কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করবেন?

Ads by Techtunes - tAds
AjkerDeal.com | Surprise. Everyday
কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করবেন?
দয়াকরে সকলে ক্ষমা করে দিবেন যদি এই পোষ্টটি পূর্বে প্রকাশিত হয়ে থাকে।
আজ আমরা দেখব কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা যায়। হ্যাঁ আসলে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা সম্ভব। প্রথমে জেনে নেয়া যাক পাওয়ার সাপ্লাই আসলে কত রকমের ভোল্ট সাপ্লাই করে।
  • 3.3 ভোল্ট
  • 5 ভোল্ট
  • 12 ভোল্ট
কালার কোড অনুসারে বলতে গেলে এরকঃ-
  • কমলা = 3.3 ভোল্ট
  • লাল = 5 ভোল্ট
  • হলুদ = 12 ভোল্ট
পিন নাম্বার পজেশন অনুসারে মোট সংখ্যা 24 টি
  • 1 হইতে 12
  • 13 হইতে 24 পিন থাকে
যাহোক এই 24 পিনের পাওয়ার সাপ্লাই এর মধ্যে পিন 15 এবং পিন 16 অত্যন্ত কাজের শুধু আজকের টিপসের জন্য ।



বর্ণনাঃ-
  • সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে পাওয়ার সাপ্লাই টিকে সিপিইউ থেকে খুলে ফেলুন
  • একেবারে বাইরে নিয়ে পিন 15 এবং পিন 16 একসাথে সংযোগ করুন
  • অবশ্যই সাবধানতার সাথে চিত্র লক্ষ্য করে কাজটি করুন ।
  • আপনার পাওয়ার সাপ্লাইটির নিজস্ব কুলিং ফ্যান টি কাজ করছে।
  • তাহলে এটি ভাল আছে।
যদি ভাল লেগে থাকে তাহলে ধন্যবাদ। আর না লাগলে আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
দয়াকরে সকলে ক্ষমা করে দিবেন যদি এই পোষ্টটি পূর্বে প্রকাশিত হয়ে থাকে।

Comments

Popular posts from this blog

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

WiFi Password হ্যাক করেন সহজে । ( Free Software + ScreenShot )

মনীষীদের বাণী- উক্তি