কিভাবে এস ই ও উপযোগী ব্লগ পোষ্ট লিখতে হয় ?

Ads by Techtunes - tAds
AjkerDeal.com | Surprise. Everyday
আমি একজন ব্লগার, সেই ২০১০ সাল থেকে ব্লগিং করে আসছি, টাকা উপার্জন করা কতটা কঠিন সেটা যে করে সেই জানে । ব্লগিং মানে সবাই জানে পোষ্ট লেখা, ব্লগে পাবলিশ করা, এস ই ও করা আর অ্যাডসেন্স থেকে আয় করা, কত সহজ ! কিন্তু একবার একটা পোষ্ট লিখতে কতটা কষ্ট করতে হয় সেটা যে লেখে সেই জানে । আজ শেয়ার করবো এস ই ও উপযোগী কনটেন্ট লেখা ।
কয়েক দিন আগে র্যাএন্ডি ফিস্কিনের একটা লেখা পড়ে জানতে পারলাম এস ই ও উপযোগী করে কনটেন্ট লিখতে পারলে ৮০% এস ই ও করা হয়ে যায় । তার মানে কী ওয়ার্ড একটু বেশী বেশী করে রাখতে হয় ।
শুরু করলাম স্ট্যাডি, প্রশ্ন বেরিয়ে আসলো মাথার খিলু থেকে...কোথাও বলা নেই কত পারছেন্ট কী ওয়ার্ড রাখতে হবে । তাহলে আমি কি ইচ্ছামতো কী ওয়ার্ড ব্যবহার করবো? না একটু গুগল ঘেঁটে নিলাম, আমার চোখ কপালে উঠে গেল, আমি কী ওয়ার্ড ব্যবহার করি ২%, আর কেউ কেউ বলল ২০%, ১০%, ৫% করে ব্যবহার করতে । যাহোক অনেক পড়ে শেষে নিজে বের করলাম সারমর্ম, চলুন লিখি ব্লগের জন্য এস ই ও উপযোগী আর্টিকেল বা কনটেন্ট ...
১. আমরা কী ওয়ার্ড ব্যবহার করবো ৩-৪% মানে ১০০ শব্দের মধ্য ৩ থেকে ৪ টা ।
২. কী ওয়ার্ড গুলো বোল্ড এবং ইতালিক করে দেব তবে সব গুলো নয়, এক থেকে ২ টি ।
৩. প্রথম ১৬০ শব্দের মধ্য কী ওয়ার্ড রাখবো ৩টি এবং প্রথম কী ওয়ার্ড অ্যাংকর টেক্সট করে দেবো ব্লগের অন্য পোষ্টের সাথে । এবং ৩য় কী ওয়ার্ড বোল্ড ও ইতালিক করে দেবো ।
৪. আর্টিকেলের বডিতে কী ওয়ার্ড গুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যবহার করবো । যেমন ধরুন, আমার নতুন ব্লগের কী ওয়ার্ড “make money” আমি এই কী ওয়ার্ড কে “make money online”,”online money”,”money online”,”earn money” ইত্যাদি রিলেটেড কী ওয়ার্ড এ ভেঙ্গে ভেঙ্গে ব্যবহার করবো ।
৫. যদি পোষ্টে ছবি ব্যবহার করি তবে তা অপ্তিমাইজ করে নেব ।
আমার নতুন ব্লগে আমন্ত্রন

Comments

Popular posts from this blog

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

WiFi Password হ্যাক করেন সহজে । ( Free Software + ScreenShot )

মনীষীদের বাণী- উক্তি