আফ্রিকার এক পিচ্চির লেখা একটা কবিতা পড়ে চোখে পানি এল.


২০০৫ এর শ্রেষ্ঠ কবিতা বলে নমিনেট
করা হয়ছিল।
বাংলায় অনুবাদ করে দিলাম, কবিতার
নাম কালার(Color).

যখন আমি জন্ম নিলাম, আমি কালো;
যখন আমি বেড়ে উঠলাম, আমি কালো।
যখন আমি সূর্যের তাপে অবস্থান করি,
আমি কালো;
যখন আমি অসুস্থ, আমি কালো।
যখন আমি মৃত, আমি কালো। আর তুমি সাদা সহচর, যখন জন্ম নেও,
তুমি গোলাপি;
যখন বেড়ে উঠ, তুমি সাদা; যখন
তুমি সূর্যের তাপে অবস্থান করো,
তুমি লাল।
যখন তুমি শীতল আবহাওয়াতে থাকো, তুমি নীল; যখন তুমি ভীত, তুমি হলুদ।
যখন তুমি অসুস্থ, তুমি সবুজ; আর যখন
তুমি মৃত,
তুমি ধূসর।
আর তুমি কিনা আমাকে বল কালারড।
(Colored) এক কথায় অসম্ভব সুন্দর একটি কবিতা। বাস্তব
কবিতা।

Comments

Popular posts from this blog

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

WiFi Password হ্যাক করেন সহজে । ( Free Software + ScreenShot )

মনীষীদের বাণী- উক্তি