৩৪তম বিসিএস এর নতুন রেজাল্ট দেখে অনেকই মনে করবে ...
“আমার তো রোল আসছে, আমি আর আন্দোলন করে কি করব,
যাই বাসায় যেয়ে পরতে বসি”।

তাদেরকে আমি একটা কথা বলতে চাই .............
ভাই/বোন আপনার লক্ষ প্রিলিমিনারি পাশ করা না, আপনার লক্ষ চাকরি পাওয়া।
আজকে আপনি এই আন্দোলন এর মর্ম বুঝবেন না। কয়েক মাস পর ৩৪তম বিসিএস এর ভাইভা দেয়ার পর ফাইনাল রেজাল্ট যখন দেখবেন। তখন বুঝবেন, কারন তখন আপনার রোল টা ওখানে নাও থাকতে পারে কিন্তু আপনার কোটাধারী বন্ধুর রোল টা ওই লিস্ট এ দেখবেন অবশ্যই থাকবে এবং সে চাকরি পাবে। আর আপনি তখন নিজের কপাল কে দোষ দিয়ে, ৩৫তম বিসিএস এর জন্য পড়া শুরু করবেন।

আমাদের একটাই কথা আমরা প্রিলিমিনারি পাশ করার জন্য আন্দোলন করছি না।
আমরা অযৌক্তিক কোটা বাতিল করে আমাদের মেধার ন্যায্য দাবী আদায়ের আন্দোলন করছি ............

Comments

Popular posts from this blog

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

WiFi Password হ্যাক করেন সহজে । ( Free Software + ScreenShot )

মনীষীদের বাণী- উক্তি