ই-মেইলের মাধ্যমে ফেসবুকে ছবি আপলোড করা

জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ছবি শেয়ার করতে হলে ফেসবুকে আপলোড করতে হয়। কিন্তু ই-মেইলের অ্যাটাচ থাকা ছবি যদি ফেসবুকে শেয়ার করা যেত তাহলে কেমন হয়! ই-মেইলের মাধ্যমে অ্যাটাচ করা ছবি ফেসবুকে আপলোড করতে হলে ফেসবুকে লগইন করে www.facebook.com/mobile পেজে যেতে হবে। এবার Upload Photos via Email-এ যে ই-মেইল ঠিকানা আছে সেই ঠিকানাতে ছবি অ্যাটাচ করে মেইল করলে তত্ক্ষণাত্ ফেসবুকে আপলোড হবে। ফেসবুকের এ ছবি Mobile Uploads নামে অ্যালবামের মধ্যে থাকবে।
ফেসবুকে প্রাপ্ত ই-মেইল ঠিকানা পছন্দ না হলে বা পরিবর্তন করতে চাইলে একই পেজে গিয়ে Find out more-এ ক্লিক করে refresh your upload email এ ক্লিক করুন। এখন Reset বাটনে ক্লিক করলে নতুন ই-মেইল ঠিকানা তৈরি হবে এবং তা ম্যাসেজ উইন্ডোতে দেখাবে।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং