আন্তর্জাতিক বাণিজ্য { অন্যান্য তথ্য}

বৈদেশিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে মধ্যস্থকারী ব্যবসায়কে বলা হয়- Indent Business

একটি নির্দিষ্টি সময়ের মধ্যে জাহাজ হতে পণ্য খালাস না করলে প্রদান করতে হয়- Damarrage(খেসারত)

Ship Delivery Order and Gate Pass প্রয়োজন হয়- পণ্য খালাসের জন্য
পুনঃরপ্তানির বন্দরকে বলা হয়- Entrepot

পণ্য রপ্তানির সময়সীমাকে বলা হয়- Cut off time

পণ্য সরবরাহের সময়কে বলা হয়- Lead time

আমদানিকৃত পণ্য বন্দর হতে খালাসে নিয়োজিত প্রতিনিধিকে বলা হয়- Clearing Agent

রপ্তানি কাজে নিয়োজিত প্রতিনিধিকে বলা হয়- Forwarding Agent

দেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত তথা ব্যবহারকৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলা হয়- আবগারি শুল্ক

আমদানি বা রপ্তানিকৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলা হয়- Customs Duty

রপ্তানিকারক রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর প্রদান করে তাকে বলে- Export Duty

বাংলাদেশে আমদানি ও রপ্তানি কাজে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান- রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB (Export Promotion Bureau), TCB (Trading Corporation of Bangladesh)

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের মাধ্যমে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
বাণিজ্য নীতি ২ ভাগে বিভক্ত। যথা : আমদানি নীতি ও রপ্তানি নীতি।

Users Forum হলো- বন্দর ব্যবহারীদের সমন্বিত সংস্থা

জাহাজ ভাড়া নির্ধারণকারী প্রতিষ্ঠান হলো- Freight For Warding Association

শুল্ক বন্দরে মালামাল উঠানো ও নামানোর জন্য অনুমোদিত স্থানকে বলা হয়- জেটি

কন্টেইনার জাহাজে উঠানো এবং নামানোকে বলা হয়- Handling

এক বন্দর হতে অন্য বন্দরে জাহাজযোগে পরিবাহিত পণ্যকে বলা হয়- উপকূলীয় পণ্য (Coastal Goods)

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং