অটোমেটিক উইন্ডোজ রিফ্রেশ!
কম্পিউটার চালু করে রিফ্রেশ করা প্রায় সবারই অভ্যাস ।রিফ্রেশ মানে
উইন্ডোজের হাত মুখ ধোয়া বলা যায় ।কিন্তু সব সময় কি আর সব কথা মনে থাকে ?
তেমনি রিফ্রেশের কথাও আমাদের মনে থাকে না ।
তাছাড়া উইন্ডোজের কোন ফাইলে পরিবর্তন আনার পর উইন্ডোজকে রিফ্রেশ করতে হয়।আমরা সাধারনত F5 চেপে রিফ্রেশ করি।আপনি ইচ্ছে করলে রিফ্রেশের এই কাজটি স্বয়ংক্রীয়ভাবে করতে পারেন। এজন্য Start/Run এ গিয়ে regedit লিখে Enter Pvcyb|GLbHKEY_LOCAL_MACHINE / System / CurrentControlSet / Control / Update ঠিকানায় যান।ডানপাশের UpdateMode অপশনে দুই ক্লীক করুন এবং এখানে hexadecimal ভ্যালু হিসাবে 7 লিখে Ok করে দিন।এখন উইন্ডোজের রিফ্রেশ করার প্রয়োজন হলে সেটি স্বয়ংক্রীয়ভাবে হবে।
তাছাড়া উইন্ডোজের কোন ফাইলে পরিবর্তন আনার পর উইন্ডোজকে রিফ্রেশ করতে হয়।আমরা সাধারনত F5 চেপে রিফ্রেশ করি।আপনি ইচ্ছে করলে রিফ্রেশের এই কাজটি স্বয়ংক্রীয়ভাবে করতে পারেন। এজন্য Start/Run এ গিয়ে regedit লিখে Enter Pvcyb|GLbHKEY_LOCAL_MACHINE / System / CurrentControlSet / Control / Update ঠিকানায় যান।ডানপাশের UpdateMode অপশনে দুই ক্লীক করুন এবং এখানে hexadecimal ভ্যালু হিসাবে 7 লিখে Ok করে দিন।এখন উইন্ডোজের রিফ্রেশ করার প্রয়োজন হলে সেটি স্বয়ংক্রীয়ভাবে হবে।
Comments
Post a Comment