Web Design শুরু করতে চান? আপনার জন্য কিছু দরকারি সাইট ও টিপস।

The Largest Eshop in Bangladesh - BD Online Store or Shop
ফ্রি Domain সেবা সমুহঃ
১. Dot.tk
এটি একটি জনপ্রিয় ফ্রি domain দেয়ার সাইট, এখান থেকে আপনি আপনার নিজের নামের একটা .tk এর domain পেতে পারেন।
http://dot.tk তে গিয়ে আপনি domain রেজিস্ট্রাসন করতে পারেন সম্পুরনো বিনা খরচে।
এরকম আরো কএক টি Free Domain দেয়ার সাইট রয়েছে যেমনঃ
- http://dot.ml
- http://dot.cf
- http://cu.cc
- http://cz.cc
- http://uk.to
এখন আসা যাক হোস্টিং এর বিষয়ে।
কিছু Trusted হোস্টিং সাইট উল্লেখ করলামঃ
- http://000webhost.com
- http://freehosting.com
- http://nazuka.net
- http://byethost.com
এই হোস্টিং সাইটগুলোতে আপনি অনেক গুলো ফ্রি Template পাবেন যে গুলো দিয়ে আপনি Website বানাতে পারেন।
কিন্তু HTML, CSS এগুলো শিখবেন কোথা থেকে? এরো একটা উপায় আছে। কিছু Online সাইট আছে যেখান থেকে আপনি HTML, CSS ইত্তাদি ফ্রি তে শিখতে পারেন। আমার জানা মতে w3schools.com ও tgzag.com সাইট দুটি খুবি ভাল। আপনি ইচ্ছা করলে w3schools এর offline ভারশন ডাউনলোড করে শিখতে পারেন।
আপনি domain, hosting, coding এর কোন জ্ঞান ছাড়াই Website বানাতে পারেন। এর কিছু সাইট হলঃ
- http://webs.com
- http://wix.com
মোবাইলে এর জন্নঃ
- http://wapka.mobi
- http://xtgem.com
উক্ত সাইটগুলোতে কোনো coding বাদেই অনেকটা MS Word এ লেখার মত সহজ ভাবে আপনি Website বানাতে পারবেন।
ব্লগ খুলতে চাইলেঃ
আপনি Google এর BlogSpot ব্যবহার করতে পারেন
http://blogspot.com
অথবা
http://wordpress.com
এছাড়াও byethost ও অন্নান্ন কিছু হোস্টিং অটো WordPress Script Install এর পদ্ধতি থাকে।
মোটামুটি ভাবে আপনি একটা কম্পিউটার অথবা মোবাইল দিয়ে ইচ্ছা করলেই Web design করতে পারেন।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং