪), সিনিয়র সহকারী সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জিয়া উদ্দিন আহমেদ (৬৪৩৬), সিনিয়র সহকারী সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। মোঃ মোকাম্মেল হক (৬৪৪০), সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। তপন কুমার বিশ্বাস (৬৪৪২), সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ জাকির হোসেন (৬৪৪৩), উপপরিচালক, বিশ্ববাণিজ্য সংস্থা সেল, বাণিজ্য মন্ত্রণালয়। মোঃ রূপম আনোয়ার (৬৪৪৫), উপ-পরিচালক, আইএমইডি। মোঃ মফিজুর রহমান (৬৪৪৮), ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, যশোর ক্যান্টনমেন্ট বোর্ড। ড. সুভাষ চন্দ্র বিশ্বাস (৬৪৫২), অতিরিক্ত জেলা প্রশাসক, ময়মনসিংহ। মোঃ রেজানুর রহমান (৬৪৫৩), ব্যবস্থাপক, সরকারি যানবাহন মেরামত কারখানা। বেগম শাহীনা খাতুন (৬৪৫৪), সিনিয়র সহকারী সচিব, পরিকল্পনা বিভাগ। মোঃ আবদুল লতিফ (৬৪৫৫), মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। মোঃ মিজানুর রহমান (৬৪৫৮), অতিরিক্ত জেলা প্রশাসক, খাগড়াছড়ি। বেগম শাহনেওয়াজ দিলরুবা খান (৬৪৫৯), অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর। শেখ মোমেনা মনি (৬৪৬১), সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। এনামুল হাবিব (৬৪৬৪), অতিরিক্ত জেলা প্রশাসক, সিলেট। নির্মল কান্তি চাকমা (৬৪৬৫), সহকারী নির্বাহী কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি। গুল াল সিংহ (৬৪৬৬), অতিরিক্ত জেলা প্রশাসক, নীলফামারী। মোঃ মনিরুল ইসলাম (৬৪৮২), উপ-পরিচালক, বিটিআরসি। খন্দকার আজিম আহমেদ (৬৪৮৬), অতিরিক্ত জেলা প্রশাসক, পঞ্চগড়। মোহাম্মদ হুমায়ুন কবীর (৬৪৮৭), উপ-পরিচালক, বিসিএস প্রশাসন একাডেমি। বেগম মনোয়ারা ইসরাত (৬৪৮৮), সিনিয়র সহকারী সচিব, খাদ্য মন্ত্রণালয়। মোঃ মামুনুর রশিদ ভূইয়া (৬৪৯২), সিনিয়র সহকারী সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। ফয়েজ আহমেদ (৬৪৯৩), অতিরিক্ত জেলা প্রশাসক, বান্দরবান। নাফিউল হাসান (৬৪৯৪), সিনিয়র সহকারী সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মোঃ হামিদুল হক (৬৪৯৬), অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা। মোঃ এরশাদুল হক (৬৪৯৮), অতিরিক্ত জেলা প্রশাসক, রংপুর। মোঃ রফিকুল ইসলাম (৬৪৯৯), সচিবের একান্ত সচিব, রেলপথ মন্ত্রণালয়। আহমেদ কবির (৬৫০২), অতিরিক্ত জেলা প্রশাসক, পঞ্চগড়। মোঃ আবুল ইসলাম (৬৫০৩), সিনিয়র সহকারী সচিব, পরিকল্পনা বিভাগ। সৈয়দা নওয়ারা জাহান (৬৫০৫), সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বেগম ফারা শাম্মি (৬৫০৬), উপ-পরিচালক, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়। মোঃ আব্দুর রাজ্জাক (৬৫১০), হুইপের একান্ত সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। ড. এএনএম বজলুর রশীদ (৬৫১১), অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহী। বেগম বদরুন নাহার (৬৫১৪), সিনিয়র সহকারী সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান (৬৫১৫), অতিরিক্ত জেলা প্রশাসক, নোয়াখালী। এসএম জাকারিয়া হক (৬৫১৬), সিনিয়র সহকারী সচিব, অর্থ বিভাগ। মোঃ জিয়াউল হক (৬৫১৭), সিনিয়র সহকারী সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গৌতম চন্দ্র পাল (৬৫১৮), অতিরিক্ত জেলা প্রশাসক, মাগুরা। হোমায়রা বেগম (৬৫১৯), সিনিয়র সহকারী সচিব, অর্থ বিভাগ। বেগম সুরাইয়া পারভীন শেলী (৬৫২১), সিনিয়র সহকারী সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মোঃ মোখলেসুর রহমান (৬৫২৫), অতিরিক্ত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া (৬৫২৭), উপ-পরিচালক, বিশ্ববাণিজ্য সংস্থা সেল, বাণিজ্য মন্ত্রণালয়। মোহাম্মদ হাসান আরিফ (৬৫২৮), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। হাসান খালেদ ফয়সাল (৬৫২৯), সিনিয়র সহকারী সচিব, অর্থ বিভাগ। বেগম শাহানা শারমিন (৬৫৩০), সিনিয়র সহকারী সচিব, বিয়ামে সংযুক্ত। ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান (৬৫৩১), সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। বেগম নাসিমা পারভীন (৬৫৩২), সিনিয়র সহকারী সচিব, কৃষি মন্ত্রণালয়। একেএম বেনজামিন রিয়াজি (৬৫৩৩), অতিরিক্ত জেলা প্রশাসক, পাবনা। মোঃ সাইফুল ইসলাম (৬৫৩৪), অতিরিক্ত জেলা প্রশাসক, ময়মনসিংহ। মোঃ এমদাদুল হক চৌধুরী (৬৫৩৬), অতিরিক্ত জেলা প্রশাসক, কিশোরগঞ্জ। তš§য় দাস (৬৫৩৭), অতিরিক্ত জেলা প্রশাসক, কিশোরগঞ্জ। বেগম নুরুন আখতার (৬৫৩৮), অতিরিক্ত জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। বেগম রেহানা ইয়াসমিন (৬৫৩৯), সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ। ইয়াসমিন বেগম (৬৫৪০), সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। মোহাম্মদ আতিকুর রহমান (৬৫৪২), সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ আয়াতুল ইসলাম (৬৫৪৩), অতিরিক্ত জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ। কাজী মোহাম্মদ মোজাম্মেল হক (৬৫৪৮), অতিরিক্ত জেলা প্রশাসক, খাগড়াছড়ি। মোহাম্মদ শফিউল আরিফ (৬৫৫০), অতিরিক্ত জেলা প্রশাসক, ফেনী। মোঃ সবুর হোসেন (৬৫৫২), সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ। বিজয় কৃষ্ণ দেবনাথ (৬৫৫৩), সচিবের একান্ত সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। মোঃ আব্দুর রাজ্জাক সরকার (৬৫৫৭), অতিরিক্ত জেলা প্রশাসক, বগুড়া। মোহাম্মদ নাসির উদ্দিন (৬৫৫৮), সিনিয়র সহকারী সচিব, শিক্ষা মন্ত্রণালয়। মোঃ সেলিম ফকীর (৬৫৬১) ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড। এএনএম মঈনুল ইসলাম (৬৫৬২), অতিরিক্ত জেলা প্রশাসক, যশোর। শেখ আকতার হোসেন (৬৫৬৩), মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়। মোহাম্মদ নূরে আলম সিদ্দিক (৬৫৬৪), অতিরিক্ত জেলা প্রশাসক, কিশোরগঞ্জ। মোঃ মাহফুজুল আলম খান (৬৫৬৬), সচিবের একান্ত সচিব, অর্থ বিভাগ। ড. মোঃ জিয়াউদ্দিন (৬৫৬৯), উপ-পরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা। বেগম আয়শা আখতার (৬৫৭০), সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। মোঃ সাঈদ কুতুব (৬৫৭২), অতিরিক্ত জেলা প্রশাসক, নাটোর। মোঃ হামিদুল হক (৬৫৭৩) অতিরিক্ত জেলা প্রশাসক, দিনাজপুর। মোহাম্মদ ওয়ালিদ হোসেন (৬৫৭৪), সিনিয়র সহকারী সচিব, অর্থ বিভাগ। খন্দকার জহিরুল ইসলাম (৬৫৭৯), অতিরিক্ত জেলা প্রশাসক, কক্সবাজার। মনিষ চাকমা (৬৫৮১), সহকারী নির্বাহী কর্মকর্তা, পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি।
বিসিএস (কৃষি) ক্যাডার (কৃষি সম্প্রসারণ) : স্বপন কুমার মণ্ডল, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ, ডিএই, খুলনা। মোঃ আব্দুল হাই, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, কিশোরগঞ্জ। প্রদীপ কুমার সাহা, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, জামালপুর। মোঃ রেজাউল ইসলাম চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, গোপালগঞ্জ। ড. মোহাম্মদ নাননু মোল্লা, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, এসসিডিপি, ডিএই, খামারবাড়ি, ঢাকা।
কৃষি বিপণন : মুন্সী আব্দুল আহাদ, উপ-পরিচালক, ঢাকা বিভাগ, কৃষি বিপণন অধিদফতর, ঢাকা।
বিসিএস (আনসার) ক্যাডার : গাজী মোঃ ওয়ালি-উল-হক, উপ-পরিচালক (প্রভিশন), সদর দফতর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খিলগাঁও, ঢাকা। এসএম লাবলুর রহমান, জেলা কমান্ড্যাট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়, রাঙ্গামাটি।
বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার : নিয়াজ রহমান, পরিচালক (এমআইএস), সিএজি-এর কার্যালয়, ঢাকা। বেগম শীরিন সুলতানা, পরিচালক, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদফতর, ঢাকা। কাজী গোলাম তৌসিফ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিসিএস (সমবায়) ক্যাডার : প্রতুল কুমার সাহা, যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় দফতর, ঢাকা বিভাগ, ঢাকা। মোঃ নজরুল ইসলাম, যুগ্ম নিবন্ধক, সমবায় অধিদফতর, ঢাকা {প্রেষণে মহাব্যবস্থাপক, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্কভিটা) লিমিটেড তেজগাঁও, ঢাকা}।
বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডার : ড. মোহাম্মদ আবু ইউছুফ, পরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, জাতীয় রাজস্ব বোর্ড, সেগুনবাগিচা, ঢাকা।
বিসিএস (ইকোনমিক) ক্যাডার : মোঃ আলতাফ হোসেন, উপপ্রধান, সেতু বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়। মোঃ মনোয়ার হোসেন, উপপ্রধান, কার্যক্রম বিভাগ, পরিকল্পনা কমিশন।
বিসিএস (মৎস্য) ক্যাডার : মোঃ এ জাফর সরকার, জেলা মৎস্য কর্মকর্তা, রাজশাহী। বিজয় রঞ্জন সাহা, জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ), মৎস্য অধিদফতর, মৎস্য ভবন, রমনা, ঢাকা। মোঃ কফিল উদ্দিন কাইয়া, জেলা মৎস্য কর্মকর্তা, মৌলভীবাজার। বেগম শামীম আরা নাজনীন, জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ), মৎস্য অধিফতর, মৎস্য ভবন, রমনা, ঢাকা।
বিসিএস (খাদ্য) ক্যাডার (সাধারণ গ্র“প) : মোঃ আবদুর রকিব, জেলা খাদ্য নিয়ন্ত্রক, পাবনা। সৈয়দ এমদাদুল হক, সিনিয়র ইন্সট্রাক্টর, প্রশিক্ষণ বিভাগ, খাদ্য অধিদফতর, ঢাকা {গবেষণা পরিচালক (অঃ দাঃ) হিসেবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এফপিএমইউতে সংযুক্ত}।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার : বেগম নিলুফার পান্না, সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান), বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, ঢাকা। মোঃ শাওকাত ফারুক, সহযোগী অধ্যাপক (দর্শন), নারায়ণগঞ্জ সরকারি মহিলা কয়েজ, নারায়ণগঞ্জ। কাজী আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক (সমাজকল্যাণ), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, ঢাকা (টঙ্গী কলেজ সংযুক্ত)। কেএম রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (দর্শন), {প্রেষণে প্রকল্প পরিচালক, ৩০৬ উপজেলা সদরে নির্বাচিত বেসরকারি বিদ্যালয়সমূহকে মডেল স্কুলে রূপান্তর প্রকল্প, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা}। ড. মোহাঃ শাহ্ আলম, সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা), রাজশাহী কলেজ, রাজশাহী। বারেক বিশ্বাস, সহযোগী অধ্যাপক (হিসাব বিজ্ঞান), উপাধ্যক্ষ, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর। মোঃ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক (গণিত), {প্রেষণে উপ-পরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ঢাকা}। ভোলানাথ পাল, সহযোগী অধ্যাপক (অর্থনীতি), উপপরিচালক, সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এসইএসপি), শিক্ষা ভবন, ঢাকা।
বিসিএস (তথ্য) ক্যাডার : (সাধারণ গ্র“প) সরদার মোঃ আমিনুল ইসলাম, পরিচালক, গণযোগাযোগ অধিদফতর, ঢাকা। মোহাম্মদ ইসমাইল হুসেন, সিনিয়র সম্পাদক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, ঢাকা। বেগম হোসনেআরা আক্তার, পরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, ঢাকা। এটিএম মোনেমুল হক, প্রেষণে পরিচালক (চলতি দায়িত্ব), বহিঃপ্রচার অনুবিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়। নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ, উপ-পরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর।
বেতার গ্র“প : মোঃ জায়েদুল ইসলাম, আবাসিক প্রকৌশলী, বাংলাদেশ বেতার, কাহালু, বগুড়া।
বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডার : মোঃ জিল ুর রহমান, সহকারী পরিচালক (খামার), প্রাণিসম্পদ অধিদফতর, ঢাকা। শফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিরাজগঞ্জ। ডা. মোঃ মনজুর কাদির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লিভ/ডেপুটেশন/ট্রেনিং/রিজার্ভ পদ, প্রাণিসম্পদ অধিদফতর, ঢাকা {প্রেষণে প্রকল্প পরিচালক, মহিষ উন্নয়ন প্রকল্প}।
বিসিএস (ডাক) ক্যাডার : মোঃ আমিরুল ইসলাম, পরিচালক (চলতি দায়িত্ব), আইপিএস, ডাক অধিদফতর, ঢাকা। কৃষ্ণ চন্দ্র চাকমা, উপাধ্যক্ষ, পোস্টাল একাডেমি, রাজশাহী।
বিসিএস (গণপূর্ত) ক্যাডার : আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিন, নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ), গণপূর্ত অধিদফতর, ঢাকা। মোঃ মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী, ইডেন ভবন গণপূর্ত বিভাগ, ঢাকা।
বিসিএস (রেলওয়ে : পরিবহন ও বাণিজ্যিক) ক্যাডার : সৈয়দ জহুরুল ইসলাম, পরিচালক (ট্রাফিক), বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।
বিসিএস (রেলওয়ে : প্রকৌশল) ক্যাডার : সঞ্জীব কুমার দেবনাথ, সরঞ্জাম নিয়ন্ত্রক/শিপিং, বাংলাদেশ রেলওয়ে, পাহাড়তলী, চট্টগ্রাম।
বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার : সত্যরঞ্জন মণ্ডল, পরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ঢাকা।
বিসিএস (কর) ক্যাডার : কবিরুল ইজদানী খান, প্রথম সচিব (কর), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। মোহাম্মদ রেজাউল করিম, যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল, নারায়ণগঞ্জ।
বিসিএস (টেলিযোগাযোগ) ক্যাডার : গোলাম সরওয়ার-ই-কায়নাত, পরিচালক (চলতি দায়িত্ব), পরিকল্পনা ও উন্নয়ন অঞ্চল, টেলিযোগাযোগ ভবন, ঢাকা।
বিসিএস (ট্রেড) ক্যাডার : মোঃ আবুল খায়ের খান, বাণিজ্য পরামর্শক, বাণিজ্য মন্ত্রণালয়, {প্রেষণে উপনিবন্ধক, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর}।
লিয়েনে কর্মরতদের মধ্যে যারা পদোন্নতি পেলেন : তারা হলেনÑ মোঃ অলিউল াহ মিয়া (৫৯১৭), মোঃ নজরুল ইসলাম (৫৯২৫), ড. মোঃ ওমর ফারুক (৫৯৪৮), সানজিদা সোবহান (৬০০০), রেজাউল মাকছুদ জাহেদী (৬০৭৬), জিয়াউল হক (৬৪০২), মুনির হোসেন খান (৬৪১৬), মোঃ মাসুমুর রহমান (৬৪১৭), বেগম নুরুন নাহার চৌধুরী (৬৪২৪), মোঃ খায়রুল কবির মেনন (৬৪৩৩), তোফায়েল ইসলাম (৬৪৬৩), বেগম মিরানা মাহরুখ (৬৪৮৯), ওয়াহিদুল ইসলাম (৬৪৯০), আজিজুল ইসলাম (৬৪৯১), জিয়াউল হক (৬৫০৪), আহসান কিবরিয়া সিদ্দিকী (৬৫১৩), মোঃ হাসান মারুফ (৬৫২৩), মোহাম্মদ খালেদ হাসান (৬৫২৬), ড. জিয়াউল আবেদীন (৬৫৪১), বেগম ফেরদৌস রওশন আরা (৬৫৪৬), বেগম নাফরিজা শ্যামা (৬৫৫৯) এবং গণপূর্ত ক্যাডারের কর্মকর্তা মীর জাহিদ হাসান।
যারা পদোন্নতিবঞ্চিত হলেন : প্রতিবারের মতো এবারও জনপ্রশাসন মন্ত্রণালয় তথা সরকার পদোন্নতিবঞ্চিত করার অভিযোগ থেকে নিজেদের মুক্ত রাখতে পারেনি। পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু কর্মকর্তাকে বাদ দেয়া হয়েছে। এমনকি এসএসবি সুপারিশ করলেও পরে নাম বাদ দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। যদিও এসএসবি’র কার্যবিবরণীতে এর সপক্ষে কোন প্রমাণ রাখা হয়নি। তবে পদোন্নতিবঞ্চিত এসব কর্মকর্তার মধ্যে লেফটআউট বা সিনিয়র কর্মকর্তাদের একাধিকবার পদোন্নতি বঞ্চনার ঘটনা সবচেয়ে বেশি পীড়াদায়ক। বিশেষ করে বিভাগীয় মামলা না থাকা ও বেঞ্চ মার্ক থাকা সত্ত্বেও যাদের গায়ে অহেতুক রাজনৈতিক প্রতিপক্ষের কালি লাগিয়ে পদোন্নতি দেয়া হয়নি তাদের ক্ষোভ-দুঃখের শেষ নেই। এ তালিকায় পদোন্নতি পাননি ৯ম ব্যাচের মোঃ তাজুল ইসলাম মিয়া, মোঃ সেলিম, ১০ ও ১১তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে সিরাজুল ইসলাম খান, গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, আবি আবদুল াহ, মিজানুর রহমান, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ শের আলী, কে এম কবিরুল ইসলাম, এ কে এম এহসানুল হক, মোঃ মনিরুজ্জামান, মোঃ দেলোয়ার হোসেন, রেজাউল কবির, নজরুল ইসলাম, ড. খোরশেদ আলম, মাহবুবুজ্জামান, ফরিদুল ইসলাম, আবদুল মতিন, মামুনুর রশিদ, এস এম মঈন উদ্দিন, ১৩তম ব্যাচের আবদুল খালেক, ড. নাজমুল আমিন মজুমদার, সাইদুল ইসলাম, এস এম হামিদুল হক, এ ওয়াই এম জিয়াউদ্দিন আলম মামুন, কবির আল আসাদ, ড. মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, আকবর আলী, কামাল উদ্দিন বিশ্বাস, ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, মজিবুর রহমান, খন্দকার মাহবুবুর রহমান, আবদুর রউফ, ১৫তম ব্যাচের আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ শহিদুল আলম, এএইচএম আবদুল করিম, খালেদ রহিম, রকিবুল হাসান, সাইফুল ইসলাম, বাবুল মিয়া, ওবায়দুর রহমান, শাহজাহান মিয়া, খোরশেদ আলম, রেজাউল করিম, একেএম সোহেল, সোয়েব আহমেদ খান, মালেকা পারভীন, নাসিরুদ্দৌলা, এএসএম হুমায়ুন কবির, শওকত রশিদ চৌধুরী, আফজালুর রহমান, তসলিমা কানিজ নাহিদা, শেখাবুর রহমান, ১৭তম ব্যাচে প্রথমবারের মতো বঞ্চিত হয়েছেনÑ ইব্রাহিম খান, ফিরোজ সরকার, সাইদুর রহমান খান, কেএম আলী নেওয়াজ, ফাহমিদা খানম, মোঃ কামরুজ্জামান, আবু আহমেদ সিদ্দীক, মোঃ রায়হান কাওসার, দাউদ মিয়া, হাসানুল মতিন, আবু হেনা মোস্তফা জামান, ১৮তম ব্যাচে জহিরুল ইসলাম, শাহ আলম, শফিকুল ইসলাম, ফয়জুর রহমান, রফিকুল আলম, ড. মিজানুর রহমান, সুরাইয়া আক্তার জাহান, সাখাওয়াত হোসেন প্রমুখ।
তবে লেফটআউট (অতীতে বঞ্চিত) কর্মকর্তাদের এবার পদোন্নতি পেয়েছেন ৪৪ জন। এর মধ্যে ৯ম ব্যাচে ১ জন, ১০ ও ১১তম ব্যাচে ৪ জন, ১৩তম ব্যাচে ২৩ জন এবং ১৫তম ব্যাচে ১৪ জন। এছাড়া অন্যান্য সিনিয়র ব্যাচ থেকে ২ জন।
এদিকে বেঞ্চ মার্ক না থাকা ও বিভাগীয় মামলার কারণে অর্ধশতাধিক কর্মকর্তা যৌক্তিকভাবে পদোন্নতি থেকে বাদ পড়েছেন। এদের মধ্যে বিশ্বস্ত সূত্রে কিছু কর্মকর্তার নাম জানা গেছে। এরা হলেন শেখ মাসুম কামাল (৩১৯৪), মো. জাফর উল াহ (১২১৫), জুলফিকার হায়দার (১২০৩), রুহুল আমিন (৩৯২৬), এবিএম মিজানুর রহমান , সৈয়দ মাহবুব জামিল (৩৪৫৯), নূর হোসেন (৩৫০৫), সরদার মতিউর রহমান (২৩৫৭), ইকবাল মাহমুদ (৪৫৩৬), আবদুল কাদের (৪৫৯৮), সৈয়দ রাশিদুল হাসান (৪৬০৪), হুমায়ুর কবির (৪৬৬১), আনিসুর রহমান (৪৬৬৫), মাকসুদুর রহমান (৪৬৮১), বেগম ইফফাত আনোয়ারা (৪৭৫৬), নূরুল হক (৪৮৮৩), সালেহ আহমেদ (৪৮৮৭) প্রমুখ।


https://www.youtube.com/watch?v=whbz442gHQc

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে