ভাইভায় ফেল থেকে বাঁচতে অতীব জরুরি
বিসিএস কিংবা যেকোনো ভাইভা বোর্ডে কোনো অবস্থাতেই অজানা বিষয়ে
আন্দাজে বলতে যাবেন না। না পারলে কিংবা মনে করতে না পারলে সিম্পলি সরি বলা
উচিত। কারো পক্ষে সব প্রশ্ন পারাটা জরুরি নয়, কিংবা অনেক ক্ষেত্রে তা
সম্ভবও নয়। তবে ভুল উত্তর দিলে বুঝা যায় প্রার্থী গোজামিল তথা অসত্য বলতে
অভ্যস্ত।
- যত ভালোই পারেন না কেন, বোর্ডের সামনে উত্তর প্রদানের ক্ষেত্রে সর্বদা বিনয়ী ভাব থাকা দরকার। কোনো অবস্থাতেই তর্ক করা বা ভুল ধরা যাবে না। (আমার অত্যন্ত মেধাবী এক বন্ধু (পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) এ পর্যন্ত বিসিএসের ভাইভাবে ৩ বার ফেল করেছেন শুধু মাত্র তার অ্যাপ্রোসের কারনে।)
...
সর্বোপরি আপনাকে ২/১টি প্রশ্নের মাধ্যমে আপনার রাজনৈতিক অবস্থান নিরুপনের চেষ্টা হতে পারে, সেক্ষেত্রে বর্তমান সময়কে ধারণ করে বুদ্ধিমত্তার সাথে জবাব দেওয়া অথবা অন্তত এসব প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। মনে রাখা দরকার, বরাবরের মতই সবগুলো বোর্ডের প্রধানরাই শতভাগ ক্ষমতাসীনদের মতাদর্শী। তুঘলকি কায়দায় করা ২০০ নম্বরের ভাইভার ক্ষেত্রে এসব প্রশ্নের নিয়ামক হিসেবে কাজ করে।
যেমন- আপনার কাছে কয়েকজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিংবা রাজাকারের নাম জানতে চাওয়া হলে নামগুলো বুঝে-শুনে বলতে হবে।
বর্তমান সময়ের জন্য এরকম কয়েকটি প্রশ্ন
১. ভারতের ইতিহাস সম্পর্কে কি জানা আছে?
২. বাংলাদেশের ইতিহাসের উল্লেখযোগ্য সাল ও তারিখ কি কি?
৩. স্বাধীনতার ঘোষণা কবে, কে, কোথায়, কিভাবে, কার মাধ্যমে প্রচার করে? এক্ষেত্রে বঙ্গবন্ধুর ঘোষণা আওয়ামী লীগের কোন নেতার মাধ্যমে মাধ্যমে কোথায়, কিভাবে প্রচারিত হয়?
৪. কেন ও কি জন্য? ১৯৪৭, ১৯৪৯, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০- ৭ মার্চ, ১৭ মার্চ, ২৩ জুন,,,, কেন বিখ্যাত?
৫. ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা সাল, তারিখ, প্রথম সভাপতি ও সাধারন সম্পাকের না, দলীয় শ্লোগান……
৬. ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্থানের ১৬৯টি র মধ্যে কতটি আসন পায়? পরের প্রশ্ন অবশিষ্ট আসন ২টি কোন দল থেকে কারা নির্বাচিত হন? পরীক্ষার্থী অপর ২ জন নাম ও দল না বলতে পারায় জিজ্ঞাসা করা হয় এ বিষয়ে কৌতুহল নেই কেন?
৭. তোমার জেলার মুক্তিযুদ্ধ সম্পর্কে কি জান?
৮. জাতির জনক বঙ্গবন্ধুর সময়ে তার সমপর্যায়ের আরো ২ জন আন্তর্জাতিক নেতা ছিলেন তারা কোন কোন দেশের? নাম কি কি?
৯. পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে মূল্যায়ন কি? বিশেষ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিষয়ে আপনার মূল্যায়ন কি?
১০. নারী নীতি ব্যাপারে অবস্থান কি?
১১. শান্তিচুক্তির বিষয়ে অভিমত ক?
১২. বর্তমান সরকারের আমলে আন্তর্জাতিক অর্জন/প্রাপ্তিগুলোর বিষয়ে ধারনা.....
- যত ভালোই পারেন না কেন, বোর্ডের সামনে উত্তর প্রদানের ক্ষেত্রে সর্বদা বিনয়ী ভাব থাকা দরকার। কোনো অবস্থাতেই তর্ক করা বা ভুল ধরা যাবে না। (আমার অত্যন্ত মেধাবী এক বন্ধু (পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) এ পর্যন্ত বিসিএসের ভাইভাবে ৩ বার ফেল করেছেন শুধু মাত্র তার অ্যাপ্রোসের কারনে।)
...
সর্বোপরি আপনাকে ২/১টি প্রশ্নের মাধ্যমে আপনার রাজনৈতিক অবস্থান নিরুপনের চেষ্টা হতে পারে, সেক্ষেত্রে বর্তমান সময়কে ধারণ করে বুদ্ধিমত্তার সাথে জবাব দেওয়া অথবা অন্তত এসব প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। মনে রাখা দরকার, বরাবরের মতই সবগুলো বোর্ডের প্রধানরাই শতভাগ ক্ষমতাসীনদের মতাদর্শী। তুঘলকি কায়দায় করা ২০০ নম্বরের ভাইভার ক্ষেত্রে এসব প্রশ্নের নিয়ামক হিসেবে কাজ করে।
যেমন- আপনার কাছে কয়েকজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিংবা রাজাকারের নাম জানতে চাওয়া হলে নামগুলো বুঝে-শুনে বলতে হবে।
বর্তমান সময়ের জন্য এরকম কয়েকটি প্রশ্ন
১. ভারতের ইতিহাস সম্পর্কে কি জানা আছে?
২. বাংলাদেশের ইতিহাসের উল্লেখযোগ্য সাল ও তারিখ কি কি?
৩. স্বাধীনতার ঘোষণা কবে, কে, কোথায়, কিভাবে, কার মাধ্যমে প্রচার করে? এক্ষেত্রে বঙ্গবন্ধুর ঘোষণা আওয়ামী লীগের কোন নেতার মাধ্যমে মাধ্যমে কোথায়, কিভাবে প্রচারিত হয়?
৪. কেন ও কি জন্য? ১৯৪৭, ১৯৪৯, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০- ৭ মার্চ, ১৭ মার্চ, ২৩ জুন,,,, কেন বিখ্যাত?
৫. ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা সাল, তারিখ, প্রথম সভাপতি ও সাধারন সম্পাকের না, দলীয় শ্লোগান……
৬. ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্থানের ১৬৯টি র মধ্যে কতটি আসন পায়? পরের প্রশ্ন অবশিষ্ট আসন ২টি কোন দল থেকে কারা নির্বাচিত হন? পরীক্ষার্থী অপর ২ জন নাম ও দল না বলতে পারায় জিজ্ঞাসা করা হয় এ বিষয়ে কৌতুহল নেই কেন?
৭. তোমার জেলার মুক্তিযুদ্ধ সম্পর্কে কি জান?
৮. জাতির জনক বঙ্গবন্ধুর সময়ে তার সমপর্যায়ের আরো ২ জন আন্তর্জাতিক নেতা ছিলেন তারা কোন কোন দেশের? নাম কি কি?
৯. পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে মূল্যায়ন কি? বিশেষ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিষয়ে আপনার মূল্যায়ন কি?
১০. নারী নীতি ব্যাপারে অবস্থান কি?
১১. শান্তিচুক্তির বিষয়ে অভিমত ক?
১২. বর্তমান সরকারের আমলে আন্তর্জাতিক অর্জন/প্রাপ্তিগুলোর বিষয়ে ধারনা.....
Comments
Post a Comment