যারা মোবাইল ফোন ব্যবহার করেন (একাধিক সিম)

Ads by Techtunes - tAds
AjkerDeal.com | Surprise. Everyday
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমাদের অধিকাংশের একাধিক সিম কার্ড। অনেকেই সিম খুলে রাখেন দীর্ঘদিনের জন্যে। বেশ কিছু দিন পর চালু করতে গিয়ে দেখা যায়, নাম্বার টা মনে নেই। তাই টাকা লোড দেওয়া সম্ভব হয়না। আবার সিমে আগের টাকাও নেই, বা থাকলেও মেয়াদনেই যে অন্য নাম্বারে কল দিয়ে নাম্বার জেনে নেওয়া যাবে। তো কি করা যায়? চিন্তা নেই, বুদ্ধি এখানেই।

১। গ্রামীণ -*২#

২। রবি - *১৪০*২*৪#

৩। এয়ারটেল - *১২১*৬*৩#

৪। বাংলালিংক - *৫১১#

৫। টেলিটক – মেসেজ অপশনে গিয়ে AR লিখে পাঠাতে হবে 222 নম্বরে।

এবার আপনি অপারেটর অনুযায়ী বর্তমান কল রেট প্যাকেজ কোনটি তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

১। গ্রামীণ – মেসেজ অপশনে গিয়ে xp লিখে পাঠাতে হবে 4444
২। বাংলালিংক - *১২৫#
৩। রবি - *১৪০*১৪#
৪। এয়ারটেল - *১২১*১*১*১#
৫। টেলিটক – মেসেজ অপশনে গিয়ে AR লিখে পাঠাতে হবে 222 ঝামেলা শেষ। তাই কোড গুলো টুকে রাখুন, বিপদে বন্ধু হবে। আরেকটা কথা, কোন মেসেজ চার্জ বা টাকা কাটবে না, সম্পূর্ন ফ্রি !!
বিঃদ্রঃ অনেকের হয়ত টিপসগুলো জানা আছে, বিশেষ করে যাদের জানা নেই তাদের জন্য আজকের পোষ্ট।
প্রথম প্রকাশ আমার ওয়েব সাইটে
আজকের মতো এই পর্যন্ত।

Comments

Popular posts from this blog

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

WiFi Password হ্যাক করেন সহজে । ( Free Software + ScreenShot )

মনীষীদের বাণী- উক্তি