মুক্তি পেছালো ‘দুই পৃথিবী’র

https://www.youtube.com/watch?v=whbz442gHQc

ঢাকাই চলচ্চিত্রের গুনী নির্মাতা এফ আই মানিকের দুই পৃথিবী সিনেমা আগামী ৫ জুন সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটি ২৯ মে সারা দেশে মুক্তি দেয়ার কথা থাকলেও এর তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ জুন শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা অভিনীত সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়া হবে।


মানিক আরো জানান সোমবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র দিয়েছে।
সিনেমাটির পরিচালক এফ আই মানিক  বলেন, ‘সোমবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এখন সিনেমাটির মুক্তি দেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে।
আগামী ৫ জুন সারাদেশে শতাধিক হলে এটি মুক্তি দেয়া হবে’। সিনেমাটির মধ্য দিয়ে এ বছর শাকিব-অপু জুটির প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ জুটির সর্বশেষ সিনেমা মুক্তি পায় ২০১৪ সালে কোরবানীর ঈদে।
এর পর শাকিব খান অভিনীত সিনেমা মুক্তি পেলেও শাকিব-অপু জুটির আর কোনো সিনেমা মুক্তি পায়নি। সন্ধানী কথাচিত্রের ব্যানারে নির্মিত বিগবাজেটেরে এ সিনেমাটিতে শাকিব-অপু-অহনা ছাড়াও আরো অভিনয় করছেন আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলীরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা প্রমুখ।

https://www.youtube.com/watch?v=whbz442gHQc

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং