সোশ্যাল মিডিয়া মার্কেটিং: Fiverr.Com এর মত বিভিন্ন মার্কেট প্লেস থেকে আয় করুন এবং পয়েন্ট বিক্রি করে আয় করুন অ্যাডমিফাস্ট থেকে খুব সহজেই ( ভিডিও টিউটোরিয়াল এবং অটোমেটিক স্ক্রিপ্ট ফ্রি ‼ )

Akhoni.com - Place for The Best Deals
আস্‌সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্‌হামদুলিল্লাহ্‌ ভাল আছি। অনেকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে আয় করছেন আবার অনেকেই আছেন যারা এই কাজ করে আয় করতে চান। কিন্তু কিভাবে করবেন জানেন না। এই টিউনটি শুধু সেই নতুনদের জন্যই।
প্রথমেই জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এস.এম.এম কি এবং কোন কাজ গুলো এর আওতায়।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং:

ফেইসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস ইন্সটাগ্রাম প্রভৃতি সামাজিক সাইট এ মার্কেটিং করা এবং এই মার্কেটিং  জনপ্রিয় করতে প্রচারনা করাকেই বা প্রচারনা চালাতে যেই সকল কাজ করা হয় তাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। যেমন কোনো ফ্যান পেইজ এর ফ্যান বৃদ্ধি করা, লিঙ্ক শেয়ার করা, ফলোয়ার বৃদ্ধি করা, পোস্ট লাইক, ইউটিউব ভিডিও লাইক, ইউটিউব সাবস্ক্রাইবার বৃদ্ধি করা সহ অনেক ধরনের কাজ আছে।

যেসব সাইট থেকে কাজ পেতে পারেনঃ

১) ফাইভআরআর ডট কম
২) এসইওমার্ট্‌স ডট কম
৩) এসইওক্লার্ক্‌স ডট কম
৪) 5ডলারগিগ ডট কম
৫) গিগবাক্‌স ডট কম
৬) ফোরইআরআর ডট কম
৭) মাইচিপজব্‌স ডট কম
৮) আয়নিকওয়্যার ডট কম

এই কাজ গুলো যেভাবে করতে পারেনঃ

১) নিজে এইসব সাইটে আইডি তৈরি করে কাজ গুলো করতে পারেন ( যদিও ফেবু আইডি এবং জিমেইল আইডি বানাতে মোবাইল ভেরিফাইড করা লাগে)
২) এইসব সেবা প্রদান করে এরকম বিভিন্ন ওয়েবসাইট বা সার্ভার এ একটি নির্দিষ্ট পরিমান অর্থ প্রদান করার মাধ্যমে এই সেবা গুলো পেতে পারেন।
৩) ইউলাইকহিটস ডট কম
৪) লিঙ্ককোলিডার ডট কম
৫) লাইক4লাইক ডট কম
৬) লাইক্‌সঅ্যাসাপ ডট কম এবং
৭) অ্যাডমিফাস্ট ডট কম
সব কাজ ম্যানুয়ালি করা যায় না তাই তখন এইসব সাইট এর সরণাপন্য হতে হয়। আমি আপনাদের অ্যাডমিফাস্ট সম্পর্কে বলব। অ্যাডমিফাস্ট এর কাজ হল ফ্রী পয়েন্ট আর্ন করে সেই পয়েন্ট দিয়ে ক্লায়েন্ট এর পেইজ এ লাইক/ফলোয়ার দেয়া। অর্থাৎ আপনি একদিক দিয়ে পয়েন্ট আর্ন করবেন অন্যদের পেজ এ লাইক/ ফলোয়ার দিয়ে এবং অন্যদিকে সেই পয়েন্ট খরচ করবেন আপনার নিজের অথবা আপনার ক্লায়েন্ট এর পেইজে লাইক/ফলোয়ার দিয়ে।
ফাইভআরআর ডট কম সহ উপরের আটটি মার্কেট প্লেস সম্পর্কে একটু বলে রাখি। ঐসব সাইটে কাজ খোঁজার ঝামেলা নাই। ওখানে বায়ার আপনাকে খুঁজে বের করবে। আপনি শুধু কি কি সেবা দিতে চান সেই বিষয়ের উপর কিছু গিগ তৈরি করবেন। সুন্দর ছবি এবং বর্ণনা দিবেন। ব্যাস আর কিছু লাগবে না।
মজার ব্যাপার হল এইসব সাইটে ৫ ডলার এর নিচে কোনো কাজ নাই। এবং ছোট একটি সেবা দেয়ার মাধ্যমে আপনি ৫ ডলার আয় করতে পারেন।
***আর আপনার গিগ এর লিঙ্ক কেউ কে দিবেন না। দিলে আপনার গিগ কপি পেস্ট করে আপনার ক্ষতি করতে পারে।
ধরে নিলাম আপনি ইউটিউব ভিডিও লাইক এর কাজ পেয়েছেন উপরের কোনো একটি সাইট থেকে। ক্লায়েন্ট এর একটি ইউটিউব ভিডিও তে ৩৫০ লাইকে দিতে হবে। তার পর যা যা করণীয়---

অ্যাডমিফাস্ট এ কাজ করার ধাপ সমূহঃ

১) সাইট এ রেজিস্ট্রেশন করুন যে কোনো একটি ইমেইল আইডি দিয়ে। চিত্রঃ ১ ।
উল্লেখ্যঃ আপনার যদি কোনো মোবাইল কম্পানির অথবা ব্রডব্যান্ড ইনটারনেট সংযোগ হয়ে থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না বললেই চলে। কারণ এই সাইটটি আইপি ট্র্যাক করে এবং সংরক্ষণ করে রাখে। তাই কিউবি অথবা বাংলালায়ন ব্যবহার করে এমন কারো সাহায্য নিয়ে একটা আইডি খুলুন। কারণ এই দুইটা কম্পানির হাজার হাজার আইপি অ্যাড্রেস আমরা ব্যবহার করি এবং প্রতিবার ইনটারনেট পুনরায় সংযোগ করলেই এই আইপি অ্যাড্রেস পরিবর্তন হয়।
যিনি আপনাকে আইডি খুলে দিবে তাকে ইমেইল কনফার্মেশন লিংকটি দিন যাতে তিনি আপনাকে অ্যাকাউন্টটি তৈরি করে দিতে পারে।
২) ধরে নিলাম অ্যাকাউন্ট খোলা শেষ। এখন তাকে বলুন লগ আওউট করতে। কারণ একসাথে দুইজন লগিন করলে আইডি ব্যান হতে পারে। এখন আপনি লগইন করুন।
৩) একটি ফেইক ফেইসবুক আইডি অথবা টুইটার আইডি তে লগিন করুন। আপনি চাইলে দুইটাতেই একসাথে লগিন করে কাজ করতে পারেন।
৪) এখন ফেবু অথবা টুইটার এ লগইন হয়ে গেলে ট্যাব দুইটা কেটে দিন।
৫) এখন আপনার ক্লায়েন্ট এর পেইজ টি অ্যাড করুন অথবা পয়েন্ট আর্ন করার পরেও অ্যাড করতে পারেন। ধরে নিলাম আমরা পয়েন্ট আর্ন করার আগেই অ্যাড করেছি ।
৬) আমি এখানে ফেইসবুক পেইজ লাইক নির্বাচন করেছি। আপনি আপনার ইচ্ছা মত যেকোন একটি নির্বাচন করুন। সবগুলোই একই রকম।
৭) এখন লাইক এর উপর ক্লিক করুন। নতুন ট্যাব অথবা উইন্ডো আসবে ।

৮) নতুন ট্যাবটি সম্পূর্ণ লোড হয়ে গেলে লাইক এর উপর ক্লিক করুন।
৯) লাইক দেয়ার ৫/৬ সেকেন্ড পর ট্যাবটি কেটে দিন।
১০) শেষ। এখন দেখুন পয়েন্ট যোগ হয়েছে।
**খুব সহজেই পয়েন্ট আর্ন করতে চান ঘুমিয়ে ঘুমিয়ে???
সেই উপায়ও আছে ‼
**নিচের ভিডিও টি দেখুন। তাহলেই বুঝতে পারবেন। তবে তার আগে এখান থেকে আইম্যাক্রোস অ্যাডঅন্‌স আপনার মজিলা ফায়ারফক্স এ ইন্সটল করে নিন
** সরাসরি ইউটিউবে দেখুন এখানে ক্লিক করে

**ফ্রি পরামর্শঃ

অ্যাডমিফাস্ট এ কাজ করার আগে আপনার ব্রাউজার এর ইমেইজ লোড অফ করে দিন। তাহলে তারতারি ঝামেলা ছাড়াই কাজটি করতে পারবেন। কিভাবে এটি করবেন সেটি ভিডিওটিতে দেখানো হয়েছে।
** ১০ হাজার এর কম পয়েন্ট করবেন। ১০ হাজার বা এর বেশি করে কখন জমা রাখবেন না। তাহলে আইডি ব্যান হতে পারে ‼
**ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে বিনা কষ্টে পয়েন্ট আর্ন করতে পারবেন স্ক্রিপ্ট এর সাহায্যে।
**অটোম্যাটিক লাইক/ফলোয়ার দিতে এই এবং  লাইক/ফলোয়ার দেয়া পেইজ এবং প্রোফাইলকে আবার আনলাইক/ আনফলো করতে এই স্ক্রিপ্টটি ডাউনলোড করুন। শুধুমাত্র আনজিপ করে আইমাক্রোস ফোল্ডার এর মধ্যে ছেড়ে দিন।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনি এই সব সাইট এ কাজ না করলেও আয় করতে পারবেন শুধু আপনার আয় করা অ্যাডমিফাস্ট এর পয়েন্ট বিক্রি করে। অনেকেই আছেন যারা এই পয়েন্ট কিনে থাকেন। আপনি ফেইসবুক এ বিভিন্ন গ্রুপে এই পয়েন্ট বিক্রির বিষয়ে বিজ্ঞাপন দিতে পারেন। দেখবেন আপনি আপনার মক্কেল পেয়ে গেছেন।

টিটি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধঃ দয়া করে আমার এই টিউনটি মুছে দিবেন না। এটি অনেকের উপকারে আসবে।

আপনার মূল্যবান মন্তব্যটি করে আমাকে ভাল টিউন করতে সাহায্য করুন।
সবাইকে ধন্যবাদ আমার টিউনটি যত্ন সহকারে পড়ার জন্য।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং