যারা এবারই ১ম বারের মত রিটেন দিবেন বলে আশা করছেন তাদের জন্য রেজাল্ট বের হওয়ার আগে প্রাথমিক কিছু কথা

এক ভাইয়ের কিছু প্রশ্নের উত্তর ।

যা সকল নতুনদের কাজে আসতে পারে
1. আমাকে কোন কোন বিষয় লিখিত পরীক্ষা দিতে হবে??
2. কোন বিষয়ে কত নম্বর এর পরীক্ষা দিতে হবে??
Ans 1& 2
বাংলা ১ম ও ২য় =200 , ইংরেজি ১ম ও ২য়=200 ,বাংলাদেশ বিষয়াবলী ১ম ও ২য়=200 , আন্তর্জাতিক বিষয়াবলী =100, গাণিতিক যুক্তি ও মানুসিক দক্ষতা=100 ,দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি =100, নিজের অনার্সে পঠিত বিষয় 1st part & 2nd part=200, total marks=1100

3. প্রিলি এর ফলাফল কবে বের হতে পারে??
ans. জুনের শেষ সপ্তাহে হতে পারে ।
4. লিখিত পরীক্ষা কবে নাগাদ হবার সম্ভাবনা আছে??
উঃ সেপ্টম্বরে শেষের দিকে যদি সব কিছু ঠিক থাকে ।

5. লিখিত পরীক্ষার জন্য কি কি বইপরতে হবে??

উঃ আপাতত দৈনিক পত্রিকা ,বাজেট ও অর্থনৈতিক সমীক্ষা ২0১৩ এবং বিগত বছরের রিটেন প্রশ্ন সংগ্রহ করে পড়তে থাকুন , পরে প্রিলির ফল প্রকাশ হলে বাজার থেকে যে কোন প্রকাশনির একসেট রিটেনের বই কিন নিবেন তবে অবশ্যই নতুন নিবেন ।

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং