এফ.টি.পি ফাইল ছাড়াই এমনকি হোস্টিংয়ে লগইন না করেই ওয়ার্ডপ্রেস-এর ড্যাশ বোর্ড থেকেই ইনস্টল করুন থীম ও প্লাগিংস ছোট্র একটি কোড যোগ করে

সবাইকে সালাম আর শুভেচ্ছা দিয়ে আজ আমি আমার লেখা শুরু করছি।
ওয়ার্ডপ্রেস যারা ইউজ করে, তারা সবাই একটা ব্যাপারে খুবই বিরক্ত আর সেটা হল থীম বা প্লাগিংস ইনস্টল করা। আর বিরক্ত কেন-ই বা হবে না বার বার হোস্টিং প্যানেল ওপেন করে “থীম ফোল্ডারে” থীম আপলোড করা, “প্লাগিংস ফোল্ডরে” প্লাগিংস আপলোড করা ওফ্‌ চরম ঝামেলা।
আজ আমি আপনাদের এমন একটা সহজ উপায় বলব যাতে করে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ডেসবোর্ডে বসেই আপলোড ও ইনিস্টল করতে পারবেন আপনার প্রয়জনীয় থীম বা প্লাগিংস। তো চলুন দেখি কিভাবে কাজটি করা যায়।
প্রথমে-ই আপনি আপনার হোস্টিং পেনেল টি ওপেন করুন।
১. ওপেন করুন অনলাইন ফাইল মেনেজার।

বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
২. এবার আপনি আপনার ওয়েব সাইট-টি ওপেন করুন।

বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
৩. Htdocs এ ক্লিক করুন।

বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন

৪. এবার দেখুন আপনার ইনিস্টল করা ওয়ার্ডপ্রেসের সব ফাইল চলে এসেছে। খুজে বের করুন “wp-config-sample”, বের করা হয়ে গেলে চেক বক্সে ক্লিক করে নাম পরিবর্তন (Rename) করুন। নতুন নাম হবে “wp-config” শুধু “-sample” লেখাটি বাদ যাবে।

বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন

*******ঠিক নিচের ছবির মতন হবে।********
বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
৫. সেভ করুন।

বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
৬. বেক চিহ্ন ক্লিক করে বের হয়ে আসুন।
৭. এবার নাম পরিবর্তন করা “wp-config” ফাইলটি কে সিলেক্ট করে “Edit” বাটনে ক্লিক করুন। দেখুন আপনার ডেটাবেসের সব তথ্য text ফরমেটে চলে এসেছে। এবার স্ক্রল টেনে সবচে নিচে চলে যান আর নিচের কোডটি কপি করে পেস্ট করে দিন।
বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন

/** Override default file system method*/
if(is_admin()) {
add_filter(‘filesystem_method’, create_function(‘$a’, ‘return “direct”;’ ));
define( ‘FS_CHMOD_DIR’, 0751 );
}
/** Override default file system method*/if(is_admin()) {add_filter(‘filesystem_method’, create_function(‘$a’, ‘return “direct”;’ ));define( ‘FS_CHMOD_DIR’, 0751 );}

*******ঠিক নিচের ছবির মতন হবে।********

বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
৮. সেভ করুন।
৭. বের হয়ে আসুন। কাজ শেষ। :)

এবার আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ডেসবোর্ড থেকেই সরাসরি আপলোড করতে পারবেন আপনার প্রয়জনীয় থীম, প্লাগিংস।
আমার আজকের পোস্টের ব্যাপারে যেকোন সমস্যা হলে মেইল করে বা লেখায় কমেন্ট করে যানাতে পারেন। আর কোন মতামত থাকলে তাও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং