কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি :

বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
বাংলাদেশ ব্যাংকের ১ম গভর্নর- এন হামিদুল্লাহ
বাংলাদেশ ব্যাংকের ১০ম (বর্তমান) গভর্নর- ড: আতউর রহমান
বাংলাদেশ ব্যাংকের শাখা-৮টি
বাংলাদেশ ব্যাংকের লোকাল অফিস- ১টি
বাংলাদেশ ব্যাংক নোটের বিপরীতে রিজার্ভ রাখে- বৈদেশিক মুদ্রা
উপমহাদেশে ১ম কাগজের মুদ্রা চালু করেন- লর্ড ক্যানিং, ১৮৫৭ সালে
কেন্দ্রীয় ব্যাংকের সর্বপ্রথম ও প্রধান দায়িত্ব হল- নোট ইস্যু
বাংলাদেশে ১ম নোট প্রচলন হয়- ৪ মার্চ ১৯৭২
বাংলাদেশে ১ম মুদ্রা প্রচলন হয়- ৫ মার্চ ১৯৭২
ব্যাংক নোট ইস্যু করে- বাংলাদেশ ব্যাংক
ব্যাংক নোটে স্বাক্ষর থাকে- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের
ব্যাংক নোট- বিহিত মুদ্রা
ব্যাংক নোটের উদাহরণ- ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০ টাকার নোট
সরকারি নোট ইস্যু করে- বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়
সরকারি নোটে স্বাক্ষর থাকে- অর্থ সচিবের
সরকারি নোট- আইনসম্মত মুদ্রা
সরকারি নোটের উদাহরণ- ১, ২ টাকার নোট
৫ টাকার কয়েনকে বলা হয়- ব্যাংক কয়েন
১ ও ২ টাকার কয়েনকে বলা হয়- সরকারি কয়েন
বিশ্বের ১ম নিকাশ ঘর ব্যবস্থার প্রচলন করে- ব্যাংক অব ইংল্যান্ড (১৭৭৩ সালে)
আধুনিক নিকাশ ঘরের উৎপত্তি- ১৭৭৫ সালে ‘লন্ডন নিকাশ ঘর’ উৎপত্তির মাধ্যমে
বাংলাদেশে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে- বাংলাদেশ ব্যাংক

ACU-এর পূর্ণরূপ- Asian Clearing Union
ACU-এর সদস্য দেশ- ৯টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, মালদ্বীপ, ইরান ও ভুটান)
ACU গঠিত হয়- ৯ ডিসেম্বর ১৯৭৪
ACU-এর সদর দপ্তর- তেহরান
ACU-এর অন্তর্ভুক্ত সার্কভুক্ত দেশ- ৭টি (আফগানিস্তান সদস্য নয়)
বাংলাদেশে নিকাশ ঘরের সংখ্যা- ৯টি

বাংলাদেশের যেসব স্থানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেই সব স্থানে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে- সোনালী ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের কাছে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক আর্থিক বিবরণী জমা দিতে হয়- বৃহস্পতিবার
চেক, বিল, হুন্ডি ইত্যাদির সমষ্টিকে বলা হয়- Articles
বাংলাদেশের পক্ষে বার্ষিক বৈদেশিক সাহয্যের পরিমাণ নির্ধারণ করে- BDF (Bangladesh Development Forum)
ব্যাংকিং বিষয়ক আন্তর্জাতিক মানসম্পন্ন কমিটিকে বলা হয়- ব্যাসেল
BIS- Bank for International Settlement
BIS হচ্ছে বিশ্বের সকল কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাংক
সুইজারল্যান্ডের Basic Basle শহরে BIS প্রতিষ্ঠিত হয়

CRR- Cash Reserve Requirement/Rate/Ratio (নগদ জমার হার/সংরক্ষিত জমার হার)- ৫%

SLR- Statutory Liquidity Rate/Requirement/Ratio (বিধিবদ্ধ জমার হার/বিধিবদ্ধ তারল্য)- ১৮%

Bank Rate/Minimum Lending Rate (ব্যাংক হার)- ৫%

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং