নতুন প্রেম শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ ভাবনা



সম্পর্ক ভাঙবে, আবার সম্পর্ক গড়বেও। তবে হ্যাঁ, নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে চাই কিছু প্রস্তুতি। দু'জন মানুষের মাঝে কেবল ভালোবাসা থাকলেই হবে না, একটি নতুন সম্পর্কে জড়ানোর আগে আপনার নিজের করে নিতে হবে কিছু কাজ।

নিজেকে বুঝুন, নিশ্চিত হোন যে আপনি কী চান

আপনি কেমন সম্পর্ক চান, আসলেই এই মানুষটির সাথে আপনি ভবিশ্যতের স্বপ্ন দেখেন কিনা খুব ভালো করে বুঝে নিন।

নিজের শারীরিক-মানসিক চাহিদাটা খুব ভালো করে বুঝে নিন

কেবল মনের চাহিদা মিটলে হয় না, শরীরটাও গুরুত্বপূর্ণ। আবার কেবল শরিরি ভালোবাসা দিয়েই প্রেম নয়। নিজের চাহিদাগুলকে বুঝুন আর মিলিয়ে নিন যে সেই মানুষটি চাহিদা পূর্ণ করতে পারবেন কিনা।

মস্তিষ্ককে বিশ্বাস করুন, যা দেখছেন সেটাকে গুরুত্ব দিন

মন আর মস্তিষ্কে টানা পোড়ন চলছে? মস্তিষ্কের কথাকে ফেলবেন না যেন। মন অনেক কিছুতেই ধোঁকা খায়, কিন্তু মস্তিষ্ক সবসময় সঠিক পথ দেখায়। চোখ খান খোলা রাখুন, যা ঘটছে জীবনে ভালো করে দেখুন। ও নিজের দৃষ্টির ওপরে আস্থা রাখুন।

কেবল যৌনতার জন্য সম্পর্ক কিনা ভেবে দেখুন

কেবল যৌনতার জন্য প্রেম হলে তার কোন ভবিষ্যৎ হয় না। এই কথাটা কখনো ভুলবেন না।

নতুন অভিজ্ঞতাগুলোর সাথে খাপ খাইয়ে নিন

এই মুহূর্তে অনেক কিছুই ঘটছে আপনার জীবনে। নতুন সম্পর্ক, নতুন উচ্ছাস, নতুন অভিজ্ঞতা। এগুলোর সাথে তাড়াহুড়া করবেন না। খুব আস্তে আস্তে খাপ খাইয়ে নিন। সিদ্ধান্ত নেয়া সহজ হবে।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং