আপনার কম্পিউটারের সাউন্ডবক্স কে বানিয়ে ফেলুন মিক্সার এম্পলীফায়ার।কথা বলুন,আবৃত্তী করুন,মিউজক বাজান,এক সাথে তিন টি মাক্রফোন দিয়ে।
ডিজানে করেছি।আপনাদেরকে সহজে বোঝানোর জন্য অনেকেই আবার ফোন করেন বোঝতে অসুবিধা হয়।সব গুলি টিউনস আপাদের জন্যই,
আসাকরি
এই সারকিটটি সহযে বোঝতে পারবেন।সারিটটিতে মাত্র পাচটি রেজিষ্টর দুইটি
ইলেক্ট্রলাইটিক কেপাসিটর আর একটি ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে ।গত কাল
দেখতে পেলাম আমার দেয়া সারকিটটি কে কাট করে নিজের নামে ছালিয়ে দিলেন
আমারই এক ভাই। হেডলাইন দেয়া হয়েছে নিজেই তৈয়র করুন কথা বলার সারকিট অল্প
খরছে।যাই হোক আমার ভাই কে অনুরোদ করব এ ভাবে সারকিট নকল করবেন না ।আসুন
এবার আজকের সারকিটটি দেখে নেই
সারকিটটি ভাল করে লক্ষ করুন একটা আউট পুট,তিনটা ইন পুট ।আউট পুটটি আপনার ব্যবহারের সাউনবক্সের ইনপুটে লাগাবেন ।এবারে সারকিটটি তিনটি ইনপুটে তিনটি
মাক্র ফোন লাগান । মনে করুন আপনি আবৃত্তী করবেন একটি মাক্র ফোনে মিউজিক বাজাবেন অন্য আর একটি মাক্র ফোনে উপস্থাপনা করবেন অন্য আর একটি মাক্র ফোনে
একই সাথে তিনটি মাক্র ফোনের শব্দ D400 ট্রান্জেষ্টরের মাধ্যমে মিক্সার হয়ে সান্ডবক্সে যাবে। ইনপুটে দেয়া ভলিয়ম গুরিয়ে মাক্র ফোনের সাউন্ড একজাষ্ট করবেন।
প্রথম সারকিটটি বুঝতে যাদের অসুবিধা হয় তাদর জন্য এই ডিজাইনটি করেছি D400 ট্রান্জেষ্টরের ইমিটর কালেক্টর বেইজ পা গুলি কি ভাবে কোথায় কনেকশন করবেন এখানে
খুব সহজ করে দেখানো হয়েছে। আজকের মত বিদায় নিলাম=মোঃসেন্টু খান /01713531965
Comments
Post a Comment