গোপন তথ্য ফাঁস করলেন কেট

https://www.youtube.com/watch?v=whbz442gHQc
তার রূপের জাদুতে মজেছে গোটা দুনিয়া। এখনো তিনি তুলনাহিনা বলছি টাইটানিকের ‘রোজ ডসন’ অর্থাত্ কেট উইনস্লেট এ বার অকপটে জানালেন তার সৌন্দর্যের রহস্য। প্রকৃতির শুদ্ধ বাতাস তার ত্বকে জাদুকাঠির ছোঁয়া এনে দেয় বলে মনে করেন এই সুন্দরী।


তাই রাতে ঘরের জানলা খোলা রাখেন তিনি। সঙ্গে অবশ্যই চাই সময়মতো ঘুম এবং প্রচুর পরিমাণে জলপান। নায়িকা তার ‘ভাইটাল স্ট্যাটিসটিক্স’ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন।
‘জিরো ফিগার’-এর স্টাইলকে বুড়ো আঙুল দেখিয়ে কেটের দাবি, তার ‘কার্ভ’ নিয়ে তিনি খুবই খুশি।
তা ছাড়া বাহ্যিক সৌন্দর্যের তুলনায় নিজের ‘কেরিয়ার’ অনেক বেশি মূল্যবান তাঁর কাছে।যেখানে অনেক নায়িকাই বলেন যে মেক-আপে ত্বকের ক্ষতি হয়, সেখানে আরও এক ধাপ এগিয়ে কেট স্বীকার করেছেন যে তিনি মেক-আপ করতে পছন্দ করেন। মেক-আপ তাঁকে নারীত্বের অনুভূতি দেয়। তাঁর আত্মবিশ্বাস বাড়ায় অনেক গুণ।
https://www.youtube.com/watch?v=whbz442gHQc

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং