Posts

কোটার ‘বিষ’ আর কত কাল?

সাইফুল আহমেদ :রাইজিংবিডি ডট কম Published:31 Aug 2015   12:57:17 PM   Monday   ||   Updated:31 Aug 2015   02:47:43 PM   Monday কোটার ‘বিষ’ আর কত কাল? সাইফুল আহমেদ : গত শনিবার প্রকাশিত হলো ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এতে মোট ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে। গত সাতটি বিসিএসে মেধা কোটা ও মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের চূড়ান্ত ফলে আলাদা করা হলেও এবার তা হয়নি। এ কারণে মেধায় কতজন ও কোটায় কতজন রয়েছেন, প্রকাশিত ফলে তা স্পষ্ট নয়। এ ছাড়া প্রার্থী না পাওয়ায় কোটার কতটি পদ সংরক্ষিত রাখতে হয়েছে, তা-ও উল্লেখ করা হয়নি। এ কারণে বিভিন্ন কোটার কয়েকজন প্রার্থী বলছেন, এবার ফলে মেধা ও কোটা উল্লেখ না করায় কোটা পুরোপুরি মানা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ থেকে যায়। আর কোটায় নন এমন কয়েকজন প্রার্থী বলছেন, মেধা ও কোটা আলাদা করলে স্বচ্ছতা থাকত। এ ব্যাপারটি নিয়ে যেমন বিসিএসে ক্যাডারপ্রাপ্ত ও ক্যাডার-না-প্রাপ্তদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে, তার চেয়ে বড় ক্ষোভ রয়েছে বিসিএস ও অন্যান্য সরকারি চাকরিতে কোটা প্রথা নিয়ে। এ নিয়ে বিভিন্ন সময় চাকরিপ্রার্থী ও শিক্ষার্থ...

প্রশাসন বনাম বিশেষায়িত বিভাগঃ প্রসঙ্গ বাংলাদেশ

প্রশাসনের কেন্দ্র বিন্দু সচিবালয়। সচিবালয় থেকেই সরকারের যাবতীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহন, নীতিপ্রনয়ন, সম্পদ আহরন, বৈদেশিক সম্পর্ক রক্ষা এবং এসব নীতি ও পরিকল্পনা বাস্তবায়নকারী মাঠ পর্যায়ের বিশেষায়িত বিভিন্ন বিভাগ যেমনঃ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, কৃষি বিভাগ ও অন্যান্য বিভাগের কার্যক্রম মনিটর করা হয়। মন্ত্রনালয়/সচিবালয় হলো নিয়ন্ত্রনকারী সংস্থা (Regulating Body)। সচিবালয়ে প্রশাসনিক সর্বোচ্চ পদ সচিব।শিক্ষা, স্বাস্থ্য কিংবা গনপূর্ত মন্ত্রনালয়ের সচিব পদেবিসিএস প্রশাসন ক্যাডারের লোক কেন পদায়িত হবেন এ নিয়ে প্রায়শই পত্র পত্রিকায় ইতিবাচক ও নেতিবাচক অনেক প্রতিক্রিয়া পাওয়া যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনৈক ব্যক্তির একটি পোষ্টকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তাদের মধ্যে বাকবিতন্ডা হতে দেখা গেছে। প্রচলিত ব্যবস্থার বিপক্ষে যারা কথা বলেন তাদের যুক্তি হলো আমলারা শিক্ষা, স্বাস্থ্য,, কৃষি, প্রকেৌশল এসবের কি বোঝে। এসব তো Technical বিষয়। সুতরাং মন্ত্রনালয়ে সংশ্লিষ্ট ক্যাডারের লোককেই নিয়োগ দিতে হবে। অর্থ্যাৎ শিক্ষক হবেন শিক্ষা সচিব, ডাক্তার হবেন স্বাস্থ্য সচিব, প্রকেৌ...

৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Image
৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। দুই হাজার একশত ৮০ পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ওয়েবসাইটে রোববার (31-05-15) বিকালে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশাসনে ২৫০টি, পুলিশে ১২০টি পদ ও জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৫৪২টি। টেকনিক্যাল ক্যাডারে ৭৪০টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৭১টি। আগামী ১৪ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।

এসএসসির ফল জানা যাবে যেভাবে ( SSC RESULT-2015 )

Image
 ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল শনিবার। ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডের পাশাপাশি শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইলফোন থেকে এসএমএস করেও পরীক্ষার ফল জানতে পারবে। যেকোনো মোবাইল থেকে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।  শিক্ষাবোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ( https://www.youtube.com/watch?v=whbz442gHQc http://www.educationboardresults.gov.bd) থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করেও নেয়া যাবে।

শীর্ষে মেসি, দুইয়ে রোনালদো, চারে নেইমার

Image
লা লিগার বর্তমান শিরোপা জয়ী বার্সেলোনা তারকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবারের আসরের এএস (স্পেনের জনপ্রিয় দৈনিক) প্লেয়ার অব দ্য সিজন (বর্ষসেরা ফুটবলার) নির্বাচিত হয়েছেন। তালিকায় শীর্ষে থাকতে মেসিকে হারাতে হয়েছে মৌসুমে দুর্দান্ত খেলা রিয়াল মাদ্রিদের তারকা পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে। সদ্য সমাপ্ত হওয়া লা লিগার মৌসুমে নিজ নিজ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি এবং রোনালদো। তবে, রোনালদোর রিয়ালের কপালে কিছু না জুটলেও মেসির বার্সা ট্রেবল জয়ের দুয়ারে দাঁড়িয়ে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবং কোপা দেল রে’র ফাইনালে তুলতে অসাধারণ একটি মৌসুম কাটানোর পথে আর্জেন্টাইন জাদুকর। লা লিগার শেষ হওয়া আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো শীর্ষে। ৪৮ গোল করা রোনালদোর পরের স্থানটিতেই মেসি। ৪৩ গোল করেছেন তিনি। কিন্তু মাঠের পারফর্মে দর্শক জরিপে রোনালদোকে টপকে এএস বর্ষসেরার পুরস্কার পেয়েছেন মেসি। ৫৫.৮৭ শতাংশ ভোট পেয়ে মেসি শীর্ষস্থানটি দখল করেছেন। রিয়ালের হয়ে ব্যক্তিগত ভাবে দারুণ পারফর্ম করা রোনালদো পেয়েছেন ৩৫.৩৭ শতাংশ ভোট। দলের হয়ে সবধরণের প্রতিযোগি...

বাংলাদেশের ৬৪টি জেলার ওয়েব সাইট ও বিস্তারিত তথ্য

Image
https://www.youtube.com/watch?v=whbz442gHQc বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটিতে ‘‘জেলা তথ্য বাতায়ন‘‘ নামে ওয়েবসাইট প্রকাশ করেছে সরকার ।  নিচে প্রত্যেকটির জেলার ওয়েব সাইট বিভাগওয়ারী আপনাদের কাছে তুলে ধরলাম । প্রত্যেকটা সাইট বাংলায় । এই সাইটগুলোর মাধ্যমে জেলাগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে ।  প্রতিটি ওয়েব সাইটে আছে জেলা, জেলার পটভূমি, ভৌগলিক প্রোফাইল, শিল্প ও বাণিজ্য, পত্র পত্রিকা, খেলাধূলা ও বিনোদন, ভাষা ও সংস্কৃতি, খনিজ সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা, প্রখ্যাত ব্যক্তিত্ব, জন প্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন সম্পর্কিত তথ্য । এছাড়া রয়েছে স্হানীয় স্কুল কলেজের তালিকা ভর্তি ও ফলাফল তথ্য এবং কৃষি বিভাগে রয়েছে সার পরিবেশকের তালিকা, খাদ্য উৎপাদন ই-কৃষি, ব্লক সুপারভাইজারের তালিকা । পর্যটন ও ঐতিহ্য লিংকে আছে হোটেল ও আবাসন দর্শনীয় স্থান, জেলার ঐতিহ্য জেলার মানচিত্র । স্বাস্থ্য বিভাগে রয়েছে  হাসপাতাল ও ক্লিনিক, ডাক্তারের ও স্বাস্থ্য কর্মীর তালিকা, স্বাস্থ্য কর্মসূচী । আপনার জেলার স্হানীয় সরকারের, নাগরিক সুবিধার তথ্য ও সরকারী অফিস সূমহের ...

Video

Image