“লুফে নিন…!!” ফ্রী ডোমেইন, হোস্টিং, সি-প্যানেল, এফটিপি, পিএইচপি, এসকিউএল আর সব পেইড সার্ভিস-এর মত সুবিধা…!!
আড্রেস হবে yzi.me বা আর কিছু সাইট এর সাব-ডোমেইন, এতেই পাবেন টপ লেভেল সাইটের মত সব সুবিধা।
যেভাবে রেজিস্ট্রেশন করবেন
দয়া করে আমার দেয়া রেফেরাল লিংক দিয়ে ঐ সাইট-এ যান তারপর আপনার ইমেইল সহ আরও সব তথ্য দিয়ে নিছের ছবির তে দেয়া ফরম টি পূরণ করুন এবংসাইন আপবাটনে ক্লিক করুন। একটি ই-মেইল আপনার ই-মেইল আড্রেস এ পাবেন। কনফারমেশন করে অ্যাকাউন্ট সেটাপ কমপ্লিট করুন।
কী কী সুবিধা!
পাবেন ২০ গিগাবাইট স্টোরেজ এবং ১৫0 গিগাবাইট ব্যান্ডুইথ। ভেবে দেখেছেন সাইট ও হোস্টিং কিনে কী কী সুবিধা পেতে পারেন! কল্পনা না করে নিচের ইমেজ টি ভাল করে দেখুন।আপনি নিজের ওয়েব স্টোর খুলতে পারেন, ব্লগ ও করতে পারেন। নিজে কোড করতে পারেন বা ওয়ার্ডপ্রেস ও ইন্সটল করতে পারেন। পাবেন নিজের একটি ই-মেইল সার্ভার। আরও অনেক সুবিধা আছে।
কেন এই সুবিধা দিচ্ছে!
কি করে বলব! আমি জানি তো জানি না। গতকাল জানতে পেরেছি। আজ শেয়ার করলাম। যেটুকে দেখলাম, এরা সি-প্যানেল এ অ্যাড দেখাই তবে আপনার সাইট এ কোন অ্যাড দেখাতে বাধ্য করবে না।আমি কেন শেয়ার করছি!
প্রধান উদ্দেশ্য, যারা আমার মত সাইটের কাজ শিখতে আগ্রহী তারা যেন নিজের দক্ষতা বাড়াতে পারে তারা যাতে হাতে-কলমে শিখে নিতে পারেন তাই।
ভাল লাগলে আমার দেয়া লিংক দিয়ে সাইন আপ করে ফেলুন,
বানিয়ে দেখান আপনার ওয়েবসাইট।
বানিয়ে দেখান আপনার ওয়েবসাইট।
Comments
Post a Comment