ইন্টারভিউয়ে যে ১১টি অযাচিত ভুলে চাকরি হারাতে হয়



চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে কেউই ভুল করতে চায় না। কিন্তু বাস্তবে ইন্টারভিউতে অনেকেরই এমন সব ছোট ভুল হয় যে, চাকরিটা হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে একটি ভুল করে ফেললে তার কারণে সৃষ্ট পরিস্থিতিতে আরও ভুল তৈরি হতে পারে, যা চাকরি হারানোর কারণ। এমন কয়েকটি ভুল নিয়েই এ লেখা।
১. মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসে ইন্টারভিউয়ারদের বিষয়ে ভুল ধারণা কিংবা ভুল সম্বোধন।
২. পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাব। একজন চাকরিপ্রার্থীকে তার দাঁতে লেটুস পাতা নিয়েই ইন্টারভিউ বোর্ডে হাজির হতে দেখা যায়।
৩. অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেক চাকরিপ্রার্থীকে অত্যন্ত নার্ভাস অবস্থায় দেখা যায়।
৪. চাকরিপ্রার্থী অতিরিক্ত আমুদে। তার খোশমেজাজ ও গুনগুন গান ও নাচের কারণে চাকরি দেওয়ার আগেই বিরক্ত নিয়োগদাতা।
৫. ইন্টারভিউ দিতে অযাচিত সঙ্গী বা পোষা প্রাণী সঙ্গে করে নিয়ে যাওয়া।
৬. নিজের সম্পর্কে বর্ণনা করতে বলা হলেও চাকরিপ্রার্থীর নীরবতা।
৭. মানানসই পোশাক না পরা।
৮. পোশাক বিভ্রাট বা সঠিকভাবে পোশাক না পরা। পোশাকের বোতাম ও চেন খোলা থাকা।
৯. সিভিতে মিথ্যা তথ্য পরিবেশন করা।
১০. ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে দেরি করা।
১১. চাকরিপ্রার্থীর আবেদনকৃত পদটির নাম বা বিস্তারিত না জানা।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং