কোন ঝামেলা ছাড়া একটা সাইট থেকেই জেনে নিন বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের সর্বশেষ বন্ধ সিম এর আফার


Akhoni.com - Place for The Best Deals
বর্তমানে একটা সিম ব্যবহার করে এমন লোক খুজে পাওয়া খুবই দুষ্কর। বাংলাদেশের সকল মোবাইল অপারেটর বন্ধ সিম এর গ্রাহক দের নানান সুবিধা দিয়ে থাকে সিম চালু করার জন্য। কিন্তু সক্রিয় গ্রাহকদের তেমন একটা সুবিধা দেই না বললেই চলে। কিন্তু আমরা বাঙ্গালিরা কম যাই না :lol:   আমরা মোবাইল অপারেটরদেরকেও হার মানিয়েছি। অনেকেই এই বন্ধ সিম এর অফার পাওয়ার জন্য একি অপারেটর এর একাধিক সিম ব্যবহার করে থাকি। আর অপেক্ষাই থাকি কবে নতুন বন্ধ সিম এর অফার আসবে। তাই অনেকে প্রতিদিন পত্রিকার পাতা চেক করি নতুন কন অফার আসল কিনা।
যাই হোক এবার কাজের কথাই আসি। আমি আপনাদের জন্য এমন একটা সাইট এর খবর নিয়ে এসেছি যেখানে এক সাইট থেকেই পাবেন বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের সর্বশেষ বন্ধ সিম এর আফার এর সর্বশেষ আপডেট।
যেভাবে জানবেনঃ এখানে ক্লিক করে সাইট টিতে প্রবেশ করুন। এরপর  dropdown মেনুতে "Reactivation offer" এর উপর মাউস রাখলে অপারেটর গুলোর নাম দেখাবে>> এবার আপনার পছন্দ মত যে অপারেটর এর বন্ধ সিম এর আফার এর খরর জানতে চান সেখানে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বন্ধ সিম এর অফর এর সর্বশেষ আপডেট।
সাইটটির ঠিকানাঃ BD Info Guide

Comments

Popular posts from this blog

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং

WiFi Password হ্যাক করেন সহজে । ( Free Software + ScreenShot )

মনীষীদের বাণী- উক্তি