বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস

১. আর্যদের ভাষার নাম ছিল-প্রাচীন বৈদিক ভাষা।
২. সাধারণ মানুষের মুখের ভাষার নাম-প্রাকৃত ভাষা।
৩. প্রাকৃত ভাষার রুপ-২টি,১.পালি ২.অপভ্রংশ।
৪. সুনীতিকুমার চট্টপধ্যায় এবং অধিকাংশের মতে বাংলা ভাষার আদি স্থরের স্থিতিকাল- দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত।
৫. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার আদি স্থরের স্থিতিকাল- সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী
৬. ইন্দো-ইউরোপিয় ভাষার স্থর- ২টি,... কেন্তম ও শতম।
৭. বাংলা লিপি ও বর্ণমালার উৎপত্তি হয়েছে- ব্রাহ্মী লিপি হতে।
৮. ব্রাহ্মী লিপির শাখা- ৩টি, ১.পশ্চিমা লিপি, ২.মধ্য ভারতীয় লিপি ৩.পূর্বী লিপি।
৯. বাংলা লিপি ও বর্ণমালার উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপির শাখা- পূর্বী লিপি হতে।
১০. উপমহাদেশের প্রথম মুদ্রণযন্ত্রটি ছিল- পর্তুগীজ ভাষার মুদ্রণযন্ত্র।
১৪৯৮ সালে স্থাপিত হয় ভারতের গোয়ায়।
১১.উপমহাদেশের প্রথম বাংলা ছাপাখানা স্থপন করেন- চার্লস উইলকিন্স(১৭৭৮) হুগলীতে।
১২. চর্চাপদের সাথে আরও- ২টি গ্রন্থ আবিষ্কার করা হয় ১.ডাকাণর্ব ২.দোহাকোষ।
১২. চর্চাপদের সাথে আরও- ২টি গ্রন্থ আবিষ্কার করা হয় ১.ডাকাণর্ব ২.দোহাকোষ।
১৩. চর্চকারদের নামের শেষে সম্মানসূচক- পা শব্দ টি যুক্ত হয়েছে।
১৪. চর্চাপদের প্রথম পদটি রচনা করেছেন- লুইপা যিনি বাংলা সাহিত্যের আদি কবি।
১৫.চর্চাপদ বাংলাদেশ ছাড়াও- পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা এবং ত্রিপুরার বাংলা সাহিত্যের আদি নিদর্শন।

Comments

Popular posts from this blog

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

WiFi Password হ্যাক করেন সহজে । ( Free Software + ScreenShot )

মনীষীদের বাণী- উক্তি