ভাইবার জন্য গুরুত্তপূর্ণ কিছু প্রশ্নোত্তর

এই প্রশ্নোত্তর গুলো লিখেছেন Md Arshad Ali.

ভাইভার জন্য আমার করা প্রশ্ন গুলোর উত্তর , দুই একটা ভুল হতে পারে, সংশোধন করলে কৃতজ্ঞ থাকব ।

১। Rules & Regulation এর মধ্যকার সম্পর্ক কি ?

উঃ Rule: One of a set of explicit or understood regulations or principles governing conduct or procedure within a particular area of activity.
Regulation: A rule, principle, or condition that governs procedure or behavior

২। UNCLOS এবং Exclusive economic zone কি ?

উঃ UNCLOS = The United Nations Convention on the Law of the Sea
Exclusive economic zone = মহিসোপান থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত কোন সমুদ্র সীমাকে বলা হয় Exclusive economic zone ।

৩। CEDAW কি ? এটি কি নিয়ে কাজ করে ?

উঃ CEDAW = Committee on the Elimination of Discrimination against Women
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ, এর প্রচার ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই এই প্রতিষ্ঠান এর কাজ।

৪। মুক্তিযুদ্ধে মাদার তেরেসার ভুমিকা কি ?

উঃ মাদার তেরেসার সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই।এই মহীয়সী নারী ১৯৭১ সালে ভারতে অবস্থিত শরণার্থী শিবিরে অবস্থিত মানুষের দুঃখ লাঘবে আপ্রাণ চেষ্টা করেন এবং পুরো বিশ্বের কাছে এদের সাহায্যের জন্য আবেদন করেন (উৎস–বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশীদের ভূমিকা- সোহরাব হাসান সম্পাদিত – পৃষ্ঠা-১২২)

৫। Accountability & Transparency কি ?

উঃ Transparency and Accountability are two of the central pillars of good governance.
Accountability: হচ্ছে অর্থ হচ্ছে জবাবদিহিতা ,কোন প্রতিষ্ঠান স্বচ্ছ অ দুর্নীতি মুক্ত রাখার জন্য Accountability এর কোন বিক্লপ নেই ।
Transparency: অর্থ হচ্ছে স্বচ্ছতা যার অভাবে যে কোন প্রতিষ্ঠানে দুর্নীতি বেড়ে যায় এবং সেই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয় ।

৬। সিভিল সার্ভিস কাকে বলে ?

উঃ Civil Service is a part of the execution of the government where the officers are chosen by competitive examination and which is not a military service.

৭। How do you introduce your country in an international seminar?

উঃ দেশকে পরিচয় করানোর জন্য মূলত যেসব বিষয় তুলে ধরতে হবে
i) Geographical Location, ii) History ,iii) Liberation War , iv) Democratic Country ,v) Secular Country ,vi) Natural Beauty ,vii) Garments Sector , viii) UN Mission ,ix) Cricket ,x) DR. Md. Younus ….

৮।মেজিস্ট্রেট সাধারনত কয় প্রকার ও কি কি ?

উঃ মেজিস্ট্রেট সাধারনত ২ প্রকার
১) Executive magistrate(Admin) ২) Judicial Magistrate (1st, 2nd, 3rd Class)

৯। Executive magistrate(Admin) এর execution power কতদিন থাকে ?

উঃ Executive magistrate(Admin) এর execution power যতদিন তারা ফিল্ড এডমিনিস্ট্রেশনে থাকেন ততদিন থাকে ।

১০। ইভ টিজিং এর শাস্তি পেনেল কোড কত অনুযায়ী এবং এর সর্বোচ্চ শাস্তি কি ?

উঃ . নারী ও শিশু আইনে এক ইভ টিজিংকে অপরাধ হিসেবে গণ্য করে কোনো শাস্তির বিধান রাখা হয়নি। তবে দণ্ডবিধির ২৯৪ ও ৫০৯ ধারা এবং পুলিশ অধ্যাদেশের ৭৬ ধারা অনুসারে ইভ টিজিংকে আইনি অপরাধের আওতায় আনা যায়।
এর সর্বোচ্চ শাস্তি ১ বছর ও ১০০০ টাকা সহ সশ্রম কারাদণ্ড ।

১২। মুদ্রাস্ফিতি কি কেন হয় ? এর ফলে কারা বেশি ক্ষতিগ্রস্থ হয় Exporter or importer কিভাবে?

উঃ যখন উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে যায় তখন মুদ্রার দাম বাড়তে থাকে ফলে বাজারে মুদ্রাস্ফীতি হয় । সহজ কথায় কোন দ্রব্যের বিপরীতে অর্থের মান কমে যাওয়া।
এর ফলে কারা importer রা বেশি ক্ষতি গ্রস্থ হয় ,কারন ডলারের মূল্য বেড়ে যায় ।

১৩। রাষ্ট্রীয় প্রতিক কি এটি কোথায় কোথায় ব্যবহৃত হয় ?

উঃ রাষ্ট্রীয় প্রতিক প্রতীকের কেন্দ্র রয়েছ পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। ধানের শীষের এবং শাপলার উপরে দৃপাশে দুটি দুটি করে চারটি তারকা চিহ্ন রয়েছে। শাপলা ফুলের ঠিক উপরে রয়েছে পাটের তিনটি পাতা।
i)মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী যেসব অনুষ্ঠানে প্রধান অতিথি
ii)জাতীয় সংসদ
iii)President and Prime Minister এর গাড়ীর পেছনে
iv) President and Prime Minister অফিসে
v) Chief Justice এর অফিসে

১৪। পাবলিক বাজেট এবং প্রাইভেট বাজেট এর মধ্যে পার্থক্য কি কি ?

উঃ পাবলিক বাজেট দেশের জন্য আর প্রাইভেট বাজেট পরিবারের জন্য ।

১৫। দারিদ্রের দুষ্ট চক্রটি বলুন ?

উঃ একজন দরিদ্র মানুষের জীবন চক্রের মতো দরিদ্র দেশও দরিদ্রাবস্থা থেকে শুরু করে পুনরায় দরিদ্রাবস্থায় ফিরে আসে। এরূপ ধারণার ভিত্তিতে অর্থনীতিবিদ র্যারগনার নার্কস দারিদ্রের দুষ্ট চক্র তত্ত্ব প্রদান করেন। Production<>Income<>Saving<>Investment.

১৬। দুর্নীতি কোন কোন কারনে হয় বলে আপনি মনে করেন ?

উঃ Morality, Accountability,Nepotism, Politicization, Proper Education, Population, Insufficent Salary, Lack of Good Gogernance,Fraction, Rule of Law, Greed etc.

১৭ । PAC এবং PAO কি ?

উঃ PAC= Principal Account Committee ( স্থায়ী কমিটি সরকারের আয় ব্যয় হিসাব নিকাশ ,জবাব দিহিতার জন্য এই কমিটি )
PAO= Principal Account Officer ( Secretary )

১৮। Patron & Client relation কি ?

উঃ Patron & Client relation, এখানে Patron সরকার এবং Client হচ্ছে তারাই যারা বিভিন্ন সুযোগ সুবিধা লাভের জন্য Political Leader দেরকে নির্বাচিত করেন , যে কারনে দুর্নীতি অনেক অংশে বেড়ে ।

১৯। বিচারের রায়ে RI & SI অর্থ কি ? বিনা

উঃ RI = Rigorous Imprisonment (সশ্রম কারাদণ্ড)
SI= Simple Imprisonment ( বিনাশ্রম কারাদণ্ড)

২0। আইনের ক্ষেত্রে নিচের বর্ণ গুলোর পূর্ণরুপ বলুন ,
CrPC, CPC, PRB, NSI, DGFI, NDC, RDC, CS, SA, RS, BRS, FIR .

উঃ CrPC= Code of Criminal Procedure
CPC= Code of Civil Procedure
PRB= Police Regulation of Bangladesh
NSI=National Security Intelligence
DGFI= Directorate General of Force Intelligence
NDC= Nezarat Deputy Collector
RDC= Revenue Deputy Collector
CS=Cad-astral Survey
SA= State Acquisition
RS= Revisional Survey
BRS=Bangladesh Revisional Survey
FIR= First Information Report

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং