বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস

১. আর্যদের ভাষার নাম ছিল-প্রাচীন বৈদিক ভাষা।
২. সাধারণ মানুষের মুখের ভাষার নাম-প্রাকৃত ভাষা।
৩. প্রাকৃত ভাষার রুপ-২টি,১.পালি ২.অপভ্রংশ।
৪. সুনীতিকুমার চট্টপধ্যায় এবং অধিকাংশের মতে বাংলা ভাষার আদি স্থরের স্থিতিকাল- দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত।
৫. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার আদি স্থরের স্থিতিকাল- সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী
৬. ইন্দো-ইউরোপিয় ভাষার স্থর- ২টি,... কেন্তম ও শতম।
৭. বাংলা লিপি ও বর্ণমালার উৎপত্তি হয়েছে- ব্রাহ্মী লিপি হতে।
৮. ব্রাহ্মী লিপির শাখা- ৩টি, ১.পশ্চিমা লিপি, ২.মধ্য ভারতীয় লিপি ৩.পূর্বী লিপি।
৯. বাংলা লিপি ও বর্ণমালার উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপির শাখা- পূর্বী লিপি হতে।
১০. উপমহাদেশের প্রথম মুদ্রণযন্ত্রটি ছিল- পর্তুগীজ ভাষার মুদ্রণযন্ত্র।
১৪৯৮ সালে স্থাপিত হয় ভারতের গোয়ায়।
১১.উপমহাদেশের প্রথম বাংলা ছাপাখানা স্থপন করেন- চার্লস উইলকিন্স(১৭৭৮) হুগলীতে।
১২. চর্চাপদের সাথে আরও- ২টি গ্রন্থ আবিষ্কার করা হয় ১.ডাকাণর্ব ২.দোহাকোষ।
১২. চর্চাপদের সাথে আরও- ২টি গ্রন্থ আবিষ্কার করা হয় ১.ডাকাণর্ব ২.দোহাকোষ।
১৩. চর্চকারদের নামের শেষে সম্মানসূচক- পা শব্দ টি যুক্ত হয়েছে।
১৪. চর্চাপদের প্রথম পদটি রচনা করেছেন- লুইপা যিনি বাংলা সাহিত্যের আদি কবি।
১৫.চর্চাপদ বাংলাদেশ ছাড়াও- পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা এবং ত্রিপুরার বাংলা সাহিত্যের আদি নিদর্শন।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং