প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহের পথে পাকিস্তান
লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে পাকিস্তান।
শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ দুই উইকেটে ১৭৮ রান।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গোড়ে দেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও আজহার আলী, গড়েন ১৭০ রানের জুটি। ৮৬ রান করে হাফিজ এবং ৭৯ রান করে আউট হন আজহার। দুজনকেই আউট করেন প্রসপার উতসেয়া।
দীর্ঘ বিরতির পর পাকিস্তান একাদশে ফিরেছেন অল রাউন্ডার শোয়েব মালিক ও পেইসার মোহাম্মদ সামি। এদিকে জিম্বাবুয়ে দলে ফিরেছেন ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি। এর আগে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। ২৯ ও ৩১শে মে একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুটি ওডিআই।
https://www.youtube.com/watch?v=whbz442gHQc
শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ দুই উইকেটে ১৭৮ রান।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গোড়ে দেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও আজহার আলী, গড়েন ১৭০ রানের জুটি। ৮৬ রান করে হাফিজ এবং ৭৯ রান করে আউট হন আজহার। দুজনকেই আউট করেন প্রসপার উতসেয়া।
দীর্ঘ বিরতির পর পাকিস্তান একাদশে ফিরেছেন অল রাউন্ডার শোয়েব মালিক ও পেইসার মোহাম্মদ সামি। এদিকে জিম্বাবুয়ে দলে ফিরেছেন ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি। এর আগে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। ২৯ ও ৩১শে মে একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুটি ওডিআই।
https://www.youtube.com/watch?v=whbz442gHQc
Comments
Post a Comment