বাংলা সাহিত্যের প্রথম
• প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক - শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী
• প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা- বিবি তাহেরন নেছা
• বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক-লায়লা সামাদ
• ঢাকার প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠাতা- বাংলা প্রেস (আজিমপুর)সুন্দর মিত্র
• প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়- কাশিম বাজার
• বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক- ভাই গিরিশচন্দ্র সেন।
• বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত
• বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার- মীর মোশাররফ হোসেন
• আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে ? উঃ রোসাং বা রোসাঙ্গ নামে
• কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন ? উঃ ফতেহাবাদের জালালপুরে
• সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত? উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’
•“পদ্মাবতী ’’ কে রচনা করেন ? উঃ মহাকবি আলাওল
•“পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা? উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান
•কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন? উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী
•‘টুনিনেম’ এর রচয়িতা কে?উঃসৈয়দ মুজতবা আলী।
•সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গ্রন্থ ‘চাচা কাহিনী’ কত সালে প্রকাশিত হয়?উঃ ১৯৫৫ সালে।
•সৈয়দ মুজতবা আলী কোথা থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন?উঃ জার্মানীর বন বিশ্ববিদ্যালয় থেকে।
• প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা- বিবি তাহেরন নেছা
• বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক-লায়লা সামাদ
• ঢাকার প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠাতা- বাংলা প্রেস (আজিমপুর)সুন্দর মিত্র
• প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়- কাশিম বাজার
• বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক- ভাই গিরিশচন্দ্র সেন।
• বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত
• বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার- মীর মোশাররফ হোসেন
• আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে ? উঃ রোসাং বা রোসাঙ্গ নামে
• কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন ? উঃ ফতেহাবাদের জালালপুরে
• সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত? উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’
•“পদ্মাবতী ’’ কে রচনা করেন ? উঃ মহাকবি আলাওল
•“পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা? উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান
•কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন? উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী
•‘টুনিনেম’ এর রচয়িতা কে?উঃসৈয়দ মুজতবা আলী।
•সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গ্রন্থ ‘চাচা কাহিনী’ কত সালে প্রকাশিত হয়?উঃ ১৯৫৫ সালে।
•সৈয়দ মুজতবা আলী কোথা থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন?উঃ জার্মানীর বন বিশ্ববিদ্যালয় থেকে।
Comments
Post a Comment