১৩৫০+ টিভি চ্যানেল দেখুন মাএ ৩.৭ মেগাবাইটের একটি সফটওয়ার দিয়ে।
Ads by Techtunes - tAds
সবাইকে
সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।আমার মনে হয়
আমার বিগত টিউন নিয়ে হালকা একটু আলোচনা সমালচনা হয়েছে।হয়ত আমি ভালো করে
বুঝাতে পারিনি।যাই হোক আজকে আমি দারুন এবং কার্যকারী সফটওয়ারের খবর
পেয়েছি।সফটওয়ারটি দ্বারা আপনি সারা বিশ্বের ১৪০৩ টির মত চ্যানেল দেখতে
পারবেন।সাথে আবার অনেক রেডিও চ্যানেল ও ।আপনি সফটওয়ারটির দ্বারা যে কোন দেশের চ্যানেল দেখতে পারবেন।আপনি দেশ ভিওিক চ্যানেল সার্চ দিয়ে দেখতে পারবেন।ধরুন আপনি যদি বাংলাদেশের চ্যানেল দেখতে চান তাহলে সফটওয়ারটি ওপেন করে এশিয়া মহাদেশ সিলেক্ট করে তারপর সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশী চ্যানেল গুলোর লিস্ট চলে আসবেন।তখন আপনি যে চ্যানেল দেখতে চান তাই দেখতে পারবেন।এভাবে করে আপনি বিশ্বের যে কোন দেশের যে কোন চ্যানেল দেখতে পারবেন।সফটওয়ারটির ফাংশান গুলুও খুব সহজ আছে আপনি নিজে নিজে খুব সহজে পারবেন।সফটওয়ারটি্তে কোন ঝামেলা নেই কারন আমি নিজে ব্যাবহার করে ভাল লেগেছে দেখে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম।আর আপনাদেরকে খুব সহজে সফটওয়ারটির ডাউনলোড ব্যাবস্থা করে দিয়েছি।একেবারে ডাইরেক্ট লিংক দিয়ে দিলাম যাতে আপনাদের কোন ঝামেলা না হয়।আর উপরে একটি স্ক্রিনশর্ট ও দিয়ে দিলাম আপনাদের জন্য।
আর আপনাদের দরকার বা প্রয়োজন মনে হলে যেতে পারেন এখানে
ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
Comments
Post a Comment