ববির প্রথম
ক্যারিয়ারের প্রথমবারের মতো অতিথি চরিত্রে বড় পর্দায় অভিনয় করেছেন ঢাকাই ছবির হট নায়িকা ববি।
এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ নামের ছবিতে তিনি একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করছেন। অতিথি চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বললেন, ‘আমার কাছে চরিত্রের গুরুত্ব কটটুকু সেটি মুখ্য।
সেক্ষেত্রে বলবো সুন্দর একটি চরিত্রের জন্যই ছবিটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে। ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পরী মণি। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। এর আগে শাকিব -ববি রাজত্ব ও হিরো দ্য সুপারস্টার ছবি দুটিতে অভিনয় করেন।
https://www.youtube.com/watch?v=whbz442gHQc
এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ নামের ছবিতে তিনি একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করছেন। অতিথি চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বললেন, ‘আমার কাছে চরিত্রের গুরুত্ব কটটুকু সেটি মুখ্য।
সেক্ষেত্রে বলবো সুন্দর একটি চরিত্রের জন্যই ছবিটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে। ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পরী মণি। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। এর আগে শাকিব -ববি রাজত্ব ও হিরো দ্য সুপারস্টার ছবি দুটিতে অভিনয় করেন।
https://www.youtube.com/watch?v=whbz442gHQc

Comments
Post a Comment