যেভাবে ডেটাবেজ থেকে পরিবর্তন করবেন ওয়ার্ডপ্রেস ব্লগের ইউজার পাসওয়ার্ড

ধরুন কখনো আপনার wp ব্লগটি হ্যাক হল বা তার পাসওয়ার্ড ভুলে গেলেন কিন্তু তার পাসওয়ার্ড রিসেটও করা যাচ্ছে না বা রিসেট করা সময় সাপেক্ষ ব্যাপার। তখন একটাই উপায় থাকে তা হল ডেটাবেজ থেকে পাসওয়ার্ড পরিবর্তন।
আর এজন্য আপনাকে প্রথমে আপনার হোস্টিংয়ে গিয়ে ডেটাবেজ এর এডমিনে যেতে হবে। সেখানে গিয়ে ডেটাবেজের টেবিল গুলো থেকে wp-user ওপেন করুন (ছবিতে দেখানো আছে)।

এখানে গিয়ে এডমিন  বা যে আইডির পাসওয়ার্ড পরিবর্তন  তার এডিট অপশনে ক্লিক করুন (ঠিক ছবিতে যেখানে দেখানো আছে)।

এবার যে পেজটি এল তাতে user_pass এর function এর ড্রপডাউন মেন্যু থেকে MD5 সিলেক্ট করুন। আর তার সামনের বক্সটিতে নতুন পাসওয়ার্ড দিন।

এবার দেখুন হয়ে গের পাসওয়ার্ড পরিবর্তন আর এ পদ্ধতিতে আপনি ডেটাবেজ থেকে ইমেইল বা আইডি ও পরিবর্তন করতে পারেন।
ধন্যবাদ সকলকে।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং