কতগুলো উল্লোখয়োগ্য চুক্তি

****সিটিবিটি ( Comprehensive Nuclear Test Ban Treaty)
*উদ্দেশ্য: নতুন করে আর কেউ পারমাণবিক অস্ত্র তৈরী করতে পারবেনা।
*সাক্ষরিত: 24 সেপ্টেম্বর 1996
*বাংলাদেশ: 129 তম সাক্ষরকারী এবং 28 তম অনুমোদনকারী
*চুক্তির বিপক্ষে ভোট দেয়: ভারত, লিবিয়া, ভুটান
*ভারত, পাকিস্তান, ইরাক , ইরান, ইসরাইল, উত্তর ও কোরিয়া এ চুক্তিতে সা্ক্ষর করে নাই।
*সর্বশেষ সদস্য : ইতালি

***ভার্সাই চুক্তি
*স্হান: ভার্সাই, ফ্রান্স । দুই বার সাক্ষরিত হয়েছে।
*প্রথম: 1780 সালে যুক্তরাষ্ট ও যুক্তরাজ্য এর মধ্যে
*দ্বিতীয়: 1919 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানী

*** ম্যাগনাকার্টা
ম্*যাগনাকার্টা শব্দটি ল্যাটিন শব্দ যার অর্থ মহাসনদ বা Great Charteer
*বৃটিশ শাসনতন্ত্রের বাইবেল হিসাবে পরিচিত।
*1215 সালের 15 জুন এ চু্ক্তি সাক্ষরিত হয়।
ব্*রিটিশ রাজা জন এ চুক্তি সাক্ষর করেন।

*** মানবাধিকার চুক্তি
1689 সালে বৃটেনে English Bill of Right সাক্ষরিত হয়।
সার্বজনীন মানবাধিকার 1948 সালে জাতিসংঘে গৃহীত হয়।
1948 সালে জাতিসংঘের মানবাধিকার কমিটি গঠিত হয়।
1966 সালে মানবাধিকার বাস্তবায়নে আন্তজার্তিক চুক্তি সাক্ষরিত হয়

*** জেনেভা কনভেনশন
**1949 সালে সুইজারল্যান্ডের জেনেভায় এ চুক্তি সাক্ষরিত হয়।
*যুদ্ধবন্দীদের আচরণবিধি সম্পর্কিত চুক্তি
*চারটি রেডক্রস কনভেনসন নামে পরিচিত
*চারটি বিধি হল : 1. যুদ্ধবন্দি সম্পর্কিত সিদ্ধান্ত 2. যুদ্ধাপরাথীর বিচার 3. যুদ্ধে আহত ব্যাক্তিদের সাহায্য 4. ক্ষতিগ্রস্হ দেশগুলোকে ক্ষতিপূরণ

*** কিয়োটা প্রটোকল
*উদ্দেশ্য: বিশ্বের উঞ্চতা রোধের জন্য পরিবেশ বিষয়ক চুক্তি
*সাক্ষরিত: 11 ডিসেম্বর 1997, বাস্তবায়িত 15 ফেব্রুয়ারী 2005।
*স্হান: জাপানের কিয়োটা
*187 দেশ এ চুক্তিতে সাক্ষর করে।
*আমেরিকা নিজেদের এ চুক্তি হতে প্রত্যাহার করে।…….চলবে।।।।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং