১১৫ বছরের ইতিহাস ভাঙল মেসিদের নতুন জার্সি

লা-লিগা ক্লাব তাঁবুতে চলে এসেছে, বাকি রয়েছে কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ৷ অসাধারণ সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা৷ মেসি-সুয়ারেজ-নেইমারের দল ট্রফির ‘ট্রেবল’-এ দাঁড়িয়ে থাকার সন্ধিক্ষণেই নতুন মরশুমের জার্সি প্রকাশ করল৷



১১৫ বছরের ক্লাবের  ইতিহাসে এই প্রথম লম্বালম্বি স্ট্রাইপের বদলে জার্সিতে থাকছে পাশাপাশি লাল-নীল স্ট্রাইপ৷ ফুটবল জার্সিতে পাশাপাশি স্ট্রাইপ এই প্রথম হলেও বার্সার বাস্কেটবল, রাগবি ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলের জার্সিতে এরকম ডিজাইন দেখা গিয়েছে অতীতে৷ মঙ্গলবার থেকেই অনলাইনে এই জার্সি কিনতে পারবেন বার্সার ভক্তরা৷ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাবের জার্সি পাওয়া যাবে NIKE.COM/FCB তে ও নাইকির অফিসিয়াল স্টোরে৷ অন্যদিকে অ্যাওয়ে ম্যাচের জন্য লাল-হলুদ স্ট্রাইপ জার্সিতেই দেখা যাবে মেসিদের৷
- ওয়েবসাইট

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং