স্কাইনিং ইমেজ ফাইল থেকে লেখায় রুপান্তর

Akhoni.com - Place for The Best Deals
আমরা অনেকে সফটওয়ার এর মাধ্যমে বিভিন্ন ইমেজ ফাইল কে ওয়ার্ডে রুপ্তান্তর করি। আপনি ইচ্ছা করলে অফিস সফটওয়ার এর মাধ্যমেও স্কাইনিং ইমেজ ফাইল থেকে লেখায় রুপান্তর করতে পারেন। (উপকরণঃ মাইক্রোসফট অফিস এবং স্কাইনার) এইজন্য প্রথমে মাইক্রোসফট অফিস এর সিডিটি সিডি রুমে প্রবেশ করান অথবা অফিস সফটওয়ারটি কপি করে হার্ডডিস্ক-এ রাখু
ন । তারপর Star/programs/Microsoft Office tool/  Microsoft Document Scanning এ ক্লিক করুন।

এরপর দেখুন নিচের মত একটি উইন্ডো আসছে। ইন্সটাল হতে কিছু সময় নিবে। এখানে থেকে আপনার স্কাইনার এর মডেলটি সিলেক্ট করে ওকে করুন।
 
এখন আরেকটি উইন্ডো আসবে। আপনি কোন টাইপের স্কাইনিং করবেন তা সিলেক্ট করে Scan এ ক্লিক করুন।

আরেকটি উইন্ডো এলে Don't show me this dialog again  টিক দিয়ে ওকে করুন।

এখন দেখুন স্কাইনিং হচ্ছে

স্কাইনিং শেষ হলে অটোমেটিক একটি পেজ ওপেন হবে।

এখন মাউস দিয়ে সিলেক্ট করে কপি করে ওয়ার্ডে পেষ্ট করুন।

ধন্যবাদ ভালো থাকবেন সবাই। কোনো সমস্যা হলো কমেন্টস করুন।  পূর্বে এই ব্লগে প্রকাশিত

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং