বাংলার ইতিহাস: প্রাচীন আমল- ১

বাঙালি জাতির পরিচয়- শংকর/মিশ্র জাতি হিসেবে
‘বাংলা’ নামকরণ করেন- সুলতান ইলিয়াস শাহ
বাংলার আদি অধিবাসী- কোল, ভেল, সাঁওতাল, মুণ্ডা
আদি জনগোষ্ঠীর ভাষা- অস্ট্রিক/ভেড্ডী (অনার্য ভাষা)
বাঙালি জাতি গড়ে উঠেছে- অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে

আর্য জাতি:

বাঙালি মূলত- আর্যদের শাখা
আর্যদের ধর্মগ্রন্থ- বেদ
বেদের অংশ- ৪টি (ঋক, সাম, যজু, অথর্ব)
বেদের রচয়িতা- ঈশ্বর
মহাভারতের রচয়িতা- দেবব্যাস
রামায়ণের রচয়িতা- বাল্মিকী
আর্যসাহিত্যকে বলা হয়- বৈদিক সাহিত্য
আর্যসমাজ- ৪ ভাগে বিভক্ত (ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র)
আর্য বিশ্বাস অনুযায়ী যুগ ৪টি- সত্য, দ্বাপর, ত্রেতা, কলি (এখন কলিকাল)

গৌতম বুদ্ধ:

জন্মস্থান- কপিলাবস্তু রাজ্যের/নগরের লুম্বিনী গ্রাম (নেপাল)
পিতা- শুদ্ধোধন
মাতা- মায়াদেবী
বাল্য নাম/নিজের নাম- সিদ্ধার্থ
দিব্যজ্ঞান লাভ- ৩৫ বছর বয়সে
দিব্যজ্ঞান লাভ করেন- বোধিবৃক্ষের নিচে
মৃত্যুস্থান- কুশীনগর (নেপাল)

উপমহাদেশে আলেকজান্ডারের আগমন

আলেকজান্ডার- গ্রিসের অধিবাসী
আলেকজান্ডার- মেসিডোনিয়ার রাজা
প্রথম আক্রমণ করেন- হিন্দুকুশ পর্বত
ভারত আক্রমণে সৈন্যসংখ্যা- ৪০ হাজার
আলেকজান্ডারের গৃহশিক্ষক- এরিস্টটল

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং