চেলসির শিরোপা উদযাপন

ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেছে রোববার। চ্যাম্পিয়ন চেলসি তাদের শিরোপা জয় উদযাপন করেছে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রীজে।


তবে পরদিন সমর্থকদের সাথে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি কোরে নিলো চেলসির খেলোয়াড় কর্মকর্তারা।

লন্ডনের নিউ কিংস রোডে চ্যাম্পিয়নদের বরণ কোরে নিতে সেখানে উপস্থিত হন প্রায় ৭০ হাজার সমর্থক। চেলসি এর আগে সবশেষ লিগ ট্রফি জিতেছিলো ২০১০ সালে। চার বছর পর জোসে মরিনিয়োর হাত ধরে আবারো সাফল্য আসে চেলসির ঘরে।

 যা তাদের চতুর্থ শিরোপা। গেলো মৌসুমে নতুন কোরে চেলসির দায়িত্ব নেন মরিনিয়ো। দ্বিতীয় মৌসুমের দলকে সাফল্য এনে দেন দ্যা স্পেশান ওয়ান।


https://www.youtube.com/watch?v=whbz442gHQc

Comments

Popular posts from this blog

মনীষীদের বাণী- উক্তি

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বিসিএস পছন্দর ক্ষেত্রে প্রথম প্রশাসন কেন? দেখুন কোন ক্যাডারের পদোন্নতি কেমনভাবে হয় বা কোথায় থেকে কোথায় পোস্টিং