সীমানা

বাংলাদেশের-

উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ

পূর্বে- ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ ও মায়ানমার

পশ্চিমে- ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ

দক্ষিণে- বঙ্গোপসাগর

সীমান্ত আছে- ২টি দেশের সঙ্গে (ভারত ও মায়ানমার)

বাংলাদেশের সীমান্তে ভারতের মোট রাজ্য- ৫টি

বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়- মণিপুর রাজ্য (টিপাইমুখ বাঁধ)

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি

ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলা- ৩০টি

ভারত ও মায়ানমার দু’টি দেশের সঙ্গেই সীমান্ত আছে- রাঙামাটি জেলার

মোট সীমান্ত- ৫১৩৮ কিমি (অথবা ৪৭১৯ কিমি)

মোট স্থলসীমা- ৪৪২৭ কিমি

ভারতের সাথে সীমান্ত- ৪১৪৪ কিমি (অথবা ৩৭১৫ কিমি)

মায়ানমারের সাথে সীমান্ত- ২৮৩ কিমি

সমুদ্র উপকূলের দৈর্ঘ্য- ৭১১ কিমি

কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য- ১৫৫ কিমি (পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত)

অর্থনৈতিক সমুদ্র সীমা- ২০০ নটিক্যাল মাইল

রাজনৈতিক সমুদ্র সীমা- ১২ নটিক্যাল মাইল

সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব- ১৬.৫ কিমি/ ১১ মাইল

ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহল- ৫১টি (পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি জেলায়)

বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল- ১১১টি (লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে)

সবচেয়ে বেশি ছিটমহল- লালমনিরহাটে (৫৯টি)

স্বাধীনতার ৩০ বছর পর বিডিআর (বর্তমান বিজিবি) বিএসএফের কাছ থেকে উদ্ধার করে- সিলেটের পাদুয়া

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়- ১৬ মে, ১৯৭৪ (শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী)



সর্ব উত্তরের জেলা- পঞ্চগড় (থানা- তেঁতুলিয়া)

সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার (থানা- টেকনাফ)

সর্ব পশ্চিমের জেলা- চাঁপাই নবাবগঞ্জ (থানা- শিবগঞ্জ)

সর্ব পূর্বের জেলা- বান্দরবান (থানা- থানচি)



ছিটমহল

ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহল- ৫১টি [প্রচলিত তথ্য]

বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল- ১১১টি [প্রচলিত তথ্য]

ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহল- ৭১টি [তথ্যসূত্র : wikipedia]

বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল- ১০২টি [তথ্যসূত্র : wikipedia]

বাংলাদেশ-ভারতের মোট কাউন্টার ছিটমহল আছে- ২৮টি [তথ্যসূত্র : wikipedia]

বাংলাদেশ-ভারতের মোট কাউন্টার-কাউন্টার ছিটমহল আছে- ১টি [তথ্যসূত্র : wikipedia]

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং